নিজস্ব প্রতিবেদক : সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে একটা আন্তর্জাতিক প্রীতি ম্যাচ আর একটা প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ নারী ফুটবল দল। প্রথম ম্যাচটা ২৬ ফেব্রুয়ারি ও দ্বিতীয়টি ১ মার্চ অনুষ্ঠিত হবে। এই সফরকে সামনে রেখে বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) স্কোয়াড ঘোষণা করেছেন বাংলাদেশ নারী দলের কোচ পিটার বাটলার। বাটলার ২৩ সদস্যের দল দিলেও অধিনায়কের নাম জানাননি।
স্কোয়াডে সবশেষ সাফ দলের ৮ জন জায়গা পেয়েছেন। তারা হলেন- ইয়ারজান বেগম, মিলি আক্তার, কোহাতি কিসকু, আফঈদা খন্দকার, স্বপ্না রানী, আইরিন খাতুন, শাহেদা আক্তার ও মুনকি আক্তার। দুই প্রীতি ম্যাচকে সামনে রেখে ২৪ ফেব্রুয়ারি দেশ ছাড়ার কথা রয়েছে লাল সবুজের প্রতিনিধিদের।
বাংলাদেশ স্কোয়াড - ইয়ারজান বেগম, মিলি আক্তার, মেঘলা রানী রায়, কোহাতি কিসকু, আফঈদা খন্দকার, জয়নব বিবি রিতা, সুরমা জান্নাত, মোসাম্মত সুলতানা, কানোম আক্তার, অর্পিতা বিশ্বাস ও মরিয়ম বিনতে হান্না, স্বপ্না রানী, মুনকি আক্তার, হালিমা আক্তার, নবীরণ খাতুন, সুরভী আকন্দ প্রীতি, বন্যা খাতুন, তনিমা বিশ্বাস, ঐশী খাতুন, অয়ন্ত বালা, আকলিমা খাতুন, শাহেদা আক্তার রিপা ও আইরিন খাতুন।
আপনার মতামত লিখুন :