শিরোনাম
◈ আমরা আমাদের তরুণদের চীনে পড়াশোনা ও ভাষা শেখায় উৎসাহিত করব : প্রধান উপদেষ্টা ◈ শূন্য সম্পদ কেন্দ্রীকরণ, শূন্য বেকারত্ব এবং শূন্য নেট কার্বন নির্গমনের ওপর জোর দেওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার ◈ হাসিনাসহ শেখ পরিবারের ১০ সদস্যের ‘এনআইডি লক’ ◈ মারা গেলেন পোপ ফ্রান্সিস ◈ বাংলাদেশের নতুন বাঁধ নিয়ে ভারতের উদ্বেগ, সীমান্তে প্রতিনিধিদল (ভিডিও) ◈ আগামী নির্বাচনে অংশ নিতে চান শাজাহান খান ◈ চাঁনখারপুল গণহত্যা : সাবেক ডিএমপি কমিশনারসহ ৮ জনের বিরুদ্ধে পূর্ণাঙ্গ প্রতিবেদন ◈ এবার ব্যাংক হিসাব তলব মডেল মেঘনা আলমের ◈ করফাঁকির কারণে ২০২৩ সালে ২ লাখ ২৬ হাজার কোটি টাকা রাজস্ব হারিয়েছে সরকার: সিপিডি ◈ দেশে তিন স্তরে কমছে ইন্টারনেটের দাম

প্রকাশিত : ১৬ ফেব্রুয়ারি, ২০২৫, ১০:১৩ রাত
আপডেট : ২৭ মার্চ, ২০২৫, ০৬:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

চ্যাম্পিয়নস ট্রফির প্রস্তুতি ম্যাচে সোমবার পাকিস্তান শাহিনসের মুখোমুখি বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : আগামী ২০ ফেব্রুয়ারি শক্তিশালী ভারতের বিরুদ্ধে ম্যাচ দিয়ে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে যাত্রা শুরু করবে বাংলাদেশ। গত আসরে লাল-সবুজের দল সেমিফাইনালে খেললেও এবার ফাইনালে খেলার প্রত্যাশা নিয়ে ঢাকা ছেড়েছে টাইগার সেনারা। 

মূল প্রতিযোগিতায় নামার আগে গা গরমের ম্যাচ খেলবে বাংলাদেশ দল। তাদের প্রতিপক্ষ পাকিস্তান শাহিনস। সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুবাইয়ের আইসিসি একাডেমিতে গড়াবে ম্যাচটি। এই ম্যাচে বাংলাদেশের মূল দল খেলবে, কিন্তু পাকিস্তান শাহিনসে চ্যাম্পিয়নস ট্রফির দলের কোনো খেলোয়াড় নেই।

মূলত বিপিএলের কারণে জাতীয় দল ওয়ানডে ফরম্যাট থেকে অনেকটাই দূরে ছিল। ফলে যথেষ্ট ম্যাচ প্র্যাকটিস করতে পারেনি টাইগাররা। তাই আসল লড়াইয়ে নামার আগে নিজেদের ঝালিয়ে নিতেই পাকিস্তান শাহিনসের বিপক্ষে খেলবেন নাজমুল হোসেন শান্তরা। বাংলাদেশ দল আনুষ্ঠানিকভাবে চ্যাম্পিয়নস ট্রফি অভিযান শুরু করবে ২০ ফেব্রুয়ারি থেকে। আট দলের এই আসরে অংশ নিতে গত বুধবার রাতে দুবাইয়ের উদ্দেশে যাত্রা করে বাংলাদেশ। এখন তাদের অনুশীলন চলছে।  

এদিকে দলের বর্তমান অবস্থা নিয়ে বিসিবির প্রকাশিত এক ভিডিওতে পেসার তানজিম হাসান সাকিব বলেন, 'আমরা দুবাইয়ে পৌঁছে পরদিন বিশ্রাম নিয়েছি। আমাদের রিকভারি খুব ভালো হয়েছে। অনুশীলন শুরুর পর আরও ভালো লাগছে। পাকিস্তান শাহিনসের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ নিয়ে তানজিম সাকিব বলেন, প্রস্তুতি ম্যাচ থেকে আমরা মূল ম্যাচের প্রস্তুতি নেবো। সেখান থেকে উইকেট সম্পর্কে যত বেশি ধারণা নেওয়া যায়। কোন বল এখানে ভালো কাজ করে, কোন লেংথে ব্যাটারদের সমস্যা হয়, সেটা বোঝার চেষ্টা করবো।

বাংলাদেশ স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব, মোস্তাফিজুর রহমান, নাহিদ রানা এবং তাসকিন আহমেদ।

পাকিস্তান শাহিনসের স্কোয়াড: মুহাম্মদ হারিস (অধিনায়ক), আমের জামাল, আব্দুল সামাদ, আলী রাজা, আজান আওয়াইস, সুফিয়ান মুকিম, উসামা মীর, মোহাম্মদ মুসা, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, মুবাসির খান, ওমাইর বিন ইউসুফ ও সাহেবজাদা ফারহান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়