শিরোনাম
◈ মহাসড়কে বাস ডাকাতি ও শ্লীলতাহানির ঘটনায় ৩ ডাকাত গ্রেফতার (ভিডিও) ◈ বাংলাদেশকে ২৯ মিলিয়ন ডলার দেয়া নিয়ে মুখ খুলেছেন ডোনাল্ড ট্রাম্প ◈ 'সমঝোতার' ভিত্তিতে নতুন রাজনৈতিক দলের শীর্ষ ছয়টি পদে আলোচনায় যারা ◈ মিরপুরে এক রাতে ছয় স্থানে ডাকাতি, আতঙ্কে ব্যবসায়ীরা (ভিডিও) ◈ স্যুট পড়ে এসির তাপমাত্রা কম রাখার প্রবণতা থেকে বের হতে হবে: জ্বালানি উপদেষ্টা ◈ সুনামগঞ্জে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ; ধাওয়া-পাল্টা ধাওয়া, আহত অর্ধশতাধিক (ভিডিও) ◈ জামায়াতের দাবি তাদের নেতৃত্বে ভাষা আন্দোলন হয়েছে: গোলাম মাওলা রনি (ভিডিও) ◈ ভারতের বিষাক্ত পানি ঢুকছে বাংলাদেশে: হুমকিতে জনস্বাস্থ্য ও কৃষি ◈ রগ, হাত-পা কাটা, জামায়েত ইসলামের কোন নীতি নেই :আ্যডভোকেট পাপিয়া (ভিডিও) ◈ ভারতীয় ধর্ম গুরুর ভবিষ্যদ্বাণী, চ্যাম্পিয়নস ট্রফিতে পাকিস্তানের কাছে হারবে ভারত

প্রকাশিত : ১৮ ফেব্রুয়ারি, ২০২৫, ১০:২৮ দুপুর
আপডেট : ২০ ফেব্রুয়ারি, ২০২৫, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পিটিআই’র প্রতিবেদন, চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ-ভারত তরতাজা উইকেটে খেলবে

স্পোর্টস ডেস্ক : সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের বিপক্ষে ভারতের ম্যাচটি অনুষ্ঠিত হবে ২০ ফেব্রুয়ারি বৃহস্পতিবার। এই ম্যাচের জন্য দুটি সতেজ উইকেট আলাদাভাবে রেখে দিয়েছিল আমিরাত ক্রিকেট বোর্ড। বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, ভারতের ম্যাচের জন্য দুটি অব্যবহৃত ও তরতাজা পিচ নির্দিষ্টভাবে সংরক্ষণ করা হয়েছে। যদিও দুবাইতে বেশ লম্বা সময় ধরেই একটানা খেলা চলেছে। গত বছর এখানে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছে।

এরপর থেকেই বেশ কিছু বড় টুর্নামেন্ট আয়োজন করেছে দুবাই। অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ও কয়েকদিন আগেই ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টিও এখানে অনুষ্ঠিত হয়েছে। আইএল টি-টোয়েন্টি লিগের সময় এই মাঠে হয়েছে মোট ১৫টি ম্যাচ।

এর মধ্যে দুটি গুরুত্বপূর্ণ নকআউট ম্যাচও ছিল। জানা গেছে, চ্যাম্পিয়ন্স ট্রফির কথা মাথায় রেখে সেই আসরে মাঠের ১০টি উইকেটের মধ্যে দুটিকে ইচ্ছে করেই ব্যবহার করা হয়নি। যেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে উইকেট তরতাজা কন্ডিশনে থাকে।

একটি সূত্র এই ব্যাপারে পিটিআইকে বলেছে, ‘দুবাইয়ের মাঠে ১০টি পিচ রয়েছে। কিন্তু লিগ পর্বে নির্দিষ্ট করে জানিয়ে দেওয়া হয় যে, দুটি পিচ এখন ব্যবহার করা যাবে না। চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য সেগুলো তরতাজা রাখতে হবে।’

অবশ্য এটা নিশ্চিত করে বলা যাচ্ছে না প্লে-অফে ওই দুটি ব্যবহার করা হয়েছে কিনা। মূল পরিকল্পনা ছিল পিচ বেশি ব্যবহারে যেন নিচু ও মন্থর না হয়ে যায়। তরতাজা থাকলে সেটা তখন ব্যাটার-বোলার উভয়কেই সমানভাবে সহায়তা করবে।’

সাধারণত দুবাইয়ের উইকেট পেস বান্ধব হয়ে থাকে। ফাস্ট বোলাররা সেখানে সুবিধা পেয়ে থাকেন, ব্যাটাররাও রান করতে পারেন। তবে অব্যবহৃত কিংবা তরতাজা উইকেট হলে সুবিধা আদায় করতে পারেন স্পিনাররা। স্কোয়াডে এরই মাঝে পাঁচজন স্পিনার রেখেছে ভারত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়