শিরোনাম
◈ বাংলাদেশ যেন সন্ত্রাসবাদকে স্বাভাবিক বিষয় হিসেবে না দেখে: ভারত ◈ ১৮’র ভোটের এসপিদেরও ওএসডি-বাধ্যতামূলক অবসরে পাঠানো হবে : উপদেষ্টা আসিফ মাহমুদ ◈ মধ্যরাতে ব্যাংকের ভেতরেই অবস্থান কর্মকর্তার, যা জানা গেল ◈ ভূমধ্যসাগরে মৃত্যুর মুখোমুখি হয়ে দেশে ফিরেছেন ৫ বাংলাদেশি ◈ ফলক থেকে নাম মুছে দিয়েই ভাষা আন্দোলনে গোলাম আযমের অবদান মুছে ফেলা যাবে না : জামায়াত  ◈ এসএসসি পরীক্ষার্থীদের প্রতি শিক্ষা বোর্ডের ১৪ নির্দেশনা ◈ মাতৃভাষার গুরুত্ব না বুঝলে এসডিজি অর্জিত হবে না : প্রধান উপদেষ্টা ◈ অতিরিক্ত সচিব তপন কুমারকে বাধ্যতামূলক অবসর ◈ বাংলাদেশের হারের জন্য ব্যাটিং-ফিল্ডিং ইউনিটকে দায়ী করলেন শেবাগ ও মাঞ্জারেকার ◈ ব্যাটিং ব্যর্থতায় আমরা ভারতের কাছে হেরে গেছি: অধিনায়ক শান্ত

প্রকাশিত : ২০ ফেব্রুয়ারি, ২০২৫, ০৩:৪৭ দুপুর
আপডেট : ২১ ফেব্রুয়ারি, ২০২৫, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হৃদয়ের সেঞ্চুরিতে ২২৮ রানের পুঁজি বাংলাদেশের

তাওহিদ হৃদয় ও জাকের আলি অনিক দুজনের রেকর্ড জুটিতেই আজ দুঃসময়কে পেছনে ফেলেছে বাংলাদেশ। হৃদয় তো আজ ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিও তুলে নিয়েছেন।

আধুনিক ক্রিকেটে ভারতকে দেওয়া ২২৯ রানের লক্ষ্যটা খুব বড় না হলেও লড়াই করার শক্তিটা এনে দিয়েছেন হৃদয়-জাকের। তা না হলে দুবাইয়ে বাংলাদেশের ইনিংসের যে হতচ্ছিরি সূচনা হয়েছিল তাতে একশ করতে পারবে কিনা সেই শঙ্কাও জেগেছিল। দলীয় ৩৫ রানে ৫ উইকেট হারানোটা তেমনি ইঙ্গিত দিচ্ছিল।

দলীয় ৩৫ রানের ২৫ রানই ছিল আবার ওপেনার তানজিদ হাসান তামিমের।

আউট হওয়া বাকি চার ব্যাটারের মধ্যে তিনজন- সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম ‘ডাক’ মেরেছেন। আর মেহেদি হাসান মিরাজ করেছেন ৫ রান।
এমন ধ্বংসস্তূপে বুক চিতিয়ে দাঁড়িয়ে পড়েন হৃদয়-জাকের। দুজনই অবশ্য ভাগ্যের স্পর্শ পেয়েছেন।

জাকের তো নিজের মুখোমুখি প্রথম বলেই অক্ষর প্যাটেলের হ্যাটট্রিকের শিকার হতেন। কিন্তু স্লিপে সহজ ক্যাচটা ফেলে দেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। শূন্য রানে জীবন পাওয়া জাকেরকে পরে আর পেছন ফেরে তাকাতে হয়নি। সতীর্থ হৃদয়ের সঙ্গে গড়েন রেকর্ড জুটি। 
ষষ্ঠ উইকেটে ১৫৪ রানের রেকর্ড জুটি গড়েন হৃদয়-জাকের।

আগের সর্বোচ্চ ছিল ৪৫ রানের। শেষ দিকে দ্রুত রান তুলতে গিয়ে ৬৮ রানে জাকের আউট হলে ভেঙে যায় তাদের দুর্দান্ত জুটিটি। তবে অন্য প্রান্ত আগলে রেখে ঠিকই ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নিয়েছেন হৃদয়। 
৪৯তম ওভার করা মোহাম্মদ শামির প্রথম বলকে অফসাইডে ঢেলে দিয়ে তিন অঙ্ক স্পর্শ করেন হৃদয়। সেঞ্চুরির উদযাপন করেন এক হাতে হেলমেট ও অন্য হাতে ব্যাট উঁচিয়ে। পরে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির শুকরিয়া আদায় করেন সেজদা দিয়ে। সেঞ্চুরি পেতে বেশ কষ্টই করতে হয়েছে তাকে। দলের প্রতিকূল পরিস্থিতি তো ছিলোই সঙ্গে চোট সঙ্গী হয়। 

দীর্ঘক্ষণ ব্যাটিং করায় হঠাৎ করেই মাসল ক্র্যাম্প করে হৃদয়। তবে কোনোভাবেই দমিয়ে যাননি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের সদস্য। ইনিংসের সপ্তম ওভারে নামা ব্যাটার প্রায় শেষ পর্যন্ত খেলেছেন। ৫০তম ওভারের চতুর্থ বলে শেষ ব্যাটার হিসেবে আউট হওয়ার সময় নামের পাশে ১০০ রান নিয়ে মাঠ ছেড়েছেন তিনি।  ১১৮ বলের ইনিংসটি সাজিয়েছেন ২ ছক্কা ও ৬ চারে। তার দুর্দান্ত সেঞ্চুরিতে বাংলাদেশ ২২৮ রানের সংগ্রহ পায়। ভারতের হয়ে সর্বোচ্চ ৫ উইকেট নিয়েছেন ওয়ানডেতে ২০০তম উইকেটের কীর্তি গড়া মোহাম্মদ শামি। বাকি ৫ উইকেটের তিনটি নিয়েছেন আরেক পেসার হার্ষিত রানা। অন্য দুটি অক্ষর।  

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়