শিরোনাম
◈ পারভেজ হত্যাকাণ্ড: ছাত্রদল বিভ্রান্তিকর প্রচারণা শুরু করেছে: উমামা ফাতেমা (ভিডিও) ◈ নাটোরে ছাত্রলীগ কর্মীকে রিকশায় পিঠে পা চেপে ঘোরানো, ভিডিও ছড়িয়ে পড়ায় তোলপাড় ◈ ‘আমরা একটি কঠিন কিন্তু অপরিহার্য পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছি’  ◈ বাংলাদেশ থেকে যাওয়ার সময় জীবননাশের শঙ্কায় ছিলাম: দাবি হাথুরুসিংহের ◈ জাতীয় পরিচয়পত্রের অসুন্দর ছবিটি ঘরে বসেই বদলাবেন যেভাবে ◈ বাংলাদেশ হয়ে সেভেন সিস্টার্সে যাওয়ার রেল প্রকল্প স্থগিত করলো ভারত ◈ ‘৫ বছরে স্থানীয় সরকার নির্বাচনে খরচ ২৩০০ কোটি, তা ৭০০ কোটিতে নামানো সম্ভব’ ◈ নারী সংস্কার কমিশনের কিছু সুপারিশ কোরআন-হাদিসের লঙ্ঘন, বললেন জামায়াতে ইসলামীর আমির ◈ রামপালের চেয়ে ৬০% কম: মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্রে প্রতি ইউনিট বিদ্যুতের দাম ৮.৪৫ টাকা ◈ সোনার খোঁজে নেপাল যা‌চ্ছে বাংলাদেশ টেবিল টেনিস দল

প্রকাশিত : ২১ ফেব্রুয়ারি, ২০২৫, ০৫:৪৪ বিকাল
আপডেট : ০১ এপ্রিল, ২০২৫, ০৫:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

বাংলাদেশের হারের জন্য ব্যাটিং-ফিল্ডিং ইউনিটকে দায়ী করলেন শেবাগ ও মাঞ্জারেকার

স্পোর্টস ডেস্ক : বৈশ্বিক আসরে আইসিসি ইভেন্টে বেশিরভাগই নাকানিচুবানি খায় বাংলাদেশ দল। ভারতের বিপক্ষে এবারো নিজেদের প্রথম ম্যাচে নখদন্তহীন ব্যাটিংয়ে সমালোচনায় টাইগাররা। তাওহীদ হৃদয়ের সেঞ্চুরিতে মান রক্ষা হলেও ৩৫ রানে ৫ উইকেট হারানো দলটার সামর্থ্য নিয়েও উঠছে প্রশ্ন। দুবাইতে শান্তদের হারের কারণ হিসেবে ব্যাটিং ও ফিল্ডিং ইউনিটকেই দায়ী করেছেন ভারতের দুই সাবেক ক্রিকেটার শেবাগ ও সঞ্জয় মাঞ্জরেকার।

দ্রুত ৫ উইকেট হারানোটাই বাংলাদেশের জন্য কাল হয়ে দাঁড়ায়, এমনটাই মনে করেন বীরেন্দ্র শেবাগ। ভারতের সাবেক এই আগ্রাসী ব্যাটার বলছেন, খুব সহজেই উইকেট দিয়ে এসেছে সৌম্য, শান্ত, মুশফিকরা। তাওহীদের ব্যাটিং হৃদয় ছুয়ে গেছে শেবাগের। তবে জাকের আলীর সাথে তার জুটিটা আরও বড় হতে পারতো বলে মনে করেন সাবেক এ ভারতীয় ক্রিকেটার।

বীরেন্দ্র শেবাগ বলেন, উইকেটে আসলে বোলারদের জন্য তেমন কিছু ছিলো না। বল বিবেচনা করলে সহজেই রান করা উচিত ছিলো। বাংলাদেশি ব্যাটাররা উইকেট খুব সহজেই দিয়ে এসেছে। তবে এটাও বলতে হবে ভাগ্য সহায় ছিলো না তাদের। ইনসাইড এজেও আউট হয়েছে তারা।

তিনি আরও বলেন, হৃদয় খুব ভালো ব্যাটিং করেছে। দ্রুত ৫ উইকেট পড়ার পর কাজটা খুব সহজ ছিলো না, মাঝে মাঝে স্লো হয়ে যাচ্ছিল। জাকেরের সাথে তার জুটি একটু বড় হলে ২৭০ রানও হতে পারতো। তবে বোলিংয়ে শামি বাঁধা হয়ে দাঁড়ায়।

এদিকে সাবেক ভারতীয় ক্রিকেটার ও বিশ্লেষক সঞ্জয় মাঞ্জরেকার বলছেন, ফিল্ডিং ব্যর্থতাও বাংলাদেশের হারের অন্যতম কারণ। বিশেষ করে লোকেশ রাহুলের যে ক্যাচটা ধরতে পারেনি জাকের আলী অনিকের পিচ্ছিল হাত, সেটাকে ম্যাচের অন্যতম টার্নিং পয়েন্ট হিসেবে আখ্যায়িত করেছেন এ ক্রিকেট বিশ্লেষক।

সঞ্জয় মাঞ্জরেকার বলেন, লোকেশ রুহুলের যে ক্যাচটা ছেড়েছে জাকের আলী সেটা ম্যাচের অন্যতম টার্নিং পয়েন্ট। আমি এটা বলছি না রাহুল আউট হলে ভারত হেরে যেত। তবে উইকেটে তখন কিছুটা সহায়তা ছিলো। ভারত একটু প্যানিক করলেই বাংলাদেশ লড়াইটা জমিয়ে তুলতে পারতো।

ভারত ম্যাচের মতোই সাম্প্রতিক সময়ে ওয়ানডেতে বাংলাদেশের টপ অর্ডারের ব্যর্থতা নিয়মিত চিত্র হয়ে দাড়িয়েছে। গ্রুপ পর্বের পরের দুই ম্যাচে সেই ধারা অব্যাহত থাকলে আইসিসি ইভেন্টে ভরাডুবির গল্পটা থাকবে চলমান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়