শিরোনাম
◈ আলোচিত পরিকল্পনাগুলো বাস্তবায়নের পথে এগিয়ে যাওয়াই এখন অগ্রাধিকার: চীনের রাষ্ট্রদূতকে প্রধান উপদেষ্টা ◈ বাংলাদেশ ভ্রমণে মার্কিন সতর্কতা নিয়ে ‘ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন বিভ্রান্তিকর' ◈ স্ক্যানিং ছাড়াই চলছে বেনাপোল বন্দর দিয়ে পণ্য প্রবেশ, ঝুঁকিতে নিরাপদ বাণিজ্য! ◈ বিশ্ববিদ্যালয় ছাত্র খুন: প্রেমিকাকেও দেখা গেল সিসিটিভিতে, মামলায় নেই তার অস্তিত্ব ◈ দেশি-বিদেশি মাস্টারপ্ল্যান আওয়ামী লীগকে মাঠে নামানোর পেছনে ◈ পারভেজ হত্যাকাণ্ড: ছাত্রদল বিভ্রান্তিকর প্রচারণা শুরু করেছে: উমামা ফাতেমা (ভিডিও) ◈ নাটোরে ছাত্রলীগ কর্মীকে রিকশায় পিঠে পা চেপে ঘোরানো, ভিডিও ছড়িয়ে পড়ায় তোলপাড় ◈ ‘আমরা একটি কঠিন কিন্তু অপরিহার্য পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছি’  ◈ বাংলাদেশ থেকে যাওয়ার সময় জীবননাশের শঙ্কায় ছিলাম: দাবি হাথুরুসিংহের ◈ জাতীয় পরিচয়পত্রের অসুন্দর ছবিটি ঘরে বসেই বদলাবেন যেভাবে

প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি, ২০২৫, ০৮:২৮ রাত
আপডেট : ১৩ এপ্রিল, ২০২৫, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মিচেল স্টার্ক অস্ট্রেলিয়ার চ্যাম্পিয়নস ট্রফির দল থেকে নাম সরিয়ে নিলেন 

স্পোর্টস ডেস্ক : ব্যক্তিগত কারণ দেখিয়ে মিচেল স্টার্ক অস্ট্রেলিয়ার চ্যাম্পিয়নস ট্রফির দল থেকে নিজের নাম সরিয়ে নিয়েছেন। যার ফলে ফ্রন্টলাইনের তিন পেসার ছাড়াই চ্যাম্পিয়নস ট্রফিতে খেলবে অস্ট্রেলিয়া।

চোটের কারণে অজিদের স্কোয়াডে নেই প্যাট কামিন্স ও জশ হ্যাজলউড। তাই স্টার্ককে ঘিরেই পরিকল্পনা করছিল দলটি। তবে স্টার্ক নাম সরিয়ে নেওয়ায় বেশ বিপদেই পড়েছে অস্ট্রেলিয়া। বিশ্ব চ্যাম্পিয়নদের এখন শন অ্যাবট, স্পেন্সার জনসন, বেন ডারশুইস ও নাথান এলিসের ওপর নির্ভর করতে হবে।- ডেইলি ক্রিকেট

প্যাট কামিন্স না থাকায় চ্যাম্পিয়নস ট্রফিতে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেবেন স্টিভেন স্মিথ। ডানহাতি এ ব্যাটারের অধীনেই শ্রীলঙ্কার বিপক্ষে সবশেষ টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে জিতেছে অজিরা। চ্যাম্পিয়নস ট্রফির আগে বেশ কিছু ধাক্কা খেয়েছে অজি দল। চোটের কারণে মিচেল মার্শ আগেই ছিটকে গেছেন। মার্কাস স্টয়নিস অবসর নিয়েছেন ওয়ানডে থেকে। 

যার ফলে ১৫ সদস্যের প্রাথমিক দলটিতে অনেকগুলো পরিবর্তন আনতে হয়েছে। পাওয়ার হিটার জ্যাক ফ্রেজার ম্যাকগার্ককে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। মার্শের জায়গায় তিন নম্বরে খেলতে পারেন তিনি। ওপেনিংয়ে দেখা যেতে পারে ম্যাথু শর্ট ও ট্রাভিস হেডকে। চ্যাম্পিয়নস ট্রফিতে ২২ ফেব্রুয়ারি ইংল্যান্ডের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে অস্ট্রেলিয়া। 

অস্ট্রেলিয়ার স্কোয়াড: স্টিভেন স্মিথ (অধিনায়ক), শন অ্যাবট, অ্যালেক্স ক্যারি, বেন ডারশুইস, নাথান এলিস, জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক, অ্যারন হার্ডি, ট্রাভিস হেড, জশ ইংলিস, স্পেন্সার জনসন, মার্নাস লাবুশেন, গ্লেন ম্যাক্সওয়েল, টানভীর সাংঘা, ম্যাথু শর্ট ও অ্যাডাম জাম্পা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়