শিরোনাম
◈ করফাঁকির কারণে ২০২৩ সালে ২ লাখ ২৬ হাজার কোটি টাকা রাজস্ব হারিয়েছে সরকার: সিপিডি ◈ দেশে তিন স্তরে কমছে ইন্টারনেটের দাম ◈ অবৈধ অভিবাসীদের সহায়তাকারীদের মার্কিন দূতাবাসের হুঁশিয়ারি ◈ সতর্ক সংকেত জারি, আজ বজ্রপাতে মৃত্যুর ঝুঁকি খুবই বেশি ◈ পলাতক সাবেক মন্ত্রী-এমপিরা যুক্তরাজ্যে আ.লীগ নেতার ছেলের বিয়েতে  ◈ বিএনপির নতুন রাজনৈতিক মেরুকরণ: বাম দলগুলোর সঙ্গে সম্পর্ক জোরদারের চেষ্টা ◈ হাথুরুসিংহে ও তার দুই সহকারী ‘নাসুমকে চড় মারা’ প্রসঙ্গে যা বললেন ◈ অ্যাঞ্জেলিনা জোলির সমর্থন গাজার প্রতি, ইসরায়েলি হামলাকে বললেন ‘গণকবরের মতো ধ্বংসযজ্ঞ’ ◈ গুরুতর অসুস্থ ব্যারিস্টার আব্দুর রাজ্জাক, হাসপাতালে ভর্তি ◈ প্রাইমএশিয়া শিক্ষার্থী পারভেজ হত্যা: ৩ জন আটক

প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি, ২০২৫, ০৮:৩০ রাত
আপডেট : ২১ এপ্রিল, ২০২৫, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিরিজের প্রথম ম্যাচেই শ্রীলঙ্কার কাছে ধাক্কা খেলো অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক : শ্রীলঙ্কার দেয়া ২১৫ রানের ছোট টার্গেট তাড়ায় ব্যাটারদের ব্যর্থতায় ১৬৫ রানে গুটিয়ে গেছে অস্ট্রেলিয়া। ফলে প্রথম ওয়ানডেতে স্বাগতিক শ্রীলঙ্কার কাছে তাদের হার ৪৯ রানে। আগে ব্যাট করতে নেমে ২১৪ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা। 

স্বাগতিকদের হয়ে সর্বোচ্চ ১২৭ রানের ইনিংস খেলেছেন চারিথ আসালাঙ্কা। এছাড়াও ৩৪ বলে ৩০ রানের ইনিংস খেলেছেন দুনিথ ভেল্লালাগে। কুশল মেন্ডিস ভালো শুরু পেলেও বড় ইনিংস খেলতে পারেননি।

এরপর শ্রীলঙ্কার হয়ে দুই অঙ্কের ঘরে রান করতে পেরেছেন জানিথ লিয়ানাগে। ২৯ বলে ১১ রান করে প্যাভিলিয়নে ফিরেছেন তিনি। অস্ট্রেলিয়ার হয়ে ৯ ওভারে ৬১ রান দিয়ে ৩টি উইকেট শিকার করেছেন শন অ্যাবোট। দুটি করে উইকেট নিয়েছেন স্পেনন্সার জনসন, অ্যারন হার্ডি ও নাথান এলিস। - ডেইলি ক্রিকেট

রান তাড়ায় ৩১ রানের মধ্যে চার উইকেট হারিয়ে বিপদে পড়ে অস্ট্রেলিয়া। প্রথম চার ব্যাটারের মধ্যে শুধুমাত্র স্টিভেন স্মিথ করতে পেরেছেন দুই অঙ্কের ঘরে রান (১২)।

মারনাস লাবুশেন ভালো শুরু পেলেও ইনিংস বড় করতে পারেননি। ২৭ বলে ১৫ রান করে ফিরেছেন তিনি। এরপর চেষ্টা করেছিলেন অ্যালেক্স ক্যারি ও অ্যারন হার্ডি। তবে ক্যারির (৩৮ বলে ৪১) আর হার্ডির (৩৭ বলে ৩২) অস্ট্রেলিয়ার হারের ব্যবধান কমাতে পেরেছে শুধু।

শ্রীলঙ্কার হয়ে ৯.৫ ওভারে ৪০ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন মাহিশ থিকসানা। দুটি করে উইকেট নিয়েছেন আসিথা ফার্নান্দো ও দুনিথ ভেল্লালাগে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়