শিরোনাম
◈ আলোচিত পরিকল্পনাগুলো বাস্তবায়নের পথে এগিয়ে যাওয়াই এখন অগ্রাধিকার: চীনের রাষ্ট্রদূতকে প্রধান উপদেষ্টা ◈ বাংলাদেশ ভ্রমণে মার্কিন সতর্কতা নিয়ে ‘ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন বিভ্রান্তিকর' ◈ স্ক্যানিং ছাড়াই চলছে বেনাপোল বন্দর দিয়ে পণ্য প্রবেশ, ঝুঁকিতে নিরাপদ বাণিজ্য! ◈ বিশ্ববিদ্যালয় ছাত্র খুন: প্রেমিকাকেও দেখা গেল সিসিটিভিতে, মামলায় নেই তার অস্তিত্ব ◈ দেশি-বিদেশি মাস্টারপ্ল্যান আওয়ামী লীগকে মাঠে নামানোর পেছনে ◈ পারভেজ হত্যাকাণ্ড: ছাত্রদল বিভ্রান্তিকর প্রচারণা শুরু করেছে: উমামা ফাতেমা (ভিডিও) ◈ নাটোরে ছাত্রলীগ কর্মীকে রিকশায় পিঠে পা চেপে ঘোরানো, ভিডিও ছড়িয়ে পড়ায় তোলপাড় ◈ ‘আমরা একটি কঠিন কিন্তু অপরিহার্য পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছি’  ◈ বাংলাদেশ থেকে যাওয়ার সময় জীবননাশের শঙ্কায় ছিলাম: দাবি হাথুরুসিংহের ◈ জাতীয় পরিচয়পত্রের অসুন্দর ছবিটি ঘরে বসেই বদলাবেন যেভাবে

প্রকাশিত : ১৫ ফেব্রুয়ারি, ২০২৫, ১০:৩০ দুপুর
আপডেট : ১০ এপ্রিল, ২০২৫, ০৩:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

বিরাট কোহলিকে ছাড়িয়ে পাকিস্তানের বাবর আজম

স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের তারকা ব্যাটার বাবর আজম সাম্প্রতিক সময়ে খুব একটা ছন্দে নেই। তার পরেও তিনি দারুণ এক কীর্তি গড়েছেন।  যৌথভাবে সবচেয়ে কম ইনিংসে ওয়ানডেতে ৬ হাজার রান করার মাইলফলক স্পর্শ করেছেন পাকিস্তানের এই তারকা ব্যাটার। পেছনে ফেলেছেন ভারতের কিংবদন্তি বিরাট কোহলিকে। শুক্রবার করাচিতে নিউ জিল্যান্ডের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ৬ হাজার রান পূর্ণ করেন বাবর। এই কীর্তি গড়তে তিনি খেলেছেন ১২৩ ইনিংস। স্পর্শ করেছেন সমান সংখ্যক ইনিংসে দক্ষিণ আফ্রিকার হাশিম আমলার রেকর্ড। এই মাইলফলক স্পর্শ করতে কোহলির লেগেছিল ১৩৬ ইনিংস। - অলআউট স্পোর্টস

ব্যাট হাতে সময়টা ভালো না যাওয়ায় দেরিতেই এই কীর্তি গড়লেন বাবর। তা না হলে আমলাকে সরিয়ে এই রেকর্ডটাও নিজের একারই করে নিতে পারতেন তিনি। এর আগে আমলাকে সরিয়ে সবচেয়ে কম ইনিংসে ওয়ানডেতে ৫ হাজার রান করার রেকর্ড গড়েছিলেন ডানহাতি এই ব্যাটার।

ইনিংসের সপ্তম ওভারে পাকিস্তানের ১১তম ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে ৬ হাজার রান পূর্ণ করেন বাবর। জ্যাকব ডাফির করা ওভারের তৃতীয় বলে দারুণ এক কাভার ড্রাইভে বাউন্ডারি হাঁকিয়ে এই মাইলফলক স্পর্শ করেন তিনি। শেষ পর্যন্ত তার ইনিংসের থামে ২৯ রানে।

২০১৫ সালের মে মাসে ওয়ানডেতে অভিষেক হওয়া বাবর ৫৫ দশমিক ৭৩ গড়ে এখন পর্যন্ত ৬ হাজার ১৯ রান করেছেন। এই ফরম্যাটে এখন পর্যন্ত হাঁকিয়েছেন দেশের ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ ১৯ শতক, ফিফটি ৩৪টি। ২০ সেঞ্চুরি নিয়ে এই তালিকার শীর্ষে আছেন সাঈদ আনোয়ার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়