শিরোনাম
◈ দেশি-বিদেশি মাস্টারপ্ল্যান আওয়ামী লীগকে মাঠে নামানোর পেছনে ◈ পারভেজ হত্যাকাণ্ড: ছাত্রদল বিভ্রান্তিকর প্রচারণা শুরু করেছে: উমামা ফাতেমা (ভিডিও) ◈ নাটোরে ছাত্রলীগ কর্মীকে রিকশায় পিঠে পা চেপে ঘোরানো, ভিডিও ছড়িয়ে পড়ায় তোলপাড় ◈ ‘আমরা একটি কঠিন কিন্তু অপরিহার্য পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছি’  ◈ বাংলাদেশ থেকে যাওয়ার সময় জীবননাশের শঙ্কায় ছিলাম: দাবি হাথুরুসিংহের ◈ জাতীয় পরিচয়পত্রের অসুন্দর ছবিটি ঘরে বসেই বদলাবেন যেভাবে ◈ বাংলাদেশ হয়ে সেভেন সিস্টার্সে যাওয়ার রেল প্রকল্প স্থগিত করলো ভারত ◈ ‘৫ বছরে স্থানীয় সরকার নির্বাচনে খরচ ২৩০০ কোটি, তা ৭০০ কোটিতে নামানো সম্ভব’ ◈ নারী সংস্কার কমিশনের কিছু সুপারিশ কোরআন-হাদিসের লঙ্ঘন, বললেন জামায়াতে ইসলামীর আমির ◈ রামপালের চেয়ে ৬০% কম: মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্রে প্রতি ইউনিট বিদ্যুতের দাম ৮.৪৫ টাকা

প্রকাশিত : ২০ ফেব্রুয়ারি, ২০২৫, ১০:২৫ দুপুর
আপডেট : ১৮ এপ্রিল, ২০২৫, ০৮:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় দলে দুই স্পিনার খেলবে: রোহিত শর্মা

স্পোর্টস ডেস্ক : চ্যাম্পিয়নস ট্রফি থেকে যশপ্রীত বুমরাহ  ইনজুরির শিকার হয়ে দল থেকে বাদ হওয়ার পর অতিরিক্ত একজন স্পিনারসহ মোট পাঁচ স্পিনার নিয়ে চূড়ান্ত দল ঘোষণা করেছিল ভারত। দুবাইয়ের মতো কন্ডিশনে দলে স্পিনারদের আধিক্য থাকায় তা নিয়ে কিছুটা সমালোচনাও হয়েছিল। তবে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামার আগে অধিনায়ক রোহিত শর্মা জানিয়েছেন, তার দলে কেবল দুইজন স্পিনার আছে।

বৃহস্পতিবার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে চ্যাম্পিয়নস ট্রফির অভিযান শুরু করবে ভারত। পাকিস্তানে গিয়ে এবারের আসরে খেলতে রাজি না হওয়ায় এই মাঠেই নিজেদের সব ম্যাচ খেলবে রোহিতের দল।

বুমরাহ টুর্নামেন্ট থেকে বাদ পড়ার পর বোলিং আক্রমণে ধার বাড়াতে রহস্য স্পিনার বরুণ চক্রবর্তীকে নিয়ে চূড়ান্ত দল ঘোষণা করে ভারত। আগে থেকেই দলে ছিলেন তিন স্পিন বোলিং অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল ও ওয়াশিংটন সুন্দর। বিশেষজ্ঞ স্পিনার হিসেবে ছিলেন কুলদিপ যাদব।

বাংলাদেশের বিপক্ষে ম্যাচের আগে বুধবার সংবাদ সম্মেলনে প্রথমেই দলে পাঁচ স্পিনার রাখার বিষয়ে জানতে চাওয়া হলে রোহিত বলেন, এখানে দু’জন স্পিনার আছে। বাকি তিনজন হলেন অলরাউন্ডার। আমি তাদেরকে পাঁচজন স্পিনার হিসেবে দেখছি না। সেই তিনজন ব্যাট ও বল দুটোই করতে পারে। জাদেজা, অক্ষর ও ওয়াশি আমাদের খেলায় কম্বিনেশন সাজাতে, দল সাজাতে ভিন্ন মাত্রা যোগ করে। অনেক গভীরতা দেয়। এ জন্য আমরা চেষ্টা করেছি এমন খেলোয়াড় নিতে যাদের একটির চেয়ে দুটো স্কিল আছে।

অন্য দলগুলোর ফাস্ট বোলার ও অলরাউন্ডার থাকে। তখন তারা বলে যে তাদের ছয়জন ফাস্ট বোলার আছে, যেটা ভালো। তবে আমরা আমাদের শক্তি নিয়ে কাজ করার এবং দলে তা প্রয়োগ করার চেষ্টা করি।

ইংল্যান্ডের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজে বল হাতে দুর্দান্ত পারফর্ম করে ওয়ানডে দল এবং শেষ পর্যন্ত চ্যাম্পিয়নস ট্রফির দলে জায়গা পান বরুণ। এখন পর্যন্ত খেলেছেন কেবল একটি ওয়ানডে।

বরুণকে নিয়ে রোহিত বলেন, সে অনুশীলনের সময় বোলিংয়ে খুব একটা বৈচিত্র্য আনে না। সে শুধু একই ধরনের বল করে যায়। আমার মনে হয়, সে আমাদেরকে তার বৈচিত্র্য দেখাতে চায় না। তবে এটা ভালো দিক। তার অবশ্যই এমন কিছু অস্ত্র আছে যা কেবল যখন দরকার পড়বে তখন বের করবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়