শিরোনাম
◈ চাঁনখারপুল গণহত্যা : সাবেক ডিএমপি কমিশনারসহ ৮ জনের বিরুদ্ধে পূর্ণাঙ্গ প্রতিবেদন ◈ করফাঁকির কারণে ২০২৩ সালে ২ লাখ ২৬ হাজার কোটি টাকা রাজস্ব হারিয়েছে সরকার: সিপিডি ◈ দেশে তিন স্তরে কমছে ইন্টারনেটের দাম ◈ অবৈধ অভিবাসীদের সহায়তাকারীদের মার্কিন দূতাবাসের হুঁশিয়ারি ◈ সতর্ক সংকেত জারি, আজ বজ্রপাতে মৃত্যুর ঝুঁকি খুবই বেশি ◈ পলাতক সাবেক মন্ত্রী-এমপিরা যুক্তরাজ্যে আ.লীগ নেতার ছেলের বিয়েতে  ◈ বিএনপির নতুন রাজনৈতিক মেরুকরণ: বাম দলগুলোর সঙ্গে সম্পর্ক জোরদারের চেষ্টা ◈ হাথুরুসিংহে ও তার দুই সহকারী ‘নাসুমকে চড় মারা’ প্রসঙ্গে যা বললেন ◈ অ্যাঞ্জেলিনা জোলির সমর্থন গাজার প্রতি, ইসরায়েলি হামলাকে বললেন ‘গণকবরের মতো ধ্বংসযজ্ঞ’ ◈ গুরুতর অসুস্থ ব্যারিস্টার আব্দুর রাজ্জাক, হাসপাতালে ভর্তি

প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি, ২০২৫, ০৫:৪৯ বিকাল
আপডেট : ১৯ এপ্রিল, ২০২৫, ০২:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

অধিনায়ক শান্ত চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জয় করতে চান

নিজস্ব প্রতিবেদক:  অনেক বড় স্বপ্নের কথা বললেন বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মতো শক্তিশালী দল থাকার পরেও চ্যাম্পিয়নস ট্রফি জয় করতে চান শান্ত। ক্রিকেট প্রেমীরাও চান শান্তর স্বপ্ন সফল হোক। বুধবার (১২ ফেব্রুয়ারি) অফিশিয়াল ফটোসেশন শেষে সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন টাইগার অধিনায়ক।

বাংলাদেশ বড়দের ক্রিকেটে এখন পর্যন্ত আইসিসির কোনো শিরোপা জিততে পারেনি। তবে এবার শিরোপা জয়ের জন্যই যাচ্ছে লাল-সবুজের দেশ।  সবশেষ চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে খেলেছিল বাংলাদেশ। আইসিসির কোনো ইভেন্টে এটাই টাইগারদের সেরা সাফল্য। তবে শুধু সেমিফাইনাল নয়, শিরোপা জয়ের জন্য আত্মবিশ্বাসী টাইগার শিবির।

সংবাদ সম্মেলনে শান্ত বলেন, আমরা চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে যাচ্ছি। তবে এজন্য কোনো বাড়তি চাপ অনুভব করছেন না শান্ত। তিনি জানান, আমার কাছে বাড়তি চাপ মনে হয় না। ৮ দলই ডিজার্ভ করে চ্যাম্পিয়ন হওয়ার, কোয়ালিটি টিম। আমাদের দলের ঐ সামর্থ্য আছে আমি বিশ্বাস করি। বাড়তি চাপ কেউ অনুভব করবে না। সবাই এটাই (চ্যাম্পিয়ন হতে) চায় মনেপ্রাণে, বিশ্বাস করে নিজেদের সামর্থ্য আছে।

সৃষ্টিকর্তার প্রতি ভরসা রেখে অধিনায়ক জানান, আমাদের রিজিকে আল্লাহ কী লিখে রেখেছেন জানি না। আমরা মেহনত করছি, সততার সাথে কাজ করছি। প্রত্যেকে বিশ্বাস করি লক্ষ্যে পৌঁছাতে পারব।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে এ’ গ্রুপে আছে বাংলাদেশ। যেখানে তাদের অপর তিন প্রতিপক্ষ পাকিস্তান, ভারত ও নিউজিল্যান্ড। আগামী ২০ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির মিশন শুরু করবে লাল-সবুজের প্রতিনিধিরা। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়