শিরোনাম
◈ সতর্ক সংকেত জারি, আজ বজ্রপাতে মৃত্যুর ঝুঁকি খুবই বেশি ◈ পলাতক সাবেক মন্ত্রী-এমপিরা যুক্তরাজ্যে আ.লীগ নেতার ছেলের বিয়েতে  ◈ বিএনপির নতুন রাজনৈতিক মেরুকরণ: বাম দলগুলোর সঙ্গে সম্পর্ক জোরদারের চেষ্টা ◈ হাথুরুসিংহে ও তার দুই সহকারী ‘নাসুমকে চড় মারা’ প্রসঙ্গে যা বললেন ◈ অ্যাঞ্জেলিনা জোলির সমর্থন গাজার প্রতি, ইসরায়েলি হামলাকে বললেন ‘গণকবরের মতো ধ্বংসযজ্ঞ’ ◈ গুরুতর অসুস্থ ব্যারিস্টার আব্দুর রাজ্জাক, হাসপাতালে ভর্তি ◈ প্রাইমএশিয়া শিক্ষার্থী পারভেজ হত্যা: ৩ জন আটক ◈ টাঙ্গাইলের ৭০০ বছরের নওয়াব শাহী জামে মসজিদে ৯৮ বছর ধরে চলছে অবিরাম কুরআন তিলাওয়াত ◈ প্রধান উপদেষ্টার কাতার সফরে এলএনজি ও ভিসা ইস্যু ছাড়াও যেসব বিষয় গুরুত্ব পাবে ◈ প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্র খুন: ১০-১৫ জন নির্দয়ভাবে পেটায় জাহিদকে, ঘটনার সূত্রপাত যেভাবে

প্রকাশিত : ১৮ ফেব্রুয়ারি, ২০২৫, ০৭:০৬ বিকাল
আপডেট : ২১ এপ্রিল, ২০২৫, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে খেলার সম্ভাবনা নেই পাকিস্তান ও অস্ট্রেলিয়ার: কামরান আকমল 

স্পোর্টস ডেস্ক : পাকিস্তান হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির বর্তমান চ্যাম্পিয়ন। এবার তারা ঘরের মাঠে এই টুর্নামেন্টে খেলতে নামছে। বুধবারই তারা প্রথম ম্যাচ খেলবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে। এই পাকিস্তানকে কিনা এবার ফেভারিটের কাতারে রাখছেন না দেশটির সাবেক উইকেটরক্ষক ব্যাটার কামরান আকমল। তিনি মনে করেন পাকিস্তান দলে অনেক ফাঁক-ফোকর রয়েছে।

চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক পাকিস্তান হলেও টুর্নামেন্টে ভারত তাদের সবগুলো ম্যাচ খেলবে দুবাইতে। এমনকি বহুল আরাধ্য ভারত-পাকিস্তান ম্যাচটিও হবে সেখানে। টুর্নামেন্টের প্রথম দিনই নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে স্বাগতিকরা। যাই হোক না কেন আকমলের চোখে চ্যাম্পিয়ন্স ট্রফির সম্ভাব্য চাম্পিয়ন ভারত। - হিন্দুস্তানটাইমস

কামরান বলেন, পাকিস্তানের দলটা এমন, চললে চাঁদে পৌঁছে যাবে। না চললে দৌড় সন্ধ্যা পর্যন্ত। আমাদের দলে বিস্তর ফাঁক-ফোকর রয়েছে। বোলিং বিভাগে অনেক সমস্যা রয়েছে। দলে স্পিনার নেই বললেই চলে। ওপেনাররা ফর্মে নেই। আমি জানি না এমন দল বাছার পিছনে অধিনায়ক ও নির্বাচকদের কী ভাবনা ছিল?

পাকিস্তানের স্কোয়াডই পছন্দ হয়নি আকমলের। অন্যদিকে পাকিস্তান ছাড়া বাকি দলগুলোকেই বরং ভারসাম্যপূর্ণ দেখছেন পাকিস্তানের সাবেক এই উইকেটরক্ষক ব্যাটার। তিনি বলেছেন, আমাদের চেয়ারম্যানও এমন একটি দলকেই অনুমোদন দিয়ে দিল! দেখা যাক কেমন খেলে। অন্যান্য দলগুলোকে অনেক ভারসাম্যপূর্ণ দেখাচ্ছে।
সেমিফাইনালে যাওয়ার সম্ভাবনা থাকা চার দল নিয়েও ভবিষ্যদ্বাণী করেছেন আকমল। তিনি মনে করেন ভারত, ইংল্যান্ড, সাউথ আফ্রিকা ও নিউজিল্যান্ড এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির সেমি ফাইনালে খেলবে। চার দলের মধ্যে অস্ট্রেলিয়াকে না রাখারও কারণ ব্যাখ্যা করেছেন আকমল।

তিনি বলেছেন, আমাদের (পাকিস্তানের) আরও ভালো দল বেছে নেওয়া উচিত ছিল। আমার মনে হয় ভারত, ইংল্যান্ড, সাউথ আফ্রিকা ও নিউজিল্যান্ড সেমিফাইনালে উঠবে। অস্ট্রেলিয়াকে হিসাবে রাখা মুশকিল। কেননা চোটের জন্য ওদের সেরা ৫ জন ক্রিকেটার নেই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়