শিরোনাম
◈ পারভেজ হত্যাকাণ্ড: ছাত্রদল বিভ্রান্তিকর প্রচারণা শুরু করেছে: উমামা ফাতেমা (ভিডিও) ◈ নাটোরে ছাত্রলীগ কর্মীকে রিকশায় পিঠে পা চেপে ঘোরানো, ভিডিও ছড়িয়ে পড়ায় তোলপাড় ◈ ‘আমরা একটি কঠিন কিন্তু অপরিহার্য পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছি’  ◈ বাংলাদেশ থেকে যাওয়ার সময় জীবননাশের শঙ্কায় ছিলাম: দাবি হাথুরুসিংহের ◈ জাতীয় পরিচয়পত্রের অসুন্দর ছবিটি ঘরে বসেই বদলাবেন যেভাবে ◈ বাংলাদেশ হয়ে সেভেন সিস্টার্সে যাওয়ার রেল প্রকল্প স্থগিত করলো ভারত ◈ ‘৫ বছরে স্থানীয় সরকার নির্বাচনে খরচ ২৩০০ কোটি, তা ৭০০ কোটিতে নামানো সম্ভব’ ◈ নারী সংস্কার কমিশনের কিছু সুপারিশ কোরআন-হাদিসের লঙ্ঘন, বললেন জামায়াতে ইসলামীর আমির ◈ রামপালের চেয়ে ৬০% কম: মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্রে প্রতি ইউনিট বিদ্যুতের দাম ৮.৪৫ টাকা ◈ সোনার খোঁজে নেপাল যা‌চ্ছে বাংলাদেশ টেবিল টেনিস দল

প্রকাশিত : ১৮ ফেব্রুয়ারি, ২০২৫, ০৭:১২ বিকাল
আপডেট : ১৭ এপ্রিল, ২০২৫, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চ্যাম্পিয়নস ট্রফির আগে বেন সিয়ার্সের পর ফার্গুসনসকে হারালো নিউজিল্যান্ড

স্পোর্টস ডেস্ক : নিউজিল্যান্ডের লকি ফার্গুসন চোটের পরীক্ষা দিতে আফগানিস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ দিয়ে মাঠে ফিরেছিলেন । কিন্তু পুরোপুরি সেরে না ওঠায় চ্যাম্পিয়নস ট্রফি থেকে ছিটকে গেছেন দলের অন্যতম অভিজ্ঞ এই পেসার। টুর্নামেন্ট শুরুর আগে চোটের কারণে এই নিয়ে দ্বিতীয় পেসারকে হারালো কিউইরা।

চ্যাম্পিয়নস ট্রফি মাঠে গড়ানোর আগের দিন মঙ্গলবার ফার্গুসনের বাদ পড়ার বিষয়টি নিশ্চিত করে নিউ জিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)। তার বদলি হিসেবে দলে নেওয়া হয়েছে কাইল জেইমিসনকে। ডানহাতি এই পেসার নিউ জিল্যান্ডের জার্সিতে সবশেষ ২০২৩ সালের সেপ্টেম্বরে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে খেলেন। অলআউট স্পোর্টস

চলতি মাসের শুরুতে সংযুক্ত আরব আমিরাতের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগের আসর ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টিতে (আইএলটি২০) খেলার সময় হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েন ফার্গুসন। এরপর থেকেই চ্যাম্পিয়নস ট্রফিতে খেলা নিয়ে শঙ্কা ছিল ডানহাতি এই পেসারের। চোট থেকে কতটুকু সেরে উঠেছেন তার পরীক্ষা হিসেবে গত রোববার আফগানিস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে তিন ওভার বোলিং করেছিলেন তিনি। শেষ পর্যন্ত টুর্নামেন্ট থেকে ছিটকেই গেলেন ৩৩ বছর বয়সী এই ক্রিকেটার।

নিউজিল্যান্ডের হয়ে ৬৫ ওয়ানডেতে ৯৯ উইকেট নেওয়া ফার্গুসন গত দুই ওয়ানডে বিশ্বকাপে দলকে শেষ চারে তুলতে বড় ভূমিকা রেখেছিলেন। তিনি ছিটকে যাওয়ায় দলের একমাত্র অভিজ্ঞ পেসার হিসেবে আছেন ম্যাট হেনরি। ডানহাতি এই পেসার ৮৭ ওয়ানডে খেলে শিকার করেছেন ১৫৫ উইকেট।

এর আগে গত সপ্তাহে চোটের কারণে চ্যাম্পিয়নস ট্রফির দলের আরেক পেসার বেন সিয়ার্সকে হারায় কিউইরা। পাকিস্তানের মাটিতে অনুষ্ঠিত হওয়া ত্রিদেশীয় সিরিজের ফাইনালের আগে অনুশীলনের সময় হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েন তিনি। তার বদলি হিসেবে দলে নেওয়া হয়েছে জ্যাকব ডাফিকে।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) করাচিতে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে চ্যাম্পিয়নস ট্রফির অভিযান শুরু করবে নিউ জিল্যান্ড। ‘এ’ গ্রুপে তাদের বাকি দুই প্রতিপক্ষ বাংলাদেশ (২৪ ফেব্রুয়ারি) ও ভারত (২ মার্চ)।

  • সর্বশেষ
  • জনপ্রিয়