শিরোনাম
◈ করফাঁকির কারণে ২০২৩ সালে ২ লাখ ২৬ হাজার কোটি টাকা রাজস্ব হারিয়েছে সরকার: সিপিডি ◈ দেশে তিন স্তরে কমছে ইন্টারনেটের দাম ◈ অবৈধ অভিবাসীদের সহায়তাকারীদের মার্কিন দূতাবাসের হুঁশিয়ারি ◈ সতর্ক সংকেত জারি, আজ বজ্রপাতে মৃত্যুর ঝুঁকি খুবই বেশি ◈ পলাতক সাবেক মন্ত্রী-এমপিরা যুক্তরাজ্যে আ.লীগ নেতার ছেলের বিয়েতে  ◈ বিএনপির নতুন রাজনৈতিক মেরুকরণ: বাম দলগুলোর সঙ্গে সম্পর্ক জোরদারের চেষ্টা ◈ হাথুরুসিংহে ও তার দুই সহকারী ‘নাসুমকে চড় মারা’ প্রসঙ্গে যা বললেন ◈ অ্যাঞ্জেলিনা জোলির সমর্থন গাজার প্রতি, ইসরায়েলি হামলাকে বললেন ‘গণকবরের মতো ধ্বংসযজ্ঞ’ ◈ গুরুতর অসুস্থ ব্যারিস্টার আব্দুর রাজ্জাক, হাসপাতালে ভর্তি ◈ প্রাইমএশিয়া শিক্ষার্থী পারভেজ হত্যা: ৩ জন আটক

প্রকাশিত : ১৭ ফেব্রুয়ারি, ২০২৫, ১০:৫৩ দুপুর
আপডেট : ২৬ মার্চ, ২০২৫, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মোহাম্মদ আমিরের দৃঢ় বিশ্বাস, বাবর আজম চ্যাম্পিয়ন্স ট্রফিতে পারফর্ম করবেই

স্পোর্টস ডেস্ক : পাকিস্তান এবার ঘরের মাঠে চ্যাম্পিয়নস ট্রফি খেলবে। নিজের মাঠে কদিন আগেই ত্রিদেশীয় সিরিজের ফাইনালে নিউজিল্যান্ডের কাছে হেরেছে পাকিস্তান। এমনকি তারকা ব্যাটার বাবর আজমও ফর্মে নেই। অবশ্য তাতেও উদ্বিগ্ন হওয়ার কিছু দেখছেন না পাকিস্তানের সাবেক পেসার মোহাম্মদ আমির।

তিনি আশাবাদী পাকিস্তান দল চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালো পারফরম্যান্স করবে। এমনকি বাবরকে নিয়েও আশাবাদ ব্যক্ত করেছেন তিনি। চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগেই বড় ধাক্কা খেয়েছে পাকিস্তান। দলটির ওপেনার সাইম আইয়ুব চোটের কারণে এই টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন।

এর ফলে বাধ্য হয়ে ওপেনিংয়ে নামতে হচ্ছে বাবরকে। নতুন ভূমিকায় ছন্দ খুঁজে পেতে বেগ পেতে হচ্ছে এই ব্যাটারকে। সদ্য সমাপ্ত ত্রিদেশীয় সিরিজেও কোনো বড় ইনিংস খেলতে পারেননি বাবর। এখন পর্যন্ত পাঁচবার ওপেনিংয়ে নেমে বাবর করেছেন মাত্র ৮৮ রান। 

যদিও তাকে নিয়ে শঙ্কা উড়িয়ে দিয়ে আমির সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, উদ্বিগ্ন হবেন না। পাকিস্তান ও বাবর আজম চ্যাম্পিয়নস ট্রফিতে পারফর্ম করবে। ইনশা আল্লাহ। আমার কথা লিখে রাখুন।
আমির মনে করেন বাবরের জন্য তিন নম্বর ব্যাটিং পজিশনই উপযুক্ত। টেস্ট, টি-টোয়েন্টি ও ওয়ানডের ওপেনিং ব্যাটিং সম্পূর্ণ ভিন্ন। ওয়ানডেতে শুরুর দিকে ধরে খেলতে হয়। সময়ের সঙ্গে সঙ্গে রানের গতিও বাড়ানো যায়। বাবরকে এই ভূমিকার জন্য যোগ্য ব্যাটার বলে মনে করেন আমির।

এ কথা মনে করিয়ে নিয়ে আমির একদিন আগেই বলেন, বাবরের শক্তির জায়গা ৩ নম্বর পজিশন। তিনি জানেন এই পজিশনে কীভাবে ইনিংস গড়তে হয়। টি-টোয়েন্টি ওপেনার এবং ওয়ানডে বা টেস্ট ওপেনারের ভূমিকায় পার্থক্য রয়েছে। ওয়ানডেতে প্রথম ১০ ওভারে সতর্ক থাকতে হয়, পরের ১০ ওভারে জুটি গড়তে হয়। ভূমিকা ভিন্ন। বাবর একজন বড় খেলোয়াড়, তবে আমার মনে হয় তাকে ৩ নম্বরে ব্যাটিং করাই উচিত।

চ্যাম্পিয়ন্স ট্রফির শেষ আসরে (২০১৭ সালে) পাকিস্তান দল সারফারাজ আহমেদের নেতৃত্বে শিরোপা জিতেছিল। সেই টুর্নামেন্টের ফাইনালে তারা ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল। 

এবার দীর্ঘ আট বছর পর আবারও শুরু হতে যাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি। পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে যৌথভাবে আয়োজিত এই টুর্নামেন্টে ভারত ও পাকিস্তান একই গ্রুপে রয়েছে। আগামী ২৩ ফেব্রুয়ারি দুবাইয়ে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়