শিরোনাম
◈ দেশে তিন স্তরে কমছে ইন্টারনেটের দাম ◈ অবৈধ অভিবাসীদের সহায়তাকারীদের মার্কিন দূতাবাসের হুঁশিয়ারি ◈ সতর্ক সংকেত জারি, আজ বজ্রপাতে মৃত্যুর ঝুঁকি খুবই বেশি ◈ পলাতক সাবেক মন্ত্রী-এমপিরা যুক্তরাজ্যে আ.লীগ নেতার ছেলের বিয়েতে  ◈ বিএনপির নতুন রাজনৈতিক মেরুকরণ: বাম দলগুলোর সঙ্গে সম্পর্ক জোরদারের চেষ্টা ◈ হাথুরুসিংহে ও তার দুই সহকারী ‘নাসুমকে চড় মারা’ প্রসঙ্গে যা বললেন ◈ অ্যাঞ্জেলিনা জোলির সমর্থন গাজার প্রতি, ইসরায়েলি হামলাকে বললেন ‘গণকবরের মতো ধ্বংসযজ্ঞ’ ◈ গুরুতর অসুস্থ ব্যারিস্টার আব্দুর রাজ্জাক, হাসপাতালে ভর্তি ◈ প্রাইমএশিয়া শিক্ষার্থী পারভেজ হত্যা: ৩ জন আটক ◈ টাঙ্গাইলের ৭০০ বছরের নওয়াব শাহী জামে মসজিদে ৯৮ বছর ধরে চলছে অবিরাম কুরআন তিলাওয়াত

প্রকাশিত : ১৫ ফেব্রুয়ারি, ২০২৫, ১০:৪৭ দুপুর
আপডেট : ১৯ এপ্রিল, ২০২৫, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাকিস্তানকে হারিয়ে ২০ বছর পর ত্রিদেশীয় টুর্নামেন্ট জিতলো নিউজিল্যান্ড

স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের মাটিতে ২০ বছর পর ট্রফি জিতলো নিউজিল্যান্ড। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) করাচির ন্যাশনাল স্টেডিয়ামে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে স্বাগতিক পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়েছে কিউইরা। পাকিস্তানের দেয়া ২৪৩ রানের লক্ষ্য ২৮ বল ও ৫ উইকেট হাতে রেখেই টপকে যায় নিউজিল্যান্ড।

রান তাড়ায় শুরুতেই উইল ইয়াং আউট হলেও ডেভন কনওয়ে ও কেন উইলিয়ামসনের ব্যাটে সহজ জয়ের ভিত গড়ে উঠে। উইলিয়ামসন ৩৪ রান করে ফিরলেও ৭৪ বলে ৪৮ রান করা কনওয়ে দলকে শতরানের গ-ি পার করিয়ে যান।

পরবর্তী সময়ে ড্যারিল মিচেল (৫৮ বলে ৫৭) ও টম ল্যাথামের (৬৪ বলে ৫৪) দায়িত্বশীল ব্যাটিংয়ে জয় নিশ্চিত করে নিউজিল্যান্ড। ল্যাথাম দুটি ক্যাচ তুলে দিলেও পাকিস্তানি ফিল্ডাররা তা ধরতে ব্যর্থ হন, যা নিউজিল্যান্ডের জন্য বাড়তি সুবিধা বয়ে আনে।

এর আগে ব্যাটিংয়ে নেমে পাকিস্তান শুরুতেই ধাক্কা খায়। বাবর আজম ভালো শুরু করেও ইনিংস বড় করতে ব্যর্থ হন। মিডল অর্ডারে মোহাম্মদ রিজওয়ান (৭৬ বলে ৪৬) ও সালমান আগার (৬৫ বলে ৪৫) ব্যাটিংয়ে ভর করে দলটি লড়াই করার মতো সংগ্রহ দাঁড় করায়।

শেষ দিকে তাইয়াব তাহিরের ৩৩ বলে ৩৮ ও ফাহিম আশরাফের ২১ বলে ২২ রানের ইনিংসে পাকিস্তানের রান ২৪৩ পর্যন্ত গড়ায়। তবে সেটি যথেষ্ট হয়নি।

এই জয়ের ফলে একুশ শতকে খেলা সাদা বলের ১৩তম ফাইনালে নিউজিল্যান্ড পেল পঞ্চম জয়। ২০০৫ সালের পর বহুজাতিক টুর্নামেন্টে তাদের প্রথম ট্রফি জয়, যা দলটির জন্য বড় প্রাপ্তি। ম্যান অব দ্য সিরিজ: সালমান আলী আগা, ম্যান অব দ্য ম্যাচ: উইলিয়াম ও’রুর্ক। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়