শিরোনাম
◈ চাঁনখারপুল গণহত্যা : সাবেক ডিএমপি কমিশনারসহ ৮ জনের বিরুদ্ধে পূর্ণাঙ্গ প্রতিবেদন ◈ করফাঁকির কারণে ২০২৩ সালে ২ লাখ ২৬ হাজার কোটি টাকা রাজস্ব হারিয়েছে সরকার: সিপিডি ◈ দেশে তিন স্তরে কমছে ইন্টারনেটের দাম ◈ অবৈধ অভিবাসীদের সহায়তাকারীদের মার্কিন দূতাবাসের হুঁশিয়ারি ◈ সতর্ক সংকেত জারি, আজ বজ্রপাতে মৃত্যুর ঝুঁকি খুবই বেশি ◈ পলাতক সাবেক মন্ত্রী-এমপিরা যুক্তরাজ্যে আ.লীগ নেতার ছেলের বিয়েতে  ◈ বিএনপির নতুন রাজনৈতিক মেরুকরণ: বাম দলগুলোর সঙ্গে সম্পর্ক জোরদারের চেষ্টা ◈ হাথুরুসিংহে ও তার দুই সহকারী ‘নাসুমকে চড় মারা’ প্রসঙ্গে যা বললেন ◈ অ্যাঞ্জেলিনা জোলির সমর্থন গাজার প্রতি, ইসরায়েলি হামলাকে বললেন ‘গণকবরের মতো ধ্বংসযজ্ঞ’ ◈ গুরুতর অসুস্থ ব্যারিস্টার আব্দুর রাজ্জাক, হাসপাতালে ভর্তি

প্রকাশিত : ১৬ ফেব্রুয়ারি, ২০২৫, ০৭:১০ বিকাল
আপডেট : ২২ মার্চ, ২০২৫, ১০:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে বাংলাদেশের খেলার সুযোগ দেখছেন না ডি ভিলিয়ার্স

স্পোর্টস ডেস্ক : ঘোষণা দিয়েই দেশ ছেড়েছে বাংলাদেশ দল। তারা এবার চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে খেলবে। তবে দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ব্যাটার এবি ডি ভিলিয়ার্সের মতে, টুর্নামেন্টের সেমিফাইনালেও খেলতে পারবে না নাজমুল হোসেন শান্তর দল। খুব বেশি হলে গ্রুপ পর্বে বড় কোনো দলকে হারিয়ে তারা অঘটন ঘটাতে পারে।

চ্যাম্পিয়নস ট্রফিতে অংশ নেওয়া আট দলের মধ্যে কারা ফেভারিট, এ বিষয় নিয়ে শনিবার নিজের ইউটিউব চ্যানেলে একটি লাইভের আয়োজন করেন ডি ভিলিয়ার্স। সেখানেই বাংলাদেশকে নিয়ে নিজের অভিমত তুলে ধরেন তিনি। শান্তর দলকে ভারসাম্যপূর্ণ দল হিসেবে অভিহিত করেন সাবেক এই প্রোটিয়া তারকা।

বাংলাদেশ দলে অধিনায়ক শান্ত বেশ ধারাবাহিক। আমার মনে হয় অধিনায়ক হিসেবে সে দলকে সামনে থেকে নেতৃত্ব দেওয়ায় বাংলাদেশ সমর্থকরা খুশি হবে। মুশফিকুর রহিমও অনেক অভিজ্ঞ একজন ক্রিকেটার। তাদের নিয়ে বেশি কিছু বলার নেই। তবে তাদের খুবই ভারসাম্যপূর্ণ একটি দল বলা যায়।

তাসকিনও ডানহাতি পেসে দলকে দারুণ সহায়তা করতে পারবে। এছাড়া আমি আর কারোর ব্যাপারে কিছু বলতে পারছি মেহেদী মিরাজ ছাড়া। সে কার্যকরী এক অলরাউন্ড ক্রিকেটার। আর দীর্ঘদিন ধরে আমি মাহমুদউল্লাহর খেলা দেখতে পছন্দ করি।

তবে বাংলাদেশ দলকে ভারসাম্যপূর্ণ বললেও এটিকে শিরোপা জিততে পারে এমন দল মনে করেন না ডি ভিলিয়ার্স। গত আসরের সেমি-ফাইনালিস্টরা এবার সে পথে যেতে পারবে না বলে জানান তিনি।

আমার মনে হয় না এটি একটি টুর্নামেন্ট জিততে পারার মতো দল এবং এটা শুনতে রূঢ় মনে হতে পারে। তবে তাদের অবশ্যই বড় দলগুলোর বিপক্ষে অঘটন ঘটানোর সামর্থ্য আছে। সত্যি বলতে আমি মনে করি না তারা নকআউট পর্বে যেতে পারবে। আমি জানি বাংলাদেশ সমর্থকরা আমাকে এজন্য অপছন্দ করবে। তবে আমি দুঃখিত যে, তারা নকআউট পর্বে যেতে পারবে না। কিন্তু বড় কোনো দলকে হারিয়ে অঘটন ঘটাবে। আট বছর পর অনুষ্ঠিত হতে যাওয়া এবারের চ্যাম্পিয়নস ট্রফিতে ‘এ’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত, পাকিস্তান ও নিউ জিল্যান্ড।

  • সর্বশেষ
  • জনপ্রিয়