শিরোনাম
◈ করফাঁকির কারণে ২০২৩ সালে ২ লাখ ২৬ হাজার কোটি টাকা রাজস্ব হারিয়েছে সরকার: সিপিডি ◈ দেশে তিন স্তরে কমছে ইন্টারনেটের দাম ◈ অবৈধ অভিবাসীদের সহায়তাকারীদের মার্কিন দূতাবাসের হুঁশিয়ারি ◈ সতর্ক সংকেত জারি, আজ বজ্রপাতে মৃত্যুর ঝুঁকি খুবই বেশি ◈ পলাতক সাবেক মন্ত্রী-এমপিরা যুক্তরাজ্যে আ.লীগ নেতার ছেলের বিয়েতে  ◈ বিএনপির নতুন রাজনৈতিক মেরুকরণ: বাম দলগুলোর সঙ্গে সম্পর্ক জোরদারের চেষ্টা ◈ হাথুরুসিংহে ও তার দুই সহকারী ‘নাসুমকে চড় মারা’ প্রসঙ্গে যা বললেন ◈ অ্যাঞ্জেলিনা জোলির সমর্থন গাজার প্রতি, ইসরায়েলি হামলাকে বললেন ‘গণকবরের মতো ধ্বংসযজ্ঞ’ ◈ গুরুতর অসুস্থ ব্যারিস্টার আব্দুর রাজ্জাক, হাসপাতালে ভর্তি ◈ প্রাইমএশিয়া শিক্ষার্থী পারভেজ হত্যা: ৩ জন আটক

প্রকাশিত : ১৬ ফেব্রুয়ারি, ২০২৫, ০৩:১৩ দুপুর
আপডেট : ১১ এপ্রিল, ২০২৫, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এবার ক্লাব পরিচালনায় আসছেন তামিম ইকবাল

মিজানুর রহমান ও তামিম ইকবালের জুটি ফরচুন বরিশালকে দুইবার এনে দিয়েছে বিপিএল শিরোপা। এবার তাঁরা আসছেন নতুন ভূমিকায়। ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) নতুন দল গুলশান ক্রিকেট ক্লাবের দায়িত্ব নিতে যাচ্ছেন মিজান ও তামিম।

গুলশান ক্রিকেট ক্লাব কেনার কথা আজকের পত্রিকাকে আজ নিশ্চিত করেছেন মিজান। দুপুরে ফরচুন বরিশালের স্বত্বাধিকারী বলেন, ‘আমরা এবার ঢাকা প্রিমিয়ার লিগে গুলশান ক্রিকেট ক্লাবের দায়িত্ব নিচ্ছি। এখনো আনুষ্ঠানিক ঘোষণা হয়নি। তবে আমরা সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। ক্লাবের সব ব্যয় আমরা বহন করব। তবে ক্লাবের ভেতরের কাঠামোতে বড় কোনো পরিবর্তন আনতে চাই না। দলের ক্রিকেটার ও স্টাফদের মধ্যে কোনো অস্থিরতা সৃষ্টি হোক, সেটাও চাই না। এবারের মৌসুমে যারা চুক্তিবদ্ধ আছেন, তারাই খেলবেন। পাশাপাশি চেষ্টা করব কিছু ভালো ক্রিকেটার দলে ভেড়ানোর। দলের সামগ্রিক উন্নয়নে কাজ করতে চাই।’

কেন গুলশান ক্রিকেট ক্লাবের দায়িত্ব নিয়েছেন? সেই প্রশ্নের উত্তরে মিজান বলেন, ‘এবার ডিপিএলে কিছু দলের মালিকানায় পরিবর্তন এসেছে। কেন এসেছে, সেটি জানি না। তবে আমরা চাইছি দলটির পৃষ্ঠপোষকতায় এগিয়ে আসতে। আমাদের লক্ষ্য থাকবে ক্লাবটির পারফরম্যান্স ও ব্যবস্থাপনায় ইতিবাচক ভূমিকা রাখা।’

প্রাইম ব্যাংকের মতো (ডিপিএলের আরেক দল) মৌখিক চুক্তির ক্রিকেটারদের বাদ দেওয়ার প্রসঙ্গে মিজান স্পষ্ট জবাব দিয়েছেন। ফরচুন বরিশালের জানিয়ে দেন, ‘আমরা সেটি করব না। যারা ক্লাবের সঙ্গে আগেই চুক্তিবদ্ধ হয়েছেন, তাদের নিয়েই খেলব। তবে ভবিষ্যতে দলকে শক্তিশালী করার পরিকল্পনা থাকবে।’

অনেকেই মনে করছেন, বিসিবির কাউন্সিলরশিপ পাওয়ার উদ্দেশ্যে এই ক্লাবের দায়িত্ব নিয়েছেন মিজানুর রহমান। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এখনো আমরা এ নিয়ে ভাবিনি। ক্লাবের হয়ে কে বিসিবি কাউন্সিলর হবেন, সেটি এখনো ঠিক করা হয়নি। যেহেতু তামিম আমার সঙ্গে আছে, আমরা আলোচনা করব এবং সময়মতো সিদ্ধান্ত নেব।’

বিপিএলে ফরচুন বরিশালের সাফল্যের পেছনে তামিম-মিজান জুটির রসায়ন দারুণ। ফলে মিজানুর রহমান মালিক হলেও দল পরিচালনায় মাঠের সিদ্ধান্তগুলোতে মূল অবদান অধিনায়ক তামিমের। তাতেই ফরচুন বরিশাল টানা দুইবার চ্যাম্পিয়ন হয়েছে। এবার ডিপিএলেও একইভাবে তাঁরা গুলশান ক্রিকেট ক্লাবের দায়িত্ব আসছেন। দলটির প্রধান কোচ হিসেবে থাকছেন খালেদ মাহমুদ সুজন। তিনি গত কয়েক বছর ধরে আবাহনীতে কোচিং করিয়েছেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়