শিরোনাম
◈ শ্রীলঙ্কার সাগর ‘মাছশূন্য’ করছে ভারতীয়রা, বাড়ছে ক্ষোভ ◈ রাজাকার গালি নয়, অ্যাওয়ার্ড হয়ে গেছে: মিজানুর রহমান আজহারি ◈ চাপানোর ক্ষমতা আমাদের নেই, কেবল বুঝাবো কেন প্রয়োজন এবং কীভাবে করা যায়: প্রধান উপদেষ্টা ◈ জাতীয় নাগরিক কমিটি স্থানীয় সরকার নির্বাচন চায় আগে ◈ বাংলাদেশি ৫ কৃষককে সীমান্তে বিএসএফের মারধর, বিজিবির কড়া প্রতিবাদ ◈ হঠাৎ ভারত-পাকিস্তান সীমান্তে যুদ্ধের প্রস্তুতি! ◈ অতিদ্রুত জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এটাই আমাদের প্রত্যাশা: মির্জা ফখরুল ◈ প্রথম অধ্যায় শেষ হয়েছে, রাজনৈতিক সংলাপের মাধ্যমে দ্বিতীয় অধ্যায় শুরু হলো: প্রধান উপদেষ্টা ◈ আইরিশ ফুটবলার রাতে বিশ্বরেকর্ড গড়ে সকালে গেলেন স্কুলে ক্লাস করতে ◈ চ্যাম্পিয়নস ট্রফি দেখা যাবে টি-স্পোর্টসসহ যেসব চ্যানেলে

প্রকাশিত : ১৪ ফেব্রুয়ারি, ২০২৫, ০৭:১৪ বিকাল
আপডেট : ১৫ ফেব্রুয়ারি, ২০২৫, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশ চ্যাম্পিয়নস ট্রফি জিতলে পাবে ২৭ কোটি টাকা, কোনো ম্যাচ না জিতলে পাবে ৩ কোটি ২০ লাখ

স্পোর্টস ডেস্ক : দেশ ছাড়ার প্রক্কালে টাইগার দলপতি নাজমুল হোসেন শান্ত বলেছিলেন, চ্যাম্পিয়নস ট্রফি জয়ের লক্ষ্যে বাংলাদেশ খেলতে যাচ্ছে। শিরোপা জিতলে বাংলাদেশ দল পাবে ২২ লাখ ৪০ হাজার ডলার (বাংলাদেশি মুদ্রায় ২৭ কোটি ৭ লাখ টাকা) প্রাইজমানি পুরস্কার।

শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া চ্যাম্পিয়নস ট্রফির মোট ৬৯ লাখ ডলারের প্রাইজমানি ঘোষণা করে আইসিসি। ২০১৭ সালে অনুষ্ঠিত সবশেষ আসরের তুলনায় যা ৫৩ শতাংশ বেশি।
চ্যাম্পিয়নস ট্রফিতে অংশ নিতে দেশ ছাড়ার আগে গত বুধবার আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে টুর্নামেন্টে বাংলাদেশের লক্ষ্য জানতে চাওয়া হলে এক বাক্যে শান্ত উত্তর দেন, “আমরা চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে যাচ্ছি।

তবে সেই লক্ষ্য পূরণ না হলেও মোটা অঙ্কের অর্থ নিয়ে দেশে ফিরবে বাংলাদেশ। চ্যাম্পিয়নস ট্রফির রানার্স-আপদের জন্য বরাদ্দ রাখা হয়েছে ১১ লাখ ২০ হাজার ডলার। অন্যদিকে সেমি-ফাইনাল থেকে বাদ পড়া দুটি দলকে দেওয়া হবে ৫ লাখ ৬০ হাজার ডলার করে।

এছাড়া টুর্নামেন্টের পঞ্চম ও ষষ্ঠ দলের জন্য প্রাইজমানি রাখা হয়েছে ৩ লাখ ৫০ হাজার ডলার করে। সপ্তম ও অষ্টম দলকে দেওয়া হবে ১ লাখ ৪০ হাজার ডলার করে।

গ্রুপ পর্বে প্রতিটি ম্যাচে জয়ের জন্য দলগুলো পাবে ৩৪ হাজার ডলারের বেশি করে। তবে গ্রুপ পর্বে ভারত, পাকিস্তান ও নিউজিল্যান্ডের বিপক্ষে কোনো ম্যাচ জিততে না পারলেও কেবল অংশগ্রহণ করার জন্যই ১ লাখ ২৫ হাজার ডলার পাবে বাংলাদেশ, যা দেড় কোটি টাকারও বেশি। অংশগ্রহণকারী প্রতিটি দলকেই এটি দেওয়া হবে।

ফলে চ্যাম্পিয়নস ট্রফিতে কোনো ম্যাচ না জিতলেও একদমই খালি হাতে দেশে ফিরবে না বাংলাদেশ। নিশ্চিভাবেই ২ লাখ ৬৫ হাজার ডলার বা ৩ কোটি ২০ লাখ টাকার বেশি অর্থ পাবে শান্তর দল।

তবে অধিনায়কসহ দলের কোচ এবং অন্যান্য খেলোয়াড়দের স্বপ্ন যেহেতু শিরোপায়, তাই স্বাভাবিকভাবেই বলা যায় এতটুকুতেই সন্তুষ্ট হবেন না টাইগাররা। আগামী ২০ ফেব্রুয়ারি দুবাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে শিরোপা জয়ের অভিযান শুরু করবে বাংলাদেশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়