শিরোনাম
◈ চাঁনখারপুল গণহত্যা : সাবেক ডিএমপি কমিশনারসহ ৮ জনের বিরুদ্ধে পূর্ণাঙ্গ প্রতিবেদন ◈ করফাঁকির কারণে ২০২৩ সালে ২ লাখ ২৬ হাজার কোটি টাকা রাজস্ব হারিয়েছে সরকার: সিপিডি ◈ দেশে তিন স্তরে কমছে ইন্টারনেটের দাম ◈ অবৈধ অভিবাসীদের সহায়তাকারীদের মার্কিন দূতাবাসের হুঁশিয়ারি ◈ সতর্ক সংকেত জারি, আজ বজ্রপাতে মৃত্যুর ঝুঁকি খুবই বেশি ◈ পলাতক সাবেক মন্ত্রী-এমপিরা যুক্তরাজ্যে আ.লীগ নেতার ছেলের বিয়েতে  ◈ বিএনপির নতুন রাজনৈতিক মেরুকরণ: বাম দলগুলোর সঙ্গে সম্পর্ক জোরদারের চেষ্টা ◈ হাথুরুসিংহে ও তার দুই সহকারী ‘নাসুমকে চড় মারা’ প্রসঙ্গে যা বললেন ◈ অ্যাঞ্জেলিনা জোলির সমর্থন গাজার প্রতি, ইসরায়েলি হামলাকে বললেন ‘গণকবরের মতো ধ্বংসযজ্ঞ’ ◈ গুরুতর অসুস্থ ব্যারিস্টার আব্দুর রাজ্জাক, হাসপাতালে ভর্তি

প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি, ২০২৫, ০৭:৩০ বিকাল
আপডেট : ০৭ এপ্রিল, ২০২৫, ১০:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

পাকিস্তানের ৩ ক্রিকেটারকে শাস্তি দিলো আইসিসি

স্পোর্টস ডেস্ক : ত্রিদেশীয় সিরিজের ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে রান তাড়ার রেকর্ড গড়ে ফাইনালে উঠেছে পাকিস্তান। ওই ম্যাচে ফিল্ডিংয়ের সময় মাঠে অসাদাচরণের দায়ে শাস্তি পেয়েছেন শাহিন শাহ আফ্রিদিসহ তিন স্বাগতিক ক্রিকেটার। আর্থিক জরিমানার পাশাপাশি তাদের নামের পাশে যুক্ত হয়েছে ডিমেরিট পয়েন্টও।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে শাহিন, সৌদ শাকিল ও কামরান গুলামের শাস্তির বিষয়টি জানায় আইসিসি। তিন জনকেই দেওয়া হয়েছে একটি করে ডিমেরিট পয়েন্ট। তবে সবচেয়ে বেশি আর্থিক জরিমানা করা হয়েছে শাহিনকে। - অলআউট স্পোর্টস

বুধবার করাচিতে দক্ষিণ আফ্রিকার দেওয়া ৩৫৩ রানের লক্ষ্য ৬ উইকেট ও এক ওভার হাতে রেখেই তাড়া করে পাকিস্তান। দেশটির ওয়ানডে ইতিহাসে এটি তাদের সর্বোচ্চ রান তাড়ার রেকর্ড। প্রোটিয়া ব্যাটার ম্যাথিউ ব্রিটজকেকে ধাক্কা দেওয়ায় বাঁহাতি এই পেসারকে ম্যাচ ফির ২৫ শতাংশ করা হয়েছে। অন্যদিকে উষ্কানিমূলক আচরণের দায়ে শাকিল ও গুলামকে জরিমানা করা হয়েছে ম্যাচ ফির ১০ শতাংশ করে।

ম্যাচের ২৮তম ওভারের শেষ বলে ব্রিটজকে রান নেওয়ার সময় তার রাস্তার সামনে এসে দাঁড়ান শাহিন। এসময় বলের দিকে তাকিয়ে দৌড়াতে থাকায় পাকিস্তানি পেসারের সঙ্গে ধাক্কা লাগে প্রোটিয়া ব্যাটারের। এর আগের বলে বাদানুবাদে জড়িয়ে পড়েছিলেন এই দুই ক্রিকেটার।

শাহিনের করা ডেলিভারি ডিফেন্ড করার পর ব্যাট দিয়ে ইশারা করেন ব্রিটজকে। সেটি দেখে ব্যাটারের কাছে গিয়ে শাহিনকে কিছু একটা বলতে দেখা যায়। পাল্টা জবাব দেন ব্রিটজকেও। এরপর আম্পায়ারদের মধ্যস্থতায় পরিস্থিতি শান্ত করা হয়।

পরের ওভারে ব্রিটজকের সঙ্গে ভুল বোঝাবুঝিতে রানআউটে কাটা পড়েন টেম্বা বাভুমা। এ সময় প্রোটিয়া অধিনায়কের শরীরের খুব কাছে গিয়ে উদযাপন করেন শাকিল ও গুলাম।  এবারই প্রথম এই তিন ক্রিকেটার কোনো ডিমেরিট পয়েন্ট পেলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়