স্পোর্টস ডেস্ক : যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক ওয়ানডেতে ভারতের ৪০ বছরের পুরোনো রেকর্ড নিজেদের করে নিয়েছে। ছেলেদের ক্রিকেটে পুরো ওভারের ওয়ানডেতে সবচেয়ে কম রানের লক্ষ্য দিয়ে ম্যাচ জিতে নিয়েছে দেশটি। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) ওমানের আল আমেরাতে আইসিসি মেনস ক্রিকেট ওয়ার্ল্ড কাপ লিগ টুয়ে স্বাগতিকদের ১২৩ রানের লক্ষ্য দিয়ে ৫৭ রানে ম্যাচ জেতে যুক্তরাষ্ট্র। - অলআউট স্পোর্টস
টস হেরে ব্যাটিংয়ে নামা মার্কিনিদের ইনিংস গুটিয়ে যায় ৩৫ ওভার ৩ বলে। জবাবে সাড়ে ২৫ ওভারে ওমান অলআউট হয় ৬৫ রানে। দলের হয়ে মাত্র একজন ব্যাট হাতে দুই অঙ্কের ঘর স্পর্শ করেন। এতদিন বৃষ্টি বা অন্য কোনো কারণে ওভার না কমানো কোনো ওয়ানডেতে সবচেয়ে কম রানের লক্ষ্য দিয়ে ম্যাচ জয়ের রেকর্ডটি ছিল ভারতের। ১৯৮৫ সালের মার্চে সংযুক্ত আরব আমিরাতের শারজায় পাকিস্তানকে ১২৬ রানের টার্গেট দিয়ে তারা ৩৮ রানে ম্যাচ জিতেছিল।
এছাড়াও এদিন ওয়ানডে ক্রিকেটে আরও একটি রেকর্ড হয়। ৪ হাজার ৬৭১ ওয়ানডে ম্যাচ পর প্রথমবারের মতো কোনো ম্যাচে কোনো পেসার বোলিং করেননি। দু’দলের স্পিনাররা মিলে শিকার করেন ১৯ উইকেট, যা ওয়ানডে ইতিহাসে আরও একবার ঘটেছিল।
এর আগে এক ওয়ানডেতে সর্বপ্রথম স্পিনাররা ১৯ উইকেট নিয়েছিলেন বাংলাদেশ-পাকিস্তানে ম্যাচে। ২০১১ সালের ডিসেম্বরে চট্টগ্রামে পেসার হিসেবে একমাত্র উইকেটটি নেন বাংলাদেশের শফিউল ইসলাম। ১৭৮ রানের লক্ষ্য তাড়ায় বাংলাদেশ ১১৯ রানে অলআউট হয়ে ম্যাচ হারে ৫৮ রানে।
আপনার মতামত লিখুন :