শিরোনাম
◈ দেশে তিন স্তরে কমছে ইন্টারনেটের দাম ◈ অবৈধ অভিবাসীদের সহায়তাকারীদের মার্কিন দূতাবাসের হুঁশিয়ারি ◈ সতর্ক সংকেত জারি, আজ বজ্রপাতে মৃত্যুর ঝুঁকি খুবই বেশি ◈ পলাতক সাবেক মন্ত্রী-এমপিরা যুক্তরাজ্যে আ.লীগ নেতার ছেলের বিয়েতে  ◈ বিএনপির নতুন রাজনৈতিক মেরুকরণ: বাম দলগুলোর সঙ্গে সম্পর্ক জোরদারের চেষ্টা ◈ হাথুরুসিংহে ও তার দুই সহকারী ‘নাসুমকে চড় মারা’ প্রসঙ্গে যা বললেন ◈ অ্যাঞ্জেলিনা জোলির সমর্থন গাজার প্রতি, ইসরায়েলি হামলাকে বললেন ‘গণকবরের মতো ধ্বংসযজ্ঞ’ ◈ গুরুতর অসুস্থ ব্যারিস্টার আব্দুর রাজ্জাক, হাসপাতালে ভর্তি ◈ প্রাইমএশিয়া শিক্ষার্থী পারভেজ হত্যা: ৩ জন আটক ◈ টাঙ্গাইলের ৭০০ বছরের নওয়াব শাহী জামে মসজিদে ৯৮ বছর ধরে চলছে অবিরাম কুরআন তিলাওয়াত

প্রকাশিত : ১৫ ফেব্রুয়ারি, ২০২৫, ১০:৩০ দুপুর
আপডেট : ১০ এপ্রিল, ২০২৫, ০৩:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

বিরাট কোহলিকে ছাড়িয়ে পাকিস্তানের বাবর আজম

স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের তারকা ব্যাটার বাবর আজম সাম্প্রতিক সময়ে খুব একটা ছন্দে নেই। তার পরেও তিনি দারুণ এক কীর্তি গড়েছেন।  যৌথভাবে সবচেয়ে কম ইনিংসে ওয়ানডেতে ৬ হাজার রান করার মাইলফলক স্পর্শ করেছেন পাকিস্তানের এই তারকা ব্যাটার। পেছনে ফেলেছেন ভারতের কিংবদন্তি বিরাট কোহলিকে। শুক্রবার করাচিতে নিউ জিল্যান্ডের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ৬ হাজার রান পূর্ণ করেন বাবর। এই কীর্তি গড়তে তিনি খেলেছেন ১২৩ ইনিংস। স্পর্শ করেছেন সমান সংখ্যক ইনিংসে দক্ষিণ আফ্রিকার হাশিম আমলার রেকর্ড। এই মাইলফলক স্পর্শ করতে কোহলির লেগেছিল ১৩৬ ইনিংস। - অলআউট স্পোর্টস

ব্যাট হাতে সময়টা ভালো না যাওয়ায় দেরিতেই এই কীর্তি গড়লেন বাবর। তা না হলে আমলাকে সরিয়ে এই রেকর্ডটাও নিজের একারই করে নিতে পারতেন তিনি। এর আগে আমলাকে সরিয়ে সবচেয়ে কম ইনিংসে ওয়ানডেতে ৫ হাজার রান করার রেকর্ড গড়েছিলেন ডানহাতি এই ব্যাটার।

ইনিংসের সপ্তম ওভারে পাকিস্তানের ১১তম ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে ৬ হাজার রান পূর্ণ করেন বাবর। জ্যাকব ডাফির করা ওভারের তৃতীয় বলে দারুণ এক কাভার ড্রাইভে বাউন্ডারি হাঁকিয়ে এই মাইলফলক স্পর্শ করেন তিনি। শেষ পর্যন্ত তার ইনিংসের থামে ২৯ রানে।

২০১৫ সালের মে মাসে ওয়ানডেতে অভিষেক হওয়া বাবর ৫৫ দশমিক ৭৩ গড়ে এখন পর্যন্ত ৬ হাজার ১৯ রান করেছেন। এই ফরম্যাটে এখন পর্যন্ত হাঁকিয়েছেন দেশের ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ ১৯ শতক, ফিফটি ৩৪টি। ২০ সেঞ্চুরি নিয়ে এই তালিকার শীর্ষে আছেন সাঈদ আনোয়ার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়