শিরোনাম
◈ কাতারে পৌঁছেছেন ড. ইউনূস, পেলেন লালগালিচা সংবর্ধনা ◈ স্বাস্থ্য উপদেষ্টার এপিএসকেও সরিয়ে দেওয়া হলো ◈ নকশা না মেনে গড়ে ওঠা রাজধানীর ৩ হাজার ৩৮২ ভবন ভাঙা হবে: রাজউক চেয়ারম্যান ◈ যেসকল সেবা মেলে না এনআইডি লক হলে ◈ মেজর সিনহা হত্যা মামলায় ডেথ রেফারেন্স অগ্রাধিকার ভিত্তিতে নিষ্পত্তির সিদ্ধান্ত ◈ সাংবাদিকের করা এক প্রশ্নে বাংলাদেশি নই বলা টিউলিপ বাংলাদেশের এনআইডি-পাসপোর্টধারী ◈ আর্থিক প্রতিষ্ঠানে এসি চালানো নিয়ে নতুন নির্দেশনা ◈ গাজী সালাউদ্দিন তানভীরকে দুই অভিযোগ ওঠার পর সাময়িক অব্যাহতি দিল এনসিপি ◈ আবারও স্বর্ণের দামে নতুন ইতিহাস, দেশে ভরিতে কত বাড়লো? ◈ বিদেশি বিনিয়োগকারীদের নিরাপত্তায় হটলাইন

প্রকাশিত : ২১ ফেব্রুয়ারি, ২০২৫, ১২:২৪ দুপুর
আপডেট : ০৩ এপ্রিল, ২০২৫, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অবশেষে ভেঙেই গেল চাহাল-ধনশ্রীর সংসার

ভারতীয় ক্রিকেটার যুজবেন্দ্র চাহাল এবং তার স্ত্রী ধনশ্রী ভার্মা আনুষ্ঠানিকভাবে বিবাহবিচ্ছেদ করেছেন। গত কয়েক মাস ধরে তাদের বিচ্ছেদের গুঞ্জন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লেও তারা এ বিষয়ে খোলাখুলিভাবে কিছু বলেননি। 

বৃহস্পতিবার মুম্বাইয়ের বান্দ্রা ফ্যামিলি কোর্টে তাদের চূড়ান্ত শুনানি অনুষ্ঠিত হয়। যেখানে তারা দুজনই সশরীরে উপস্থিত ছিলেন। সেখানে সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়।  

ভারতীয় সংবাদমাধ্যমেরর প্রতিবেদনে বলা হয়েছে, বিচ্ছেদের আগে আদালতের নির্দেশে চাহাল ও ধনশ্রীকে ৪৫ মিনিটের একটি কাউন্সেলিং সেশনে অংশ নিতে হয়। তবে সেশনের পর বিচারককে জানানো হয় যে তারা পারস্পরিক সমঝোতার ভিত্তিতেই আলাদা হতে চান। জানা গেছে, গত ১৮ মাস ধরে তারা আলাদাভাবে বসবাস করছিলেন এবং মূলত ‘সঙ্গতিহীনতার’ কারণে তাদের এই সিদ্ধান্ত। বৃহস্পতিবার বিকেল ৪:৩০ মিনিটে আদালত তাদের বিবাহবিচ্ছেদ আনুষ্ঠানিকভাবে মঞ্জুর করেন।  

চূড়ান্ত শুনানির আগে চাহাল ইনস্টাগ্রামে একটি পোস্টে লেখেন, ‘ঈশ্বর আমাকে যতবার রক্ষা করেছেন, তা আমি গুনে শেষ করতে পারবো না। এমন অনেকবার হয়তো হয়েছে যখন আমি জানতেও পারিনি যে তিনি আমাকে রক্ষা করেছেন। ধন্যবাদ ঈশ্বর, সবসময় আমার পাশে থাকার জন্য। আমেন।’  

ধনশ্রীও নিজের ইনস্টাগ্রামে ঈশ্বরের প্রতি বিশ্বাস নিয়ে একটি পোস্ট শেয়ার করেন, যেখানে তিনি লেখেন,‘চিন্তা থেকে আশীর্বাদ – ঈশ্বর কীভাবে আমাদের দুশ্চিন্তা ও পরীক্ষা-নিরীক্ষাকে আশীর্বাদে পরিণত করেন, তা সত্যিই অবিশ্বাস্য! যদি আজ আপনি কোনো কিছুর জন্য দুশ্চিন্তাগ্রস্ত হন, তাহলে এটি আপনার জন্য একটি সুযোগ। আপনি হয় দুশ্চিন্তা চালিয়ে যেতে পারেন, নয়তো সবকিছু ঈশ্বরের হাতে তুলে দিয়ে প্রার্থনা করতে পারেন। বিশ্বাস রাখুন, ঈশ্বর সবকিছু আপনার মঙ্গলের জন্যই কাজ করছেন।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়