শিরোনাম
◈ আমরা আমাদের তরুণদের চীনে পড়াশোনা ও ভাষা শেখায় উৎসাহিত করব : প্রধান উপদেষ্টা ◈ শূন্য সম্পদ কেন্দ্রীকরণ, শূন্য বেকারত্ব এবং শূন্য নেট কার্বন নির্গমনের ওপর জোর দেওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার ◈ হাসিনাসহ শেখ পরিবারের ১০ সদস্যের ‘এনআইডি লক’ ◈ মারা গেলেন পোপ ফ্রান্সিস ◈ বাংলাদেশের নতুন বাঁধ নিয়ে ভারতের উদ্বেগ, সীমান্তে প্রতিনিধিদল (ভিডিও) ◈ আগামী নির্বাচনে অংশ নিতে চান শাজাহান খান ◈ চাঁনখারপুল গণহত্যা : সাবেক ডিএমপি কমিশনারসহ ৮ জনের বিরুদ্ধে পূর্ণাঙ্গ প্রতিবেদন ◈ এবার ব্যাংক হিসাব তলব মডেল মেঘনা আলমের ◈ করফাঁকির কারণে ২০২৩ সালে ২ লাখ ২৬ হাজার কোটি টাকা রাজস্ব হারিয়েছে সরকার: সিপিডি ◈ দেশে তিন স্তরে কমছে ইন্টারনেটের দাম

প্রকাশিত : ১৬ ফেব্রুয়ারি, ২০২৫, ১০:৫৪ দুপুর
আপডেট : ২১ এপ্রিল, ২০২৫, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চ্যাম্পিয়নস ট্রফিতে শীর্ষ ৫ উইকেট শিকারি

স্পোর্টস ডেস্ক : ১৯ ফেব্রুয়ারি শুরু হচ্ছে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি। এবারের আসরে ব্যাটে-বলে গ্যালারি ক্রিকেটাররা গ্যালিারি মাতিয়ে রাখবেন।  শনিবার (১৫ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে আইসিসি জানিয়েছে এবারের আসর ৯টি ভাষায় এবং ১২টি দেশ ও ৮০টি অঞ্চল থেকে সরাসরি সম্প্রচারিত হবে টেলিভিশনে। পাশাপাশি প্রথমবারের মতো আইসিসির কোনো ইভেন্ট ডিজিটাল প্ল্যাটফর্মেও সম্প্রচারিত হবে। 

আট দলের এই টুর্নামেন্টে প্রতিটি দল গ্রুপ পর্বে তিনটি করে ম্যাচ খেলবে। এরপর সেমিফাইনাল ও ফাইনালে টানা জয় তুলে নিতে পারলেই চ্যাম্পিয়ন হয় বিশাল এই অঙ্ক অর্জন করা সম্ভব। বাংলাদেশ দল খেলবে গ্রুপ ‘এ’তে। যেখানে টাইগারদের প্রতিপক্ষ পাকিস্তান, ভারত ও নিউজিল্যান্ড। 

পাকিস্তান ও দুবাইয়ে অনুষ্ঠিত হবে নবম আসরের সবগুলো ম্যাচ। ১৯ ফেব্রুয়ারি উদ্বোধনী ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পাকিস্তান মুখোমুখি হবে নিউজিল্যান্ডের। ১৯৯৬ সালের পর এই প্রথম আইসিসির কোনো ইভেন্ট আয়োজন করবে পাকিস্তান।

চ্যাম্পিয়নস ট্রফি ১৯ ফেব্রুয়ারি শুরু হলেও বাংলাদেশের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে ২০ ফেব্রুয়ারি দুবাইয়ে ভারতের বিপক্ষে। গ্রুপ পর্বে টাইগারদের বাকি দুই প্রতিপক্ষ নিউজিল্যান্ড ও পাকিস্তান। এই দুটি ম্যাচ হবে পাকিস্তানে। 

মিনি বিশ্বকাপ খ্যাত বিগত চ্যাম্পিয়নস ট্রফিতে সর্বোচ্চ ৫ উইকেট শিকারিরা

২৮ উইকেট নিয়ে উইকেট শিকারিদের মধ্যে শীর্ষে রয়েছেন নিউজিল্যান্ডের সাবেক তারকা অলরাউন্ডার কাইল মিলস। তিনি ২০০২ থেকে ২০১৩ সাল পর্যন্ত ১৫ ম্যাচ থেকে এ উইকেট সংগ্রহ করেছেন। তার সেরা বোলিং ফিগার ৩০ রানে ৪ উইকেট। দ্বিতীয় স্থানে রয়েছেন শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক লাসিথ মালিঙ্গা। তিনি ২০০৬ থেকে ২০১৭ সাল পর্যন্ত ১৬ ম্যাচ থেকে ২৫ উইকেট সংগ্রহ করেছেন। তার সেরা বোলিং ফিগার ৩৪ রানে ৪ উইকেট। 

তৃতীয় স্থানে রয়েছেন শ্রীলঙ্কার সাবেক স্পিন কিংবদন্তি মুতিয়া মুরালিধরণ। তিনি ১৯৯৮ থেকে ২০০৯ সাল পর্যন্ত ১৭ ম্যাচ থেকে ২৪ উইকেট সংগ্রহ করেছেন। তার সেরা বোলিং ফিগার ১৫ রানে ৪ উইকেট। 

অস্ট্রেলিয়ার সাবেক পেস কিংবদন্তি ব্রেট লি আছেন চতুর্থ স্থানে। ২০০০ থেকে ২০০৯ সাল পর্যন্ত তিনি ১৬ ম্যাচ খেলে ২২ উইকেট সংগ্রহ করেছেন। তার সেরা বোলিং ফিগার ৩৮ রানে ৩ উইকেট। 

পঞ্চম স্থানে রয়েছেন অস্ট্রেলিয়ার আরেক সাবেক পেস কিংবদন্তি গ্ল্যান ম্যাকগ্রা। তিনি ২০০০ থেকে ২০০৬ সাল পর্যন্ত ১২ ম্যাচ থেকে ২১ উইকেট সংগ্রহ করেছেন। তার সেরা বোলিং ফিগার ৩৭ রানে ৫ উইকেট। 

শীর্ষ পাঁচের সকলেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে চলে গেছেন। এবারের আসরে অংশ নেয়া খেলোয়াড়দের মধ্যে শীর্ষ ২০ এ রয়েছেন কেবল ভারতের স্পিন অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়