শিরোনাম
◈ আ.লীগ নিষিদ্ধের দাবিতে প্রধান উপদেষ্টার কাছে ৩০০ প্রবাসীর চিঠি ◈ আয়নাঘরে নির্যাতনে জড়িতদের চাকুরিচ্যুত করার আহবান চিফ প্রসিকিউটরের (ভিডিও) ◈ বিশেষ ‘ব্লক রেইড’  বিভিন্ন অপরাধে জড়িত  গ্রেফতার ১৬  ◈ জুলাই গণহত্যা: শেখ হাসিনাকে প্রধান আসামি করে ট্রাইব্যুনালে অভিযোগ বিএনপির (ভিডিও) ◈ সংস্কার ছাড়া কোনো নির্বাচন নয়: জামায়াত সেক্রেটারি (ভিডিও) ◈ র‍্যাব বিলুপ্তির বিষয়ে জাতিসংঘের সুপারিশ নিয়ে যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা (ভিডিও) ◈ বিদেশে পাসপোর্ট হারালে যা করবেন, জেনে নিন পদক্ষেপগুলো ◈ নতুন দল আসছে চলতি মাসের শেষদিকে ◈ বাংলাদেশে আসার ১০ মিনিটেই অন অ্যারাইভাল ভিসা পাবেন বিদেশিরা ◈ ক্ষমতা আঁকড়ে রাখতে সহিংস পন্থা বেছে নেন হাসিনা

প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি, ২০২৫, ১০:৫৯ দুপুর
আপডেট : ১৩ ফেব্রুয়ারি, ২০২৫, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

ভারতের জন্য ধাক্কাই বটে

স্পোর্টস ডেস্ক : ভারতের জন্য ধাক্কাই বটে। দলের নির্ভরযোগ্য অললাউন্ডার যশপ্রীত বুমরাহ খেলতে পারবেন না চ্যাম্পিয়নস ট্রফিতে। পিঠের নিচের অংশে চোট থেকে সেরে উঠতে না পারায় শেষ পর্যন্ত টুর্নামেন্ট থেকে বাদ হয়ে গেলেন  যশপ্রীত বুমরাহ। রোহিত শর্মার দলের বোলিং আক্রমণের মূল অস্ত্র এই পেসারের বদলি হিসেবে জায়গা দলে পেয়েছেন হার্শিত রানা।

মঙ্গলবার রাতে এক বিবৃতিতে বুমরাহর খেলতে না পারার বিষয়টি জানায় ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। বুধবার চ্যাম্পিয়নস ট্রফির চূড়ান্ত দল জমা দেওয়ার শেষ দিন।

বুমরাহ ছাড়াও চ্যাম্পিয়নস ট্রফির প্রাথমিক দল থেকে আরেকটি পরিবর্তন এনে বোলিং আক্রমণে শক্তি বাড়িয়েছে ভারত। ওপেনার যশস্বী জয়সোয়ালের বদলে দলে নেওয়া হয়েছে রহস্য স্পিনার বরুণ চক্রবর্তীকে।

গত মাসের শুরুতে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিডনিতে সিরিজের শেষ টেস্ট চলাকালে পিঠের চোট নিয়ে মাঠ ছাড়েন বুমরাহ। এরপর সেই ম্যাচে আর বোলিং করেননি তিনি। তবে ডানহাতি এই পেসারের ফিটনেস নিয়ে শঙ্কা থাকলেও তাকে নিয়ে গত মাসে চ্যাম্পিয়নস ট্রফির প্রাথমিক দল ঘোষণা করে ভারত। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডে খেলে তার ফিটনেস টেস্ট দেওয়ার কথাও ছিল।

অবশ্য সে সময় দেশটির সংবাদ মাধ্যমে বিভিন্ন প্রতিবেদনে জানানো হয়, চ্যাম্পিয়ন্স ট্রফিতে গ্রুপ পর্বের ম্যাচগুলোতে বুমরাহকে পাওয়ার সম্ভাবনা খুবই কম। তবে শেষ পর্যন্ত পুরো টুর্নামেন্ট থেকেই ছিটকে গেলেন ৩১ বছর বয়সী এই পেসার।

এক প্রতিবেদনে ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো জানায়, বেঙ্গালুরুতে বিসিসিআইয়ের সেন্টার অব এক্সিলেন্সে বুমরাহর পিঠে সবশেষ করানো স্ক্যানে অস্বাভাবিক কিছু ধরা পড়েনি। তবে এখনও তার বোলিংয়ে ফেরার কোনো সময় এখনও নির্ধারণ করেনি বিসিসিআইয়ের মেডিকেল টিম।

এর আগে পিঠের চোটের কারণে ২০২২ টি-টুয়েন্টি বিশ্বকাপে খেলতে পারেননি বুমরাহ। সেবার চোট সারাতে তার অস্ত্রোপচার করানো হয়। মাঠের বাইরে ছিলেন প্রায় ১১ মাস। আগামী ২০ ফেব্রুয়ারি দুবাইয়ে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে চ্যাম্পিয়নস ট্রফির অভিযান শুরু করবে ভারত।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের চূড়ান্ত দল: রোহিত শর্মা (অধিনায়ক), শুবমান গিল (সহ-অধিনায়ক), বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, রিশাভ পান্ত, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, ওয়াশিংটন সুন্দর, হার্শিত রানা, মোহাম্মদ শামি, আর্শদীপ সিং, বরুণ চক্রবর্তী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়