শিরোনাম
◈ তিন মাসে ২৫ হাজার ৬৯৫ কোটি টাকার সঞ্চয়পত্র ভেঙেছেন গ্রাহকেরা, কারণ কী ◈ ৪৫ বাংলাদেশিকে বিমানবন্দর থেকে ফেরত পাঠালো মালয়েশিয়া ◈ শাজাহানপুরে বারো ঘন্টায় দোকানের খাজনা ১৮ হাজার টাকা ◈ এবার ভারতসহ যে ৪ দেশকে কঠোর হুমকি দিলেন ট্রাম্প! ◈ রাজশাহীগামী বাসে ডাকাতি ও ধর্ষণের ঘটনায় গ্রেপ্তারের পর জামিনে ছাড়া পেয়েছেন তিন আসামি (ভিডিও) ◈ 'তারেক রহমান প্রধানমন্ত্রী, খালেদা জিয়া হবেন রাষ্ট্রপতি', নেতাদের এমন মন্তব্যে যা জানালো বিএনপি (ভিডিও) ◈ ঢাকার কাঁধে আন্দোলনের চাপ, হাসিনার পতনের পর বিভিন্ন দাবিতে ঢাকায় ১৮০ আন্দোলন ◈ ‘গো ব্যাক চুপ্পু’ বিক্ষোভের মধ্যেই ভাষা শহীদদের শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি ◈ শিক্ষার্থীরা শিবিরের বিপক্ষে কথা বলতে ভীত-সন্ত্রস্ত, কখন না জানি রগ কেটে দেয় : ছাত্রদল সাধারণ সম্পাদক ◈ দুর্ঘটনার শিকার সৌরভ গাঙ্গুলি, প্রাণে বাঁচলেন অল্পের জন্য

প্রকাশিত : ১৯ ফেব্রুয়ারি, ২০২৫, ০৬:৫৬ বিকাল
আপডেট : ২০ ফেব্রুয়ারি, ২০২৫, ০৯:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

বৃহস্পতিবার ভারত-বাংলাদেশ মুখোমুখি, পরিসংখ্যানে পিছিয়ে টাইগাররা

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ও ভারতের মধ্যকার ম্যাচ নিয়ে ইদানিং মাঠ ও মাঠের বাইরে বিভিন্ন কারণে আলোচনায় থাকে। এবারো চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতের বিপক্ষে ম্যাচ নিয়ে আলোচনা বেশ তুঙ্গে। নবম আসরে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) টুর্নামেন্ট শুরু করবে লাল-সবুজের দেশ। দুবাই স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকাল ৩টায় খেলা শুরু হবে।

দু’দলের লড়াইয়ে একটা সময় ভারতীয়দের আধিপত্য থাকলেও বর্তমানে ওয়ানডেতে তাদের সঙ্গে ভালোই টেক্কা দিচ্ছে বাংলাদেশ। মাঠের লড়াই শুরুর আগে দেখে নেওয়া যাক দু’দলের মুখোমুখি অবস্থান।

এখন পর্যন্ত ওয়ানডেতে ৪১বার ভারতের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। এর মধ্যে তাদের জয় আটটিতে, হেরেছে ৩২টি এবং বাকি একটি ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে। তবে সবশেষ পাঁচ ম্যাচের মধ্যে তিনটিতে জিতে এগিয়ে আছে বাংলাদেশই।

অন্যদিকে চ্যাম্পিয়নস ট্রফিতে এখন পর্যন্ত কেবল একবারই ভারতের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। ২০১৭ সালে অনুষ্ঠিত সবশেষ আসরের ফাইনালে ওঠার লড়াইয়ে বিরাট কোহলির দলের কাছে ৯ উইকেটে হেরে সেমিফাইনাল থেকে বিদায় নিতে হয়েছিল মাশরাফি বিন মোর্তজার দলকে।

বৃহস্পতিবার সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এই মাঠে এখন পর্যন্ত তিনটি ম্যাচ খেলা টাইগাররা জয় পেয়েছে একটিতে। যে দুটি ম্যাচে হেরেছে দুটিরই প্রতিপক্ষ ছিল ভারত। দুটি ম্যাচই ছিল ২০১৮ সালের এশিয়া কাপে। সেই আসরের শিরোপা লড়াইয়ে শেষ দুই ওভারে দিনেশ কার্তিকের বিধ্বংসী ব্যাটিংয়ে হেরে যায় বাংলাদেশ। অন্যদিকে এই মাঠে খেলা ছয় ম্যাচে এখন পর্যন্ত অপরাজিত ভারত। জয় পাঁচটিতে এবং টাই হয়েছে একটি।

ভারতের সঙ্গে এবারের লড়াইয়ে তাদের বিপক্ষে দলের সবচেয়ে সফল ব্যাটারকে ছাড়াই মাঠে নামবে বাংলাদেশ। এখন পর্যন্ত ভারতের বিপক্ষে টাইগারদের হয়ে সর্বোচ্চ ৭৫১ রান করেছেন সাকিব আল হাসান। অবশ্য দ্বিতীয় সর্বোচ্চ ৭০৩ রান করা মুশফিকুর রহিম এবারও দলের প্রতিনিধিত্ব করবেন। তবে সব মিলিয়ে সাম্প্রতিক পারফরম্যান্স বিবেচনায় বাংলাদেশ তাকিয়ে থাকবে শান্তর ব্যাটের দিকে। গত দুই বছরে ১ হাজার ২৭৮ রান করে ওয়ানডেতে দেশের সবচেয়ে সফল ব্যাটার হলেন এই বাঁহাতি।

অন্যদিকে বাংলাদেশের বিপক্ষে ভারতের সবচেয়ে সফল ব্যাটার কোহলি এখন পর্যন্ত পাঁচটি সেঞ্চুরিতে রান করেছেন ৯১০, গড় ৭৫ দশমিক ৮৩।

ব্যাটিংয়ের মতো বোলিংয়েও ভারতের বিপক্ষে বাংলাদেশ মিস করবে সাকিবকে। দলটির বিপক্ষে বাঁহাতি এই স্পিনার ২২ ম্যাচে শিকার করেছেন ২৯ উইকেট। দ্বিতীয় সর্বোচ্চ ২৫ উইকেট শিকার করেছেন মুস্তাফিজুর রহমান। তবে বল হাতে নিজের সেরা ছন্দে না থাকা বাঁহাতি এই পেসারের চেয়ে বাংলাদেশ তাকিয়ে থাকবে তাসকিন আহমেদের দিকে। ২০২৩ সালের শুরু থেকে এখন পর্যন্ত দলের হয়ে ওয়ানডেতে সর্বোচ্চ ৪০টি উইকেট শিকার করেছেন এই ডানহাতি পেসার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়