শিরোনাম
◈ আলোচিত পরিকল্পনাগুলো বাস্তবায়নের পথে এগিয়ে যাওয়াই এখন অগ্রাধিকার: চীনের রাষ্ট্রদূতকে প্রধান উপদেষ্টা ◈ বাংলাদেশ ভ্রমণে মার্কিন সতর্কতা নিয়ে ‘ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন বিভ্রান্তিকর' ◈ স্ক্যানিং ছাড়াই চলছে বেনাপোল বন্দর দিয়ে পণ্য প্রবেশ, ঝুঁকিতে নিরাপদ বাণিজ্য! ◈ বিশ্ববিদ্যালয় ছাত্র খুন: প্রেমিকাকেও দেখা গেল সিসিটিভিতে, মামলায় নেই তার অস্তিত্ব ◈ দেশি-বিদেশি মাস্টারপ্ল্যান আওয়ামী লীগকে মাঠে নামানোর পেছনে ◈ পারভেজ হত্যাকাণ্ড: ছাত্রদল বিভ্রান্তিকর প্রচারণা শুরু করেছে: উমামা ফাতেমা (ভিডিও) ◈ নাটোরে ছাত্রলীগ কর্মীকে রিকশায় পিঠে পা চেপে ঘোরানো, ভিডিও ছড়িয়ে পড়ায় তোলপাড় ◈ ‘আমরা একটি কঠিন কিন্তু অপরিহার্য পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছি’  ◈ বাংলাদেশ থেকে যাওয়ার সময় জীবননাশের শঙ্কায় ছিলাম: দাবি হাথুরুসিংহের ◈ জাতীয় পরিচয়পত্রের অসুন্দর ছবিটি ঘরে বসেই বদলাবেন যেভাবে

প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি, ২০২৫, ০৫:৪৯ বিকাল
আপডেট : ১৯ এপ্রিল, ২০২৫, ০২:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

অধিনায়ক শান্ত চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জয় করতে চান

নিজস্ব প্রতিবেদক:  অনেক বড় স্বপ্নের কথা বললেন বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মতো শক্তিশালী দল থাকার পরেও চ্যাম্পিয়নস ট্রফি জয় করতে চান শান্ত। ক্রিকেট প্রেমীরাও চান শান্তর স্বপ্ন সফল হোক। বুধবার (১২ ফেব্রুয়ারি) অফিশিয়াল ফটোসেশন শেষে সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন টাইগার অধিনায়ক।

বাংলাদেশ বড়দের ক্রিকেটে এখন পর্যন্ত আইসিসির কোনো শিরোপা জিততে পারেনি। তবে এবার শিরোপা জয়ের জন্যই যাচ্ছে লাল-সবুজের দেশ।  সবশেষ চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে খেলেছিল বাংলাদেশ। আইসিসির কোনো ইভেন্টে এটাই টাইগারদের সেরা সাফল্য। তবে শুধু সেমিফাইনাল নয়, শিরোপা জয়ের জন্য আত্মবিশ্বাসী টাইগার শিবির।

সংবাদ সম্মেলনে শান্ত বলেন, আমরা চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে যাচ্ছি। তবে এজন্য কোনো বাড়তি চাপ অনুভব করছেন না শান্ত। তিনি জানান, আমার কাছে বাড়তি চাপ মনে হয় না। ৮ দলই ডিজার্ভ করে চ্যাম্পিয়ন হওয়ার, কোয়ালিটি টিম। আমাদের দলের ঐ সামর্থ্য আছে আমি বিশ্বাস করি। বাড়তি চাপ কেউ অনুভব করবে না। সবাই এটাই (চ্যাম্পিয়ন হতে) চায় মনেপ্রাণে, বিশ্বাস করে নিজেদের সামর্থ্য আছে।

সৃষ্টিকর্তার প্রতি ভরসা রেখে অধিনায়ক জানান, আমাদের রিজিকে আল্লাহ কী লিখে রেখেছেন জানি না। আমরা মেহনত করছি, সততার সাথে কাজ করছি। প্রত্যেকে বিশ্বাস করি লক্ষ্যে পৌঁছাতে পারব।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে এ’ গ্রুপে আছে বাংলাদেশ। যেখানে তাদের অপর তিন প্রতিপক্ষ পাকিস্তান, ভারত ও নিউজিল্যান্ড। আগামী ২০ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির মিশন শুরু করবে লাল-সবুজের প্রতিনিধিরা। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়