শিরোনাম
◈ চাঁনখারপুল গণহত্যা : সাবেক ডিএমপি কমিশনারসহ ৮ জনের বিরুদ্ধে পূর্ণাঙ্গ প্রতিবেদন ◈ করফাঁকির কারণে ২০২৩ সালে ২ লাখ ২৬ হাজার কোটি টাকা রাজস্ব হারিয়েছে সরকার: সিপিডি ◈ দেশে তিন স্তরে কমছে ইন্টারনেটের দাম ◈ অবৈধ অভিবাসীদের সহায়তাকারীদের মার্কিন দূতাবাসের হুঁশিয়ারি ◈ সতর্ক সংকেত জারি, আজ বজ্রপাতে মৃত্যুর ঝুঁকি খুবই বেশি ◈ পলাতক সাবেক মন্ত্রী-এমপিরা যুক্তরাজ্যে আ.লীগ নেতার ছেলের বিয়েতে  ◈ বিএনপির নতুন রাজনৈতিক মেরুকরণ: বাম দলগুলোর সঙ্গে সম্পর্ক জোরদারের চেষ্টা ◈ হাথুরুসিংহে ও তার দুই সহকারী ‘নাসুমকে চড় মারা’ প্রসঙ্গে যা বললেন ◈ অ্যাঞ্জেলিনা জোলির সমর্থন গাজার প্রতি, ইসরায়েলি হামলাকে বললেন ‘গণকবরের মতো ধ্বংসযজ্ঞ’ ◈ গুরুতর অসুস্থ ব্যারিস্টার আব্দুর রাজ্জাক, হাসপাতালে ভর্তি

প্রকাশিত : ১৭ ফেব্রুয়ারি, ২০২৫, ১১:১৬ দুপুর
আপডেট : ০৪ এপ্রিল, ২০২৫, ০৩:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

চ্যাম্পিয়নস ট্রফিতে ইতিহাস গড়ার সুযোগ বাংলাদেশের সামনে

স্পোর্টস ডেস্ক: ভারত-পাকিস্তান ম্যাচই মূলত উত্তাপ ছড়াচ্ছে চ্যাম্পিয়নস ট্রফিতে। একই গ্রুপে মুখোমুখি দু’চিরপ্রতিদ্বন্দ্বী। সঙ্গী সাবেক চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড। তিন ক্রিকেট পরাশক্তির চ্যালেঞ্জ নিবে টিম বাংলাদেশ। জেনে নিবো চ্যাম্পিয়নস ট্রফির ‘এ’ গ্রুপের আদ্যোপান্ত।  র‌্যাঙ্কিংয়ের সেরা আট দল, দুই গ্রুপ। ক্রিকেট বিশ্বে চ্যাম্পিয়নস ট্রফির রোমাঞ্চ ছড়ানোর অপেক্ষা। কে হবে সেরাদের সেরা? সম্ভাবনার দৌড়ে কে এগিয়ে চলছে বিচার-বিশ্লেষণ। -চ্যানেল২৪

গ্রুপ এ’তে আগের তিন চ্যাম্পিয়ন। ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড। ওদের সঙ্গী বাংলাদেশ। নামে-ভারে এগিয়ে টিম ইন্ডিয়া। সবশেষ আইসিসি ইভেন্ট টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী রোহিত শর্মার দল। ২০১৩ সালে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে চ্যাম্পিয়নস ট্রফি জিতেছিল ভারত। আগেরটি ২০০২ সালে শ্রীলঙ্কার সঙ্গে যৌথ চ্যাম্পিয়ন।

স্কোয়াডে পাঁচ স্পিনার। অক্ষর প্যাটেল, কুলদ্বীপ যাদব, বরুণ চক্রবর্তী, ওয়াশিংটন সুন্দর ও রবীন্দ্র জাদেজা। দুবাইয়ের উইকেট বিবেচনায় ভারতের এমন সিদ্ধান্ত। বুমরাহকে মিস করলেও তার শূন্যতা পূরণ করতে মুখিয়ে আর্শদ্বীপ সিং, মোহাম্মদ শামিরা। ইন ফর্ম শুভমান গিল, এক্স ফ্যাক্টর ঋষভ পন্ত। সঙ্গে রোহিত, কোহলির মত কিংবদন্তিরা দলটির ব্যাটিং নিউক্লিয়াস।

আয়োজক পাকিস্তান। শেষ আসরের চ্যাম্পিয়ন। ঘরের মাঠে অনুপ্রেরণার সঙ্গে প্রত্যাশার চাপও বাবর-রিজওয়ানদের। পেস নির্ভর স্কোয়াড, শাহিন শাহ আফ্রিদি, মোহাম্মদ হাসনাইন, নাসিম শাহ, হারিস রউফের মতো তারকারা থাকছেন ড্রেসিংরুমে। স্পিনে ভরসা লেগি আবরার আহমেদ। দলে চার অলরাউন্ডার। এছাড়া ব্যাট হাতে আলো ছড়াতে চাইবেন অধিনায়ক রিজওয়ান, বাবর, ফখর জামানরা।

টুর্নামেন্ট শুরুর আগে ঘরের মাঠে ত্রিদেশীয় সিরিজ খেলেছে পাকিস্তান। যেখানে স্বাগতিকদের থমকে দিয়ে সিরিজ জয়ী নিউজিল্যান্ড। সে আত্মবিশ্বাস নিয়ে চ্যাম্পিয়নস ট্রফির মিশন শুরু করবে ব্ল্যাকক্যাপরা। অবশ্য ইনজুরির কারণে তারকা পেসার বেন সিয়ার্সকে পাচ্ছে না নিউজিল্যান্ড। তারপরও অভিজ্ঞ আর তারুণ্যের মিশেলে গড়া ব্ল্যাকক্যাপ স্কোয়াড। কেন উইলিয়ামসন, রাচিন রবীন্দ্র, কনওয়েরা দ্বিতীয়বার শিরোপা জয়ের দাবিদার।

আর বাংলাদেশের সামনে ইতিহাস গড়ার সুযোগ। শেষ আসরে সেমি খেলেছিল টিম টাইগার। সে দলের একঝাঁক ক্রিকেটার নেই এবারের স্কোয়াডে। তামিমের অবসর আর সাকিবের শূন্যতা নিয়ে আলোচনা হয়েছে সবচেয়ে বেশি। টিম ম্যানেজমেন্টকে অভয় দিচ্ছে তাসকিন, মুস্তাফিজ, নাহিদ রানাদের পেস ইউনিট। লেগি রিশাদ হাসান হতে পারেন তুরুপের তাস। চিন্তার কারণ ব্যাটারদের ফর্ম। নাজমুল শান্ত, সৌম্য, তাওহীদ হৃদয়রা ধারাবাহিক হলে বড় স্বপ্ন দেখতে পারে সমর্থকরা। সাথে মুশফিক, মাহমুদউল্লাহর অভিজ্ঞতা বড় শক্তি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়