শিরোনাম
◈ ‘আপনার মতো ব্যক্তিদের থেকে আমরা শিখি’—ড. ইউনূসকে আমিরাতের মন্ত্রী ◈ ১৩ বিশ্ববিদ্যালয় থেকে শেখ পরিবারের নাম বাদ দিয়ে গেজেট জারি ◈ হাসিনাকে ফেরাতে প্রয়োজনীয় কাগজপত্র দিল্লিকে পাঠিয়েছে ঢাকা (ভিডিও) ◈ সব ধরনের শিল্পেই বাড়ছে গ্যাসের দাম! ◈ ৯৯৯ সেবা ইংরেজি ভাষায়ও পাওয়া যাবে ◈ শিক্ষকদের ওপর আজও পুলিশের জলকামান-লাঠিচার্জ, আন্দোলন থেকে ১৪ জন আটক (ভিডিও) ◈ আ.লীগ নিষিদ্ধের দাবিতে প্রধান উপদেষ্টার কাছে ৩০০ প্রবাসীর চিঠি ◈ আয়নাঘরে নির্যাতনে জড়িতদের চাকুরিচ্যুত করার আহবান চিফ প্রসিকিউটরের (ভিডিও) ◈ বিশেষ ‘ব্লক রেইড’  বিভিন্ন অপরাধে জড়িত  গ্রেফতার ১৬  ◈ জুলাই গণহত্যা: শেখ হাসিনাকে প্রধান আসামি করে ট্রাইব্যুনালে অভিযোগ বিএনপির (ভিডিও)

প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি, ২০২৫, ১১:১৮ দুপুর
আপডেট : ১৩ ফেব্রুয়ারি, ২০২৫, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে পাকিস্তান ত্রিদেশীয় সিরিজের ফাইনালে

স্পোর্টস ডেস্ক : দক্ষিণ আফ্রিকা ত্রিদেশীয় সিরিজে পাকিস্তানের বিরুদ্ধে ৩৫২ রানের ইনিংস খেলেও জয়ের দেখা পেলো না। উপরন্তু তাদের চাপে রেখে সিরিজের রাউন্ড রবিন লিগের শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ৬ উইকেটে হারিয়েছে পাকিস্তান। ম্যাচে জোড়া সেঞ্চুরি তুলে নিয়েছেন দুই পাকিস্তানি ব্যাটার মোহাম্মদ রিজওয়ান ও সালমান আগা। 

শুধু ম্যাচ জয়েই নয়, পাকিস্তানের ওয়ানডে ইতিহাসে ৪র্থ উইকেটে সর্বোচ্চ জুটির রেকর্ড গড়েছেন এই দুই ব্যাটার। তার দুজনে মিলে গড়েছেন ২৬০ রানের পার্টনারশিপ। ভেঙে দিয়েছেন মোহাম্মদ ইউসুফ ও শোয়েব মালিকের ২০৬ রানের জুটি।

বুধবার (১২ ফেব্রুয়ারি) করাচির ন্যাশনাল স্টেডিয়ামে মুখোমুখি হয় দু’দল। টস জিতে ব্যাটিংয়ে নেমে ৩৫২ রানের লড়াকু জুটি গড়ে সফরকারীরা। জবাবে ৬ বল ও ৪ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে নোঙর করে রিজওয়ানের দল।

৩৫২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দলীয় ৯১ রানে তৃতীয় উইকেট হারায় স্বাগতিকরা। তখনই দলের হাল ধরেন রিজওয়ান ও সালমান। চতুর্থ উইকেটে তারা গড়েন ২৬০ রানের জুটি। ম্যাচের ৪৩তম ওভারে উইয়ান মুল্ডারের বলে মিডউইকেট বাউন্ডারি দিয়ে ছক্কা হাঁকিয়ে নিজের সেঞ্চুরি পূর্ণ করেন রিজওয়ান। অন্যপ্রান্তে থাকা সালমান তখন রিজওয়ানের সাফল্যে উচ্ছ্বাসে ফেটে পড়েন। এর পর একই ওভারের পঞ্চম বলে এক রান নিয়ে ওয়ানডে ক্যারিয়ারের প্রথম শতক তুলে নেন সালমান।

২০২৩ ওয়ানডে বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের পর ওয়ানডেতে এটি রিজওয়ানের প্রথম সেঞ্চুরি। অন্যদিকে, ৩১তম ওয়ানডে খেলতে নেমে প্রথম শতকের স্বাদ পেলেন সালমান।

এর আগে, ম্যাথিউ ব্রিটজকে, টেম্বা বাভুমা ও ক্লাসেনের ব্যাটে ভর করে ৫ উইকেট হারিয়ে ৩৫২ রান তোলে প্রোটিয়ারা। তাদের তিনজনের ব্যাট থেকে আসে যথাক্রমে ৮৩, ৮২ ও ৮৭ রান।

এই জয়ের ফলে পাকিস্তান ওয়ানডে ইতিহাসে আরেকটি রেকর্ড গড়ল। এত বড় লক্ষ্য তাড়া করে জেতার ঘটনা পাকিস্তানের ক্রিকেট ইতিহাসে আগে কখনো ঘটেনি। অপরদিকে, দু’দল মিলিয়ে ৭০৭ রান ওঠে এই ম্যাচে, যা দুই ইনিংস মিলিয়ে পাকিস্তান-দক্ষিণ আফ্রিকার কোনো ওয়ানডে ম্যাচে সর্বোচ্চ। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) একই মাঠে সিরিজের ফাইনাল ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে পাকিস্তান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়