শিরোনাম
◈ দেশে তিন স্তরে কমছে ইন্টারনেটের দাম ◈ অবৈধ অভিবাসীদের সহায়তাকারীদের মার্কিন দূতাবাসের হুঁশিয়ারি ◈ সতর্ক সংকেত জারি, আজ বজ্রপাতে মৃত্যুর ঝুঁকি খুবই বেশি ◈ পলাতক সাবেক মন্ত্রী-এমপিরা যুক্তরাজ্যে আ.লীগ নেতার ছেলের বিয়েতে  ◈ বিএনপির নতুন রাজনৈতিক মেরুকরণ: বাম দলগুলোর সঙ্গে সম্পর্ক জোরদারের চেষ্টা ◈ হাথুরুসিংহে ও তার দুই সহকারী ‘নাসুমকে চড় মারা’ প্রসঙ্গে যা বললেন ◈ অ্যাঞ্জেলিনা জোলির সমর্থন গাজার প্রতি, ইসরায়েলি হামলাকে বললেন ‘গণকবরের মতো ধ্বংসযজ্ঞ’ ◈ গুরুতর অসুস্থ ব্যারিস্টার আব্দুর রাজ্জাক, হাসপাতালে ভর্তি ◈ প্রাইমএশিয়া শিক্ষার্থী পারভেজ হত্যা: ৩ জন আটক ◈ টাঙ্গাইলের ৭০০ বছরের নওয়াব শাহী জামে মসজিদে ৯৮ বছর ধরে চলছে অবিরাম কুরআন তিলাওয়াত

প্রকাশিত : ১৪ ফেব্রুয়ারি, ২০২৫, ১০:৪০ দুপুর
আপডেট : ১৬ এপ্রিল, ২০২৫, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আগামী ১৭ ফেব্রুয়ারি প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ খেলবে পাকিস্তান এ’ দলের বিরুদ্ধে

স্পোর্টস ডেস্ক : আগামী ১৯ ফেব্রুয়ারি চ্যাম্পিয়ন ট্রফি শুরু হলেও টুর্নামেন্টে বাংলাদেশের প্রথম ম্যাচ ভারতের বিপক্ষে ২০ ফেব্রুয়ারি। দুবাইয়ে কেলাটি অনুষ্ঠিত হবে। এর আগে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। দিবারাত্রির সেই ম্যাচে শান্তদের প্রতিপক্ষ পাকিস্তান শাহিনস বা পাকিস্তান এ’ দল।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুবাইয়ের আইসিসি ক্রিকেট একাডেমি মাঠে অনুষ্ঠিত হবে ম্যাচটি। সবশেষ বিপিএলে দুর্বার রাজশাহীর হয়ে খেলা মোহাম্মদ হারিসের নেতৃত্বে পাকিস্তান শাহিনসের স্কোয়াডে আরও আছেন আমের জামাল, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র ও ওসামা মীরের মতো ক্রিকেটাররা।

সবমিলিয়ে ৪টি ওয়ার্মআপ ম্যাচের সূচি ঘোষণা করেছে আইসিসি। বাংলাদেশ ছাড়াও আফগানিস্তান, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লড়বে শাহিনস নামে পাকিস্তানের আলাদা তিনটি দল। শাদাব খানের নেতৃত্বে একটি দল লড়বে আফগানিস্তানের বিপক্ষে। আর মোহাম্মদ হুরাইরার নেতৃত্বাধীন পাকিস্তান শাহিনস খেলবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।

উল্লেখ্য, ২০ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে চ্যাম্পিয়নস ট্রফি মিশন শুরু করবে বাংলাদেশ। ম্যাচটি দুবাইতে হলেও গ্রুপ পর্বের বাকি দুই ম্যাচ খেলতে পাকিস্তানে যাবে টাইগাররা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়