শিরোনাম
◈ ভারতের মণিপুরে রাষ্ট্রপতি শাসন জারি  ◈ খালেদা জিয়া ঈদের পরেই বাংলাদেশে ফিরবেন : যুক্তরাজ্য শাখা বিএনপির সভাপতি ◈ আজ মুসলমানদের সৌভাগ্যের রজনী, পবিত্র শবে বরাত ◈ বাংলাদেশে স্টারলিংক চালুর বিষয়ে ড. ইউনূস-ইলন মাস্ক আলোচনা ◈ নির্বাচনের আগে সংবিধানের বেশ কিছু বিষয় অবশ্যই সংশোধন করা সম্ভব: আলী রীয়াজ ◈ নিয়োগ বাতিলের আবেদন করেছেন নিউরোসায়েন্সের পরিচালক অধ্যাপক দ্বীন মোহাম্মদ ◈ অন্তর্বর্তী সরকারের সময়েও মানবাধিকার লঙ্ঘন ঘটছে: জাতিসংঘ তথ্যানুসন্ধানী দলের প্রতিবেদন ◈ শিক্ষক-সাংবাদিকের ওপর হামলায় ১০ ছাত্রী শিক্ষার্থী বহিষ্কার ◈ রুহুল কবির রিজভীর বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন জামায়াত  ◈ চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশ দলের সহ অধিনায়ক মেহেদী মিরাজ

প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি, ২০২৫, ১১:২৬ রাত
আপডেট : ১৪ ফেব্রুয়ারি, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : মাসুদ আলম

আইজিপি কাপে  চ্যাম্পিয়ন হয়েছে ডিএমপি

মাসুদ আলম : বাংলাদেশ পুলিশ ফুটবল চ্যাম্পিয়নশীপ ২০২৩-২৪ (আইজিপি কাপ) এ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) দল। প্রতিযোগিতায় রানার আপ হয়েছে সিলেট রেঞ্জ দল।
বৃহস্পতিবার  বিকেলে বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাবের আয়োজনে  রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতার ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্সপেক্টর জেনারেল, বাংলাদেশ পুলিশ ও বাংলাদেশ পুলিশ ক্রীড়া পরিষদের সভাপতি বাহারুল আলম, বিপিএম। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন ডিএমপি কমিশনার ও বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাবের সভাপতি শেখ মোঃ সাজ্জাত আলী। 

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনাল ম্যাচে ডিএমপি দল ৩-১ গোলের ব্যবধানে সিলেট রেঞ্জ দলকে পরাজিত করে। এ প্রতিযোগিতায় ডিএমপি দলের ১৭ নম্বর জার্সিধারী খেলোয়ার ঈশা ফয়সাল ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়েছেন। তিনি বর্ষসেরা খেলোয়ারও নির্বাচিত হন। আর সর্বমোট সাতটি গোল করে সর্বোচ্চ গোলদাতার কৃতিত্ব অর্জন করেছেন ময়মনসিংহ রেঞ্জের মোঃ আকাশ।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিজয়ী ও বিজেতা উভয় দলকে অভিনন্দন জানিয়ে প্রধান অতিথির বক্তব্যে আইজিপি বলেন, পরিবর্তিত পরিস্থিতিতে সর্বোচ্চ সেবা প্রদানে পুলিশকে শত ব্যস্ততার মধ্যে দিয়ে সময় অতিবাহিত করতে হচ্ছে। নিয়মিত এই ধরণের খেলাধুলার আয়োজন পুলিশের মনোবলকে আরো দৃঢ় করবে। বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাব প্রিমিয়ার লিগে নবম স্থান থেকে তৃতীয় স্থানে চলে এসেছে। এই প্রাপ্তি পুলিশের জন্য অত্যন্ত আনন্দের ও গর্বের। বাংলাদেশ পুলিশের যেকোনো খেলাধুলায় সকল ধরনের সাহায্য ও সহযোগিতার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

সভাপতির বক্তব্যে ডিএমপি কমিশনার বলেন, আনন্দঘন পরিবেশে খেলাধুলার এ ধরণের আয়োজন পুলিশ সদস্যদের আরো উজ্জীবিত করবে ও নতুন উদ্যমে জনগণের সেবায় কাজ করার প্রেরণা যোগাবে।

বাংলাদেশ পুলিশ ফুটবল চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতার ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাবের সাধারণ সম্পাদক রেলওয়ে পুলিশ হেডকোয়ার্টার্সের ডিআইজি (এইচআরএম অ্যান্ড ইন্টেলিজেন্স) মো. রেজাউল হায়দার,  ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) ফারুক আহমেদ; অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) রেজাউল করিম মল্লিক; অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) এস, এন, মোঃ নজরুল ইসলাম, পিপিএম; অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস্, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) হাসান মোঃ শওকত আলী; অতিরিক্ত পুলিশ কমিশনার (কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম) মোঃ মাসুদ করিম ও ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ।

প্রসঙ্গত, গত ১ জুলাই ২০২৪ খ্রি. থেকে বাংলাদেশ পুলিশ ফুটবল চ্যাম্পিয়নশিপ ২০২৩-২৪ প্রতিযোগিতায় পুলিশের বিভিন্ন রেঞ্জ ও ইউনিটের ১৭টি দল চারটি ভেন্যুতে অংশগ্রহণ করেছে। বৃহস্পতিবার  চূড়ান্ত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হলো বাংলাদেশ পুলিশ ফুটবল চ্যাম্পিয়নশীপ ২০২৩-২৪।

  • সর্বশেষ
  • জনপ্রিয়