শিরোনাম
◈ বাংলাদেশ যেন সন্ত্রাসবাদকে স্বাভাবিক বিষয় হিসেবে না দেখে: ভারত ◈ ১৮’র ভোটের এসপিদেরও ওএসডি-বাধ্যতামূলক অবসরে পাঠানো হবে : উপদেষ্টা আসিফ মাহমুদ ◈ মধ্যরাতে ব্যাংকের ভেতরেই অবস্থান কর্মকর্তার, যা জানা গেল ◈ ভূমধ্যসাগরে মৃত্যুর মুখোমুখি হয়ে দেশে ফিরেছেন ৫ বাংলাদেশি ◈ ফলক থেকে নাম মুছে দিয়েই ভাষা আন্দোলনে গোলাম আযমের অবদান মুছে ফেলা যাবে না : জামায়াত  ◈ এসএসসি পরীক্ষার্থীদের প্রতি শিক্ষা বোর্ডের ১৪ নির্দেশনা ◈ মাতৃভাষার গুরুত্ব না বুঝলে এসডিজি অর্জিত হবে না : প্রধান উপদেষ্টা ◈ অতিরিক্ত সচিব তপন কুমারকে বাধ্যতামূলক অবসর ◈ বাংলাদেশের হারের জন্য ব্যাটিং-ফিল্ডিং ইউনিটকে দায়ী করলেন শেবাগ ও মাঞ্জারেকার ◈ ব্যাটিং ব্যর্থতায় আমরা ভারতের কাছে হেরে গেছি: অধিনায়ক শান্ত

প্রকাশিত : ১৮ ফেব্রুয়ারি, ২০২৫, ০১:০৬ রাত
আপডেট : ২১ ফেব্রুয়ারি, ২০২৫, ০২:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

আর্জেন্টিনার স্বপ্নপূরণ হলো না, চিলিকে হারিয়ে শিরোপা নিলো ব্রাজিল

স্পোর্টস ডেস্ক : ব্রাজিল টানা দ্বিতীয় শিরোপা জয় করলো। অনূর্ধ্ব-২০ দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্বের শেষ ম্যাচে চিলিকে ৩-০ গোলে হারিয়ে ১৩ পয়েন্ট নিয়ে সেরার মুকুট পরে সেলেসাও যুবারা। অন্যদিকে, প্যারাগুয়ের কাছে ৩-২ গোলে হারের কারণে শিরোপা জয়ের স্বপ্নভঙ্গ হয়েছে আর্জেন্টিনার।

শিরোাপা জয়ের ক্ষেত্রে কঠিন সমীকরণ ছিল আর্জেন্টিনার সামনে। চ্যাম্পিয়নের তকমা পেতে হলে প্যারাগুয়ের বিপক্ষে ৪ গোলের জয় দরকার ছিল আলবিসেলেস্তে যুবাদের। তবে সকল সমীকরণ ছাপিয়ে উল্টো ৩-২ গোলে হেরে শিরোপার দৌঁড় থেকে ছিটকে গেল আর্জেন্টিনা। চূড়ান্ত পর্ব শেষে ১৩ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকেই টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ব্রাজিল।

তবে পথটা মোটেও সহজ ছিল না সেলেসাও যুবাদের। গ্রুপ পর্বে আর্জেন্টিনার কাছে হোঁচট খায় তারা। হাফ ডজন গোলের লজ্জার রেকর্ড ছাপিয়ে শেষ পর্যন্ত অবশ্য সোনালি ট্রফিটাই শেষ পর্যন্ত উঁচিয়ে ধরলো ব্রাজিল।

ভেনেজুয়েলার হোসে অ্যান্তেনিও স্টেডিয়ামে খেলার শুরু থেকেই চাপের মুখে থাকে ব্রাজিল। খেলার ৭২ মিনিট পর্যন্ত কোনো সুবিধাই করতে পারছিল না সেলেসাও যুবারা। সুযোগ তৈরি করেও শেষ পর্যন্ত চিলির রক্ষণে বাধা পড়ছিল তাদের আক্রমণ।

তবে শেষ ১৭ মিনিটে দারুণভাবে ঘুরে দাঁড়ায় দলটি। ৭৩ থেকে ৮৮ মিনিটের মধ্যে তিন গোলের লিড নেয় ব্রাজির। গোল করেন ডেভিড ওয়াশিংটন, পেদ্রো ও রিকার্ডো ম্যাথিয়াস। এই লিড ধরেই ৩-০ গোলের জয় নিশ্চিত করে ব্রাজিল।

এদিকে, নিজেদের ম্যাচ শেষ করে আর্জেন্টিনা ম্যাচের ভেন্যুতে চলে যায় সেলেসাওরা। পুরোটা সময় প্যারাগুয়েকে সমর্থ দিয়ে যায় তারা। শেষ পর্যন্ত চিরপ্রতিদ্বন্দ্বীদের হারের পর শিরোপা জয়ের উদযাপনে মাতে পুরো দল। টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়নের পাশাপাশি সর্বমোট ১৩ বার এই শিরোপা ঘরে তুলে ব্রাজিল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়