শিরোনাম
◈ দেশে তিন স্তরে কমছে ইন্টারনেটের দাম ◈ অবৈধ অভিবাসীদের সহায়তাকারীদের মার্কিন দূতাবাসের হুঁশিয়ারি ◈ সতর্ক সংকেত জারি, আজ বজ্রপাতে মৃত্যুর ঝুঁকি খুবই বেশি ◈ পলাতক সাবেক মন্ত্রী-এমপিরা যুক্তরাজ্যে আ.লীগ নেতার ছেলের বিয়েতে  ◈ বিএনপির নতুন রাজনৈতিক মেরুকরণ: বাম দলগুলোর সঙ্গে সম্পর্ক জোরদারের চেষ্টা ◈ হাথুরুসিংহে ও তার দুই সহকারী ‘নাসুমকে চড় মারা’ প্রসঙ্গে যা বললেন ◈ অ্যাঞ্জেলিনা জোলির সমর্থন গাজার প্রতি, ইসরায়েলি হামলাকে বললেন ‘গণকবরের মতো ধ্বংসযজ্ঞ’ ◈ গুরুতর অসুস্থ ব্যারিস্টার আব্দুর রাজ্জাক, হাসপাতালে ভর্তি ◈ প্রাইমএশিয়া শিক্ষার্থী পারভেজ হত্যা: ৩ জন আটক ◈ টাঙ্গাইলের ৭০০ বছরের নওয়াব শাহী জামে মসজিদে ৯৮ বছর ধরে চলছে অবিরাম কুরআন তিলাওয়াত

প্রকাশিত : ১৮ ফেব্রুয়ারি, ২০২৫, ০৭:১২ বিকাল
আপডেট : ১৭ এপ্রিল, ২০২৫, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চ্যাম্পিয়নস ট্রফির আগে বেন সিয়ার্সের পর ফার্গুসনসকে হারালো নিউজিল্যান্ড

স্পোর্টস ডেস্ক : নিউজিল্যান্ডের লকি ফার্গুসন চোটের পরীক্ষা দিতে আফগানিস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ দিয়ে মাঠে ফিরেছিলেন । কিন্তু পুরোপুরি সেরে না ওঠায় চ্যাম্পিয়নস ট্রফি থেকে ছিটকে গেছেন দলের অন্যতম অভিজ্ঞ এই পেসার। টুর্নামেন্ট শুরুর আগে চোটের কারণে এই নিয়ে দ্বিতীয় পেসারকে হারালো কিউইরা।

চ্যাম্পিয়নস ট্রফি মাঠে গড়ানোর আগের দিন মঙ্গলবার ফার্গুসনের বাদ পড়ার বিষয়টি নিশ্চিত করে নিউ জিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)। তার বদলি হিসেবে দলে নেওয়া হয়েছে কাইল জেইমিসনকে। ডানহাতি এই পেসার নিউ জিল্যান্ডের জার্সিতে সবশেষ ২০২৩ সালের সেপ্টেম্বরে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে খেলেন। অলআউট স্পোর্টস

চলতি মাসের শুরুতে সংযুক্ত আরব আমিরাতের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগের আসর ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টিতে (আইএলটি২০) খেলার সময় হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েন ফার্গুসন। এরপর থেকেই চ্যাম্পিয়নস ট্রফিতে খেলা নিয়ে শঙ্কা ছিল ডানহাতি এই পেসারের। চোট থেকে কতটুকু সেরে উঠেছেন তার পরীক্ষা হিসেবে গত রোববার আফগানিস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে তিন ওভার বোলিং করেছিলেন তিনি। শেষ পর্যন্ত টুর্নামেন্ট থেকে ছিটকেই গেলেন ৩৩ বছর বয়সী এই ক্রিকেটার।

নিউজিল্যান্ডের হয়ে ৬৫ ওয়ানডেতে ৯৯ উইকেট নেওয়া ফার্গুসন গত দুই ওয়ানডে বিশ্বকাপে দলকে শেষ চারে তুলতে বড় ভূমিকা রেখেছিলেন। তিনি ছিটকে যাওয়ায় দলের একমাত্র অভিজ্ঞ পেসার হিসেবে আছেন ম্যাট হেনরি। ডানহাতি এই পেসার ৮৭ ওয়ানডে খেলে শিকার করেছেন ১৫৫ উইকেট।

এর আগে গত সপ্তাহে চোটের কারণে চ্যাম্পিয়নস ট্রফির দলের আরেক পেসার বেন সিয়ার্সকে হারায় কিউইরা। পাকিস্তানের মাটিতে অনুষ্ঠিত হওয়া ত্রিদেশীয় সিরিজের ফাইনালের আগে অনুশীলনের সময় হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েন তিনি। তার বদলি হিসেবে দলে নেওয়া হয়েছে জ্যাকব ডাফিকে।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) করাচিতে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে চ্যাম্পিয়নস ট্রফির অভিযান শুরু করবে নিউ জিল্যান্ড। ‘এ’ গ্রুপে তাদের বাকি দুই প্রতিপক্ষ বাংলাদেশ (২৪ ফেব্রুয়ারি) ও ভারত (২ মার্চ)।

  • সর্বশেষ
  • জনপ্রিয়