শিরোনাম
◈ বিএসএফ ও বিজিবি-র শীর্ষ পর্যায়ের বৈঠক: একমত হতে পারলো না দেড়শো গজের ইস্যুতে ◈ সচিবালয়ে প্রবেশে নতুন নীতিমালা, মানতে হবে যেসব নিয়ম ◈ শহিদ মিনারের সামনে রাষ্ট্রপতির আগমনের প্রতিবাদে বিক্ষোভ, হাসিনার ফাঁসি দাবি (ভিডিও) ◈ ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার পুষ্পস্তবক অর্পণ ◈ আজ অমর একুশে ফেব্রুয়ারি ◈ উত্তরায় নিজ ফ্ল্যাটে চীনা নাগরিকের রক্তাক্ত লাশ উদ্ধার(ভিডিও) ◈ সংস্কারের কথা বলে নির্বাচনকে ঘোলাটে করার চেষ্টা করবেন না : আমির খসরু মাহমুদ  ◈ পরাজয় দিয়ে চ্যাম্পিয়নস ট্রফি শুরু বাংলাদেশের, শুভ সূচনা ভারতের ◈ হাসিনার বাংলাদেশে ফেরতকে অবিশ্বাস্যভাবে জটিল ও সংবেদনশীল করবে ভারত ◈ উনি অনেক চিৎকার করছিলো, জোরে জোরে কাঁদতেছিলো: বাসে ডাকাতি ও 'ধর্ষণ' বিষয়ে যা বললেন যাত্রীরা

প্রকাশিত : ১৯ ফেব্রুয়ারি, ২০২৫, ১০:৫৯ দুপুর
আপডেট : ২১ ফেব্রুয়ারি, ২০২৫, ০৩:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

পাকিস্তানের তিন ভেন্যুতে ভারতের পতাকা না রাখার স্পষ্ট ব্যাখ্যা দিতে পারেনি পিসিবি

স্পোর্টস ডেস্ক : আজ বুধবার (১৯ ফেব্রুয়ারি) থেকে শুরু হচ্ছে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির নবম আসর। আয়োজক দেশ পাকিস্তান হলেও ভারত তাদের ম্যাচগুলো খেলবে নিরপেক্ষ ভেন্যু দুবাইতে। কিন্তু পাকিস্তানের তিনটি ভেন্যুতে অন্য প্রতিযোগী দেশের পতাকা থাকলেও ভারতের পতাকা রাখা হয়নি, যা নিয়ে উঠেছে বিতর্ক।

পিসিবির এক মুখপাত্র পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজকে জানিয়েছেন, চ্যাম্পিয়নস ট্রফির নির্দিষ্ট ম্যাচ ডে-তে সংশ্লিষ্ট দুটি দেশ, আইসিসি এবং পিসিবিসহ কেবল চারটি পতাকা রাখার নিয়ম রয়েছে। এটি খুবই স্বাভাবিক বিষয়। তবে টুর্নামেন্ট শুরুর আগেই অন্যান্য প্রতিযোগী দেশের পতাকা উড়তে দেখা গেলেও ভারতের পতাকা না থাকার বিষয়টি নিয়ে স্পষ্ট ব্যাখ্যা দেয়নি পিসিবি।

এদিকে ভারত নিরাপত্তার অজুহাত দেখিয়ে পাকিস্তানে না খেলার সিদ্ধান্ত নিয়েছে। এমনকি ভারতের অধিনায়ক রোহিত শর্মাও ছিলেন না নির্ধারিত ক্যাপ্টেন্স ডে-তে। তবে পাকিস্তান সফরের জন্য সাতজন ভারতীয় সাংবাদিক ভিসার আবেদন করেছিলেন এবং তাদের সকলের ভিসা অনুমোদন করা হয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম ‘ক্রিকেট পাকিস্তান’।

আজ করাচিতে পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচের মাধ্যমে শুরু হবে চ্যাম্পিয়নস ট্রফির আসর। পরদিন বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুবাইয়ে বাংলাদেশ-ভারত নিজেদের প্রথম ম্যাচ খেলবে। ভারত-পাকিস্তান একই গ্রুপে থাকায় ২৩ ফেব্রুয়ারি হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়