শিরোনাম
◈ সতর্ক সংকেত জারি, আজ বজ্রপাতে মৃত্যুর ঝুঁকি খুবই বেশি ◈ পলাতক সাবেক মন্ত্রী-এমপিরা যুক্তরাজ্যে আ.লীগ নেতার ছেলের বিয়েতে  ◈ বিএনপির নতুন রাজনৈতিক মেরুকরণ: বাম দলগুলোর সঙ্গে সম্পর্ক জোরদারের চেষ্টা ◈ হাথুরুসিংহে ও তার দুই সহকারী ‘নাসুমকে চড় মারা’ প্রসঙ্গে যা বললেন ◈ অ্যাঞ্জেলিনা জোলির সমর্থন গাজার প্রতি, ইসরায়েলি হামলাকে বললেন ‘গণকবরের মতো ধ্বংসযজ্ঞ’ ◈ গুরুতর অসুস্থ ব্যারিস্টার আব্দুর রাজ্জাক, হাসপাতালে ভর্তি ◈ প্রাইমএশিয়া শিক্ষার্থী পারভেজ হত্যা: ৩ জন আটক ◈ টাঙ্গাইলের ৭০০ বছরের নওয়াব শাহী জামে মসজিদে ৯৮ বছর ধরে চলছে অবিরাম কুরআন তিলাওয়াত ◈ প্রধান উপদেষ্টার কাতার সফরে এলএনজি ও ভিসা ইস্যু ছাড়াও যেসব বিষয় গুরুত্ব পাবে ◈ প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্র খুন: ১০-১৫ জন নির্দয়ভাবে পেটায় জাহিদকে, ঘটনার সূত্রপাত যেভাবে

প্রকাশিত : ২০ ফেব্রুয়ারি, ২০২৫, ১০:৩৪ দুপুর
আপডেট : ২৬ মার্চ, ২০২৫, ১১:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

বিকেলে চ্যাম্পিয়নস ট্রফিতে ভারত-বাংলাদেশ মুখোমুখি

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ও ভারতের মধ্যকার ম্যাচ নিয়ে ইদানিং মাঠ ও মাঠের বাইরে বিভিন্ন কারণে আলোচনায় থাকে। এবারো চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতের বিপক্ষে ম্যাচ নিয়ে আলোচনা বেশ তুঙ্গে। নবম আসরে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) টুর্নামেন্ট শুরু করবে লাল-সবুজের দেশ। দুবাই স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকাল ৩টায় খেলা শুরু হবে।

দু’দলের লড়াইয়ে একটা সময় ভারতীয়দের আধিপত্য থাকলেও বর্তমানে ওয়ানডেতে তাদের সঙ্গে ভালোই টেক্কা দিচ্ছে বাংলাদেশ। মাঠের লড়াই শুরুর আগে দেখে নেওয়া যাক দু’দলের মুখোমুখি অবস্থান।

এখন পর্যন্ত ওয়ানডেতে ৪১বার ভারতের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। এর মধ্যে তাদের জয় আটটিতে, হেরেছে ৩২টি এবং বাকি একটি ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে। তবে সবশেষ পাঁচ ম্যাচের মধ্যে তিনটিতে জিতে এগিয়ে আছে বাংলাদেশই।

অন্যদিকে চ্যাম্পিয়নস ট্রফিতে এখন পর্যন্ত কেবল একবারই ভারতের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। ২০১৭ সালে অনুষ্ঠিত সবশেষ আসরের ফাইনালে ওঠার লড়াইয়ে বিরাট কোহলির দলের কাছে ৯ উইকেটে হেরে সেমিফাইনাল থেকে বিদায় নিতে হয়েছিল মাশরাফি বিন মোর্তজার দলকে।

বৃহস্পতিবার সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এই মাঠে এখন পর্যন্ত তিনটি ম্যাচ খেলা টাইগাররা জয় পেয়েছে একটিতে। যে দুটি ম্যাচে হেরেছে দুটিরই প্রতিপক্ষ ছিল ভারত। দুটি ম্যাচই ছিল ২০১৮ সালের এশিয়া কাপে। সেই আসরের শিরোপা লড়াইয়ে শেষ দুই ওভারে দিনেশ কার্তিকের বিধ্বংসী ব্যাটিংয়ে হেরে যায় বাংলাদেশ। অন্যদিকে এই মাঠে খেলা ছয় ম্যাচে এখন পর্যন্ত অপরাজিত ভারত। জয় পাঁচটিতে এবং টাই হয়েছে একটি।

ভারতের সঙ্গে এবারের লড়াইয়ে তাদের বিপক্ষে দলের সবচেয়ে সফল ব্যাটারকে ছাড়াই মাঠে নামবে বাংলাদেশ। এখন পর্যন্ত ভারতের বিপক্ষে টাইগারদের হয়ে সর্বোচ্চ ৭৫১ রান করেছেন সাকিব আল হাসান। অবশ্য দ্বিতীয় সর্বোচ্চ ৭০৩ রান করা মুশফিকুর রহিম এবারও দলের প্রতিনিধিত্ব করবেন। তবে সব মিলিয়ে সাম্প্রতিক পারফরম্যান্স বিবেচনায় বাংলাদেশ তাকিয়ে থাকবে শান্তর ব্যাটের দিকে। গত দুই বছরে ১ হাজার ২৭৮ রান করে ওয়ানডেতে দেশের সবচেয়ে সফল ব্যাটার হলেন এই বাঁহাতি।

অন্যদিকে বাংলাদেশের বিপক্ষে ভারতের সবচেয়ে সফল ব্যাটার কোহলি এখন পর্যন্ত পাঁচটি সেঞ্চুরিতে রান করেছেন ৯১০, গড় ৭৫ দশমিক ৮৩।

ব্যাটিংয়ের মতো বোলিংয়েও ভারতের বিপক্ষে বাংলাদেশ মিস করবে সাকিবকে। দলটির বিপক্ষে বাঁহাতি এই স্পিনার ২২ ম্যাচে শিকার করেছেন ২৯ উইকেট। দ্বিতীয় সর্বোচ্চ ২৫ উইকেট শিকার করেছেন মুস্তাফিজুর রহমান। তবে বল হাতে নিজের সেরা ছন্দে না থাকা বাঁহাতি এই পেসারের চেয়ে বাংলাদেশ তাকিয়ে থাকবে তাসকিন আহমেদের দিকে। ২০২৩ সালের শুরু থেকে এখন পর্যন্ত দলের হয়ে ওয়ানডেতে সর্বোচ্চ ৪০টি উইকেট শিকার করেছেন এই ডানহাতি পেসার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়