স্পোর্টস ডেস্ক : আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির ভারত-পাকিস্তান ম্যাচের প্রথম দফায় যে টিকিট ছেড়েছিলো তা মুহূর্তেই শেষ হয়ে যায়। ফলে অনেক ভার-পাকিস্তানের দর্শকরা টিকিট কিনতে পারেননি। ফলে দ্বিতীয় দফায় এই দুই দলের টিকিটি ছাড়া হয়। তাও সব রেকর্ড ভেঙে মাত্র এক মিনিটে বিক্রি হয়ে গেলো সব টিকিট।
রোবাবার (১৬ ফেব্রুয়ারি) দ্বিতীয় দফায় আলোচিত এই ম্যাচের জন্য বাড়তি টিকিট বাজারে ছাড়ে আইসিসি। এদিকে, ভারত-পাকিস্তানের এই ম্যাচকে ওভারহাইপড বলছেন টিম ইন্ডিয়ার সাবেক স্পিনার হরভজন সিং। তার মতে, একতরফা হতে যাওয়া এই ম্যাচে ভারতের কাছে পাত্তাই পাবে না পাকিস্তান।
যেকোনো ইভেন্টে ভারত-পাকিস্তান ম্যাচ মানেই হট কেক। এই ম্যাচ ঘিরে দেখা দেয় তুমুল উত্তেজনা। স্টেডিয়ামে বসে দু’দলের মহারণ দেখতে মুখিয়ে থাকেন সমর্থকরা। তাইতো এই ম্যাচের টিকিটের চাহিদা সবসময়ই আকাশচুম্বী।
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতেও আবারও মুখোমুখি হচ্ছে বিশ্ব ক্রিকেটের দুই পরাশক্তি। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া আকর্ষণীয় এই ম্যাচের টিকিট নিয়ে এরইমধ্যে সমর্থকদের মাঝে উত্তেজনা ছড়িয়ে গেছে। প্রথম দফায় গেলো ৩ ফেব্রুয়ারি ম্যাচটির টিকিট বাজারে ছাড়ে আইসিসি। তবে ১ ঘন্টার মধ্যে শেষ হয়ে যায় সব। টিকিট কিনতে না পেরে হতাশ হন অনেক সমর্থক।
দর্শকদের চাহিদার কথা বিবেচনায় রেখে রোববার অতিরিক্ত কিছু টিকিট বাজারে ছাড়ে আইসিসি। তবে এবার আগের রেকর্ড ভেঙে মাত্র ১ মিনিটে শেষ হয় সব টিকিট। এ থেকেই বোঝা যায় ম্যাচটা নিয়ে কতোটা আগ্রহ সমর্থকদের।
এদিকে এই ম্যাচের টিকিট নিয়ে সমর্থকরা বেশি মাতামাতি করছেন বলে মন্তব্য করেন ভারতের সাবেক স্পিনার হরভজন সিং। এই ক্রিকেটার জানান ভারত-পাকিস্তান ম্যাচটি হবে এক তারফা। যেখানে বিরাট-রোহিতদের সামনে পাত্তাই পাবে না চ্যাম্পিয়ন্স ট্রফির বর্তমান চ্যাম্পিয়ন পাকিস্তান।
ভারতকে এগিয়ে রাখার জন্য পাকিস্তানের সাম্প্রতিক পারফর্মেন্স তুলনা করেছেন হরভজন। চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতুতিতে ট্রাইনেশন সিরিজে নিজেদের মাটিতে হেরেছে পাকিস্তান। অন্যদিকে ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করেছে মেন ইন ব্লু ।
ভারতের সাবেক ক্রিকেটার হরভজন সিং বলেন, 'দর্শকদের মাতামাতিতে টিকিটের দাম অনেক বেড়েছে। তবে তারা যেমন প্রত্যাশা করছে মাঠের লড়াই তেমন হবে না। এটি একটি ওভারহাইপড ও একতরফা ম্যাচ হবে। দু'দলের শক্তির কথা বিবেচনা করুন।
পাকিস্তান নিজেদের মাটিতে সিরিজ হেরেছে। বাবর-রিজওয়ান বাদ দিলে তাদের দলে তেমন কোনো ভালো ক্রিকেটার নেই। বোলিং লাইনআপও ভালো না। অন্যদিকে, ভারত অনেক শক্তিশালী ও ব্যালেন্স টিম।
শুধু সাম্প্রতিক পারফর্মেন্স নয়, ভারতের বিপক্ষে পাকিস্তানের ক্রিকেটারদের অতীত পরিসংখ্যানও ভালো নয় বলে মন্তব্য করেন হরভজন সিং। আগামী ২৩ জানুয়ারি দুবাই স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বহুল কাঙ্খিত ভারত-পাকিস্তান ম্যাচ।
আপনার মতামত লিখুন :