শিরোনাম
◈ আলোচিত পরিকল্পনাগুলো বাস্তবায়নের পথে এগিয়ে যাওয়াই এখন অগ্রাধিকার: চীনের রাষ্ট্রদূতকে প্রধান উপদেষ্টা ◈ বাংলাদেশ ভ্রমণে মার্কিন সতর্কতা নিয়ে ‘ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন বিভ্রান্তিকর' ◈ স্ক্যানিং ছাড়াই চলছে বেনাপোল বন্দর দিয়ে পণ্য প্রবেশ, ঝুঁকিতে নিরাপদ বাণিজ্য! ◈ বিশ্ববিদ্যালয় ছাত্র খুন: প্রেমিকাকেও দেখা গেল সিসিটিভিতে, মামলায় নেই তার অস্তিত্ব ◈ দেশি-বিদেশি মাস্টারপ্ল্যান আওয়ামী লীগকে মাঠে নামানোর পেছনে ◈ পারভেজ হত্যাকাণ্ড: ছাত্রদল বিভ্রান্তিকর প্রচারণা শুরু করেছে: উমামা ফাতেমা (ভিডিও) ◈ নাটোরে ছাত্রলীগ কর্মীকে রিকশায় পিঠে পা চেপে ঘোরানো, ভিডিও ছড়িয়ে পড়ায় তোলপাড় ◈ ‘আমরা একটি কঠিন কিন্তু অপরিহার্য পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছি’  ◈ বাংলাদেশ থেকে যাওয়ার সময় জীবননাশের শঙ্কায় ছিলাম: দাবি হাথুরুসিংহের ◈ জাতীয় পরিচয়পত্রের অসুন্দর ছবিটি ঘরে বসেই বদলাবেন যেভাবে

প্রকাশিত : ১৯ ফেব্রুয়ারি, ২০২৫, ১১:০০ দুপুর
আপডেট : ০৫ এপ্রিল, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাইকেল ক্লার্কের ভবিষ্যদ্বাণী, চ্যাম্পিয়নস ট্রফি জিতবে ভারত, রোহিত শর্মা হবেন সেরা ব্যাটার 

স্পোর্টস ডেস্ক : ১৯ ফেব্রুয়ারি বুধবার মাঠে গড়াচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি। এবারের আসরে কারা আলো ছড়াবে আর কারা ভালো করতে পারবে না তা নিয়েই জল্পনা চলছে। বিভিন্ন সাবেক ক্রিকেটার ও ক্রিকেট বিশ্লেষকরাও নিজেদের পছন্দের দল নিয়ে ভবিষ্যদ্বাণী করছেন। এবার চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে কথা বলেছেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ী সাবেক অধিনায়ক মাইকেল ক্লার্ক।

তিনি মনে করেন এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে সর্বোচ্চ রানের মালিক হবে রোহিত শর্মা। এমনকি ভারত চ্যাম্পিয়ন হবে বলেও ভবিষ্যদ্বাণী করেছেন তিনি। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ব্যাট হাতে দারুণ ফর্মে আছেন রোহিত। এটা দেখেও ভালো লাগছে ক্লার্কের। চ্যাম্পিয়ন্স ট্রফিতে তার ফর্মও বিশেষভাবে আশা দেখাচ্ছে।

সম্প্রতি বিয়ন্ডক্রিকেট২৩ নামের একটি পডকাস্টে এসেছিলেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক। সেখানে বলেছেন, ‘আমি বলব ভারত চ্যাম্পিয়ন হবে। তাদের অধিনায়ক রোহিত শর্মাও ফর্মে ফিরেছে—আমি বলব সে হবে টুর্নামেন্টের সর্বোচ্চ রানসংগ্রাহক। তাকে রান করতে দেখে ভালোই লাগছে। আমি নিশ্চিত ভারতের তাকে দরকার।

এখনও পর্যন্ত চ্যাম্পিয়ন্স ট্রফিতে ১০ ম্যাচ খেলে ৪৮১ রান করেছেন তিনি। তাও আবার ৫৩.৪৪ গড়ে। এর মধ্যে রয়েছে এক সেঞ্চুরি ও চারটি হাফ সেঞ্চুরি। এদিকে ক্লার্কের চোখে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির সেরা বোলার হতে পারেন জফরা আর্চার। সেই সঙ্গে ইংলিশ এই পেসারকে মহাতারকা হিসেবে মূল্যায়ন করছেন ক্লার্ক।

সাবেক এই অজি অধিনায়ক বলেছেন, আমি বলব আর্চার সবচেয়ে বেশি উইকেট পাবে। আমি জানি সে ইংল্যান্ডের; আমি মনে করি না যে তারা খুব ভালো করবে। কিন্তু আমি তাকে মহাতারকা মনে করি।

সর্বশেষ আইপিএলে দুর্দান্ত সময় কাটিয়েছেন অজি ব্যাটার ট্রাভিস হেড। এমনকি ২০২৩ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার জয়েও বড় অবদান ছিল তার। চ্যাম্পিয়ন্স ট্রফির টুর্নামেন্ট হওয়ার দৌড়ে নিজ দলের এই ব্যাটারকে রেখেছেন তিনি। তিনি বলেন, তার আইপিএল ফর্ম ছিল অবিশ্বাস্য। আবার ভালো কিছু করতে তৈরি আছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়