শিরোনাম
◈ আলোচিত পরিকল্পনাগুলো বাস্তবায়নের পথে এগিয়ে যাওয়াই এখন অগ্রাধিকার: চীনের রাষ্ট্রদূতকে প্রধান উপদেষ্টা ◈ বাংলাদেশ ভ্রমণে মার্কিন সতর্কতা নিয়ে ‘ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন বিভ্রান্তিকর' ◈ স্ক্যানিং ছাড়াই চলছে বেনাপোল বন্দর দিয়ে পণ্য প্রবেশ, ঝুঁকিতে নিরাপদ বাণিজ্য! ◈ বিশ্ববিদ্যালয় ছাত্র খুন: প্রেমিকাকেও দেখা গেল সিসিটিভিতে, মামলায় নেই তার অস্তিত্ব ◈ দেশি-বিদেশি মাস্টারপ্ল্যান আওয়ামী লীগকে মাঠে নামানোর পেছনে ◈ পারভেজ হত্যাকাণ্ড: ছাত্রদল বিভ্রান্তিকর প্রচারণা শুরু করেছে: উমামা ফাতেমা (ভিডিও) ◈ নাটোরে ছাত্রলীগ কর্মীকে রিকশায় পিঠে পা চেপে ঘোরানো, ভিডিও ছড়িয়ে পড়ায় তোলপাড় ◈ ‘আমরা একটি কঠিন কিন্তু অপরিহার্য পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছি’  ◈ বাংলাদেশ থেকে যাওয়ার সময় জীবননাশের শঙ্কায় ছিলাম: দাবি হাথুরুসিংহের ◈ জাতীয় পরিচয়পত্রের অসুন্দর ছবিটি ঘরে বসেই বদলাবেন যেভাবে

প্রকাশিত : ১৮ ফেব্রুয়ারি, ২০২৫, ০৭:২৯ বিকাল
আপডেট : ১৯ মার্চ, ২০২৫, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাবার মৃত্যুর খবরে ভারতের ক্যাম্প ছেড়ে সাউথ আফ্রিকায় চলে গেলেন মর্নে মরকেল

স্পোর্টস ডেস্ক : চ্যাম্পিয়নস ট্রফিতে ভারত খেলবে এ’ গ্রুপে। তাদের সঙ্গে রয়েছে বাংলাদেশ, পাকিস্তান ও নিউজিল্যান্ড। ২০ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুবাইয়ের ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে বিরাট কোহলি, রোহিত শর্মাদের প্রতিপক্ষ বাংলাদেশ। নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিমদের সঙ্গে ম্যাচের আগে দুঃসবাদ পেয়েছে ২০১৩ সালের চ্যাম্পিয়নরা। বাংলাদেশের বিপক্ষে ম্যাচের আগে ভারতের ক্যাম্প ছেড়েছেন মর্নে মরকেল।

বাবা আলবার্ট মরকেলের মৃত্যুতে দুবাই ছেড়ে সাউথ আফ্রিকায় ফিরে গেছেন ভারতের পেস বোলিং কোচ। গত বছরের সেপ্টেম্বরে প্রধান কোচ গৌতম গম্ভীরের চাওয়ায় মরকেলকে বোলিং কোচের দায়িত্ব দেয় বিসিসিআই। চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখে ১৫ ফেব্রুয়ারি ভারত দলেল সঙ্গে দুবাইয়ে যান সাউথ আফ্রিকার সাবেক এই পেসার। 

দুবাইয়ে পা রেখেই ১৬ ফেব্রুয়ারি অনুশীলন শুরু করে ভারত। দলের প্রথম অনুশীলনে মোহাম্মদ শামি, আর্শদিপ সিং, হার্শিত রানাদের নিয়ে কাজ করেছেন তিনি। তবে ১৭ ফেব্রুয়ারির অনুশীলনে দলের সঙ্গে দেখা যায়নি মরকেলকে। জানা গেছে, গতকালই দুবাই থেকে সাউথ আফ্রিকার বিমান ধরেছেন তিনি। বাংলাদেশের বিপক্ষে ম্যাচের আগে ফিরবেন কিনা তা এখনও নিশ্চিত নয়।

বাংলাদেশের বিপক্ষে ম্যাচের পর ২৩ ফেব্রুয়ারি পাকিস্তানের সঙ্গে খেলবে ভারত। দুবাইয়ে হতে যাওয়া ম্যাচের আগে মরকেলকে পাওয়ার সম্ভাবনা আছে। একই ভেন্যুতে ২ মার্চ নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবে ভারত। রাজনৈতিক বৈরিতার কারণে চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানে খেলতে যাচ্ছে না ভারত। 

ভারতের চাওয়ায় হাইব্রিড মডেলে আয়োজিত হতে যাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফির ভেন্যু হিসেবে দুবাইয়ের পাশাপাশি লাহোর, করাচি এবং রাওয়ালপিন্ডিকে বেছে নেয়া হয়েছে। ৮ দলের টুর্নামেন্টের পর্দা উঠতে যাচ্ছে ১৯ ফেব্রুয়ারি। উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে স্বাগতিক পাকিস্তান ও নিউজিল্যান্ড।

  • সর্বশেষ
  • জনপ্রিয়