শিরোনাম
◈ শ্রীলঙ্কার সাগর ‘মাছশূন্য’ করছে ভারতীয়রা, বাড়ছে ক্ষোভ ◈ রাজাকার গালি নয়, অ্যাওয়ার্ড হয়ে গেছে: মিজানুর রহমান আজহারি ◈ চাপানোর ক্ষমতা আমাদের নেই, কেবল বুঝাবো কেন প্রয়োজন এবং কীভাবে করা যায়: প্রধান উপদেষ্টা ◈ জাতীয় নাগরিক কমিটি স্থানীয় সরকার নির্বাচন চায় আগে ◈ বাংলাদেশি ৫ কৃষককে সীমান্তে বিএসএফের মারধর, বিজিবির কড়া প্রতিবাদ ◈ হঠাৎ ভারত-পাকিস্তান সীমান্তে যুদ্ধের প্রস্তুতি! ◈ অতিদ্রুত জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এটাই আমাদের প্রত্যাশা: মির্জা ফখরুল ◈ প্রথম অধ্যায় শেষ হয়েছে, রাজনৈতিক সংলাপের মাধ্যমে দ্বিতীয় অধ্যায় শুরু হলো: প্রধান উপদেষ্টা ◈ আইরিশ ফুটবলার রাতে বিশ্বরেকর্ড গড়ে সকালে গেলেন স্কুলে ক্লাস করতে ◈ চ্যাম্পিয়নস ট্রফি দেখা যাবে টি-স্পোর্টসসহ যেসব চ্যানেলে

প্রকাশিত : ১৪ ফেব্রুয়ারি, ২০২৫, ০৭:১২ বিকাল
আপডেট : ১৫ ফেব্রুয়ারি, ২০২৫, ০৮:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

অস্ট্রেলিয়ার বেহাল দশা, ওয়ানডেতে শ্রীলঙ্কার কাছে ১৭৪ রানে হারলো

স্পোর্টস ডেস্ক : চ্যাম্পিয়নস ট্রফির আগে দিন ভালো যাচ্ছে না অস্ট্রেলিয়ার। প্রস্তুতির অংশ হিসেবে শ্রীলঙ্কার বিপক্ষে দুটি ওয়ানডে খেলেছে অজিরা। কিন্তু দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের ছাড়া দুটিতেই হেরেছে তারা। দ্বিতীয় ও শেষ ম্যাচে স্বাগতিকদের কাছে ১৭৪ রানে হেরে চ্যাম্পিয়নস ট্রফির প্রস্তুতি শেষ করেছে স্টিভেন স্মিথের দল।

শুক্রবার কলম্বোয় টস জিতে কুশল মেন্ডিসের ১০১ ও অধিনায়ক চারিত আসালাঙ্কার অপরাজিত ঝড়ো ৭৮ রানের ইনিংসে ৪ উইকেটে ২৮১ রানের সংগ্রহ পায় শ্রীলঙ্কা। জবাবে স্বাগতিক স্পিনারদের ঘূর্ণিতে দিশেহারা হয়ে ২৪ ওভার ২ বলে অস্ট্রেলিয়া গুটিয়ে গেছে কেবল ১০৭ রানে।

চ্যাম্পিয়নস ট্রফির আগে এটিই ছিল অস্ট্রেলিয়ার শেষ ম্যাচ। প্যাট কামিন্স, জশ হ্যাজেলউড ও মিচেল স্টার্কদের ছাড়া এমনিতেই আনকোরা এক বোলিং আক্রমণ নিয়ে টুর্নামেন্টে যাবে অস্ট্রেলিয়া। তবে লঙ্কানদের বিপক্ষে ব্যাটারদের হতশ্রী পারফরম্যান্সে দলের সবচেয়ে বড় দুশ্চিন্তার নাম হয়তো এখন ব্যাটিংই।

এর আগে প্রথম ম্যাচে ৫৫ রানের ভেতর লঙ্কানদের ৫ উইকেট তুলে নিয়ে ভালো শুরুর ইঙ্গিত দিয়েছিল অস্ট্রেলিয়া। কিন্তু আসালাঙ্কার ১২৭ রানের সুবাদে শেষ পর্যন্ত ২১৪ রানের লড়াকু সংগ্রহ পায় লঙ্কানরা। কিন্তু ব্যাটারদের ব্যর্থতায় তেমন লড়াই করতে পারেনি সফরকারীরা। ১৬৫ রানে অলআউট হয়ে ম্যাচ হারে ৪৯ রানে।

এদিন রান তাড়ায় শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে অস্ট্রেলিয়া। মিচেল মার্শের বদলি হিসেবে দলে আসা জেইক ফ্রেজার-ম্যাগার্ক প্রথম ম্যাচের পর এদিনও ব্যর্থ হন। আক্রমণাত্মক এই ব্যাটার ফেরেন ৯ রান করে। দলের হয়ে সর্বোচ্চ ২৯ রান করে অধিনায়ক স্মিথ। এছাড়া দুই অঙ্কের দেখা পান ট্র্যাভিস হেড (১৮) ও জশ ইংলিস (২২)।

স্মিথ-ইংলিসের চতুর্থ উইকেটে ৪৬ রানের জুটি ভাঙতেই তাসের ঘরের মতো ভেঙে পড়ে পুরো ব্যাটিং-অর্ডার। দুনিথ ভেল্লালাগে ও ওয়ানিন্দু হাসারাঙ্গার ঘূর্ণিতে দিশেহারা হয়ে ২৮ রানে শেষ ৭ উইকেট হারায় অজিরা। ভেল্লালাগের শিকার ৪ উইকেট। হাসারাঙ্গা ও পেসার আসিথা ফের্নান্দোর নেন ৩টি করে উইকেট।

এর আগে পাতুম নিসাঙ্কাকে তুলে নিয়ে লঙ্কানদের ১৫ রানে উদ্বোধনী জুটি ভাঙেন অ্যারন হার্ডি। এরপর আর বল হাতে প্রতিপক্ষকে তেমন চাপে ফেলতে পারেনি অজিরা। দ্বিতীয় উইকেটে নিশান মাদুশঙ্কা ও কুশলের ৯৮ রানের জুটিতে ম্যাচে ফেরে লঙ্কানরা। ৫১ রান করে মাদুশঙ্কা ফেরার পর দ্রুত কামিন্দু মেন্ডিসেরও উইকেট হারায় তারা। তবে কুশল ও আসালাঙ্কার জুটিতে বড় সংগ্রহের পথে থাকে স্বাগতিকরা।

ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি হাঁকানো কুশলকে ফেরান অ্যাডাম জ্যাম্পা। এরপর শেষ পাঁচ ওভারে বোলারদের ওপর ঝড় তুলে দলের খাতায় ৫৮ রান যোগ করে বড় সংগ্রহ এনে দেন আসালাঙ্কা ও জানিত লিয়ানাগে (৩২*)।

  • সর্বশেষ
  • জনপ্রিয়