শিরোনাম
◈ সতর্ক সংকেত জারি, আজ বজ্রপাতে মৃত্যুর ঝুঁকি খুবই বেশি ◈ পলাতক সাবেক মন্ত্রী-এমপিরা যুক্তরাজ্যে আ.লীগ নেতার ছেলের বিয়েতে  ◈ বিএনপির নতুন রাজনৈতিক মেরুকরণ: বাম দলগুলোর সঙ্গে সম্পর্ক জোরদারের চেষ্টা ◈ হাথুরুসিংহে ও তার দুই সহকারী ‘নাসুমকে চড় মারা’ প্রসঙ্গে যা বললেন ◈ অ্যাঞ্জেলিনা জোলির সমর্থন গাজার প্রতি, ইসরায়েলি হামলাকে বললেন ‘গণকবরের মতো ধ্বংসযজ্ঞ’ ◈ গুরুতর অসুস্থ ব্যারিস্টার আব্দুর রাজ্জাক, হাসপাতালে ভর্তি ◈ প্রাইমএশিয়া শিক্ষার্থী পারভেজ হত্যা: ৩ জন আটক ◈ টাঙ্গাইলের ৭০০ বছরের নওয়াব শাহী জামে মসজিদে ৯৮ বছর ধরে চলছে অবিরাম কুরআন তিলাওয়াত ◈ প্রধান উপদেষ্টার কাতার সফরে এলএনজি ও ভিসা ইস্যু ছাড়াও যেসব বিষয় গুরুত্ব পাবে ◈ প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্র খুন: ১০-১৫ জন নির্দয়ভাবে পেটায় জাহিদকে, ঘটনার সূত্রপাত যেভাবে

প্রকাশিত : ১৮ ফেব্রুয়ারি, ২০২৫, ০১:১১ রাত
আপডেট : ২৮ মার্চ, ২০২৫, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিপিএলের টিকিট বিক্রির লভ্যাংশের ভাগ পাচ্ছে  ফ্র্যাঞ্চাইজিরা

স্পোর্টস ডেস্ক : বিপিএলের এবারের আসরে রেকর্ড সংখ্যক দর্শকদের উপস্থিতি ছিল। টিকিট না পাওয়াকে কেন্দ্র করে বেশ কয়েকবার ভেন্যুর সামনে দর্শকদের বিক্ষুব্ধ হতেও দেখা গেছে। পুরো বিপিএলেই মাঠ জুড়ে ছিল দর্শকদের উপস্থিতি। এবার জানা গেছে রেকর্ড অঙ্কের টিকিট বিক্রি হয়েছে এবারের বিপিএলে।

বিপিএলের গত ১০ আসরে মোটে ১৫ কোটি টাকার টিকিট বিক্রি হয়েছে। এর মধ্যে এবারই  ১২ কোটি ২৫ লাখ টাকার টিকিট বিক্রি করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিপিএলের ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনা জানতে দেশের সাবেক অধিনায়কদের সঙ্গে আলোচনায় বসেছিলেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। - ক্রিকফ্রেঞ্জি

এরপর বিসিবির পাঠানো এক ভিডিওতে ফারুক আহমেদ বলেন, পুরো বিপিএলে আমরা প্রায় ১২ কোটি ২৫ লাখ টাকার টিকিট বিক্রি করেছি। এ পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ড গত ১০ আসরে যে টিকিট বিক্রি করেছে, ১৫ কোটি টাকার মতো। সেটা বিবেচনা করলে আমরা এক বছরেই সেটার কাছাকাছি চলে গিয়েছি। আমরা টিকিট স্বত্ব বিক্রি বাবদও তিন বছরের চুক্তি করেছি এক কোটি টাকা করে।

বেশ অনেকদিন ধরেই বিপিএলের লভ্যাংশের ভাগ চাইছে ফ্র্যাঞ্চাইজিগুলো। এই দাবি নিয়ে এ আগেও বেশ কয়েকবার বিসিবির সঙ্গে সভা করেছে তারা। এবার ফ্র্যাঞ্চাইজিদের টিকিট বিক্রির ভাগ দেয়ার কথা জানিয়েছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। এর আগে বিপিএলের লাভ লোকসানের অংক কখনই জনসম্মুখে আসত না। এবার ঘটা করে জানিয়েই ফ্র্যাঞ্চাইদের ভাগ দেয়ার ঘোষণা দিলেন বিসিবি প্রধান।

তিনি বলেছেন, আমি দায়িত্ব নেওয়ার আগ পর্যন্ত আয় কত এই বিষয়ে কোনো ধারণা ছিল না। বিপিএলের লাভ-লোকসান নিয়েও কিছুই জানতাম না। তবে এবার টিকিট বিক্রি থেকে যেহেতু একটা বড় অংশ লাভ হয়েছে তাই আমরা ফ্র্যাঞ্জাইজিগুলোর মধ্যে টিকিট বিক্রির লভ্যাংশ ভাগ করে দিতে পারব। 

বিপিএলে সাধারণত হয় জানুয়ারির শুরুর দিকে। সেই সময় সাউথ আফ্রিকায় চলে এসএ টোয়েন্টি। আর সংযুক্ত আরব আমিরাতে চলে আইএল টি-টোয়েন্টি। এর ফলে মানসম্পন্ন বিদেশি ক্রিকেটার পাওয়া যায় না। তাই আলোচনায় আছে বিপিএলের সময় পরিবর্তনের।

এরই প্রেক্ষিতে বিসিবি সভাপতি বলেছেন, আগামীর বিপিএল নিয়ে এখনই কাজ শুরু করে দিয়েছি। একটা সময় বের করেছি আমরা। এখন তো সব দেশে অনেকগুলো টি-টোয়েন্টি টুর্নামেন্ট হয়, ওগুলোর সঙ্গে সময়টা সাংঘর্ষিক হয়ে যায়। আমরা একটু অন্যরকম করে করতে পারি সময়, যেন একটু মানসম্পন্ন বিদেশি পাই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়