শিরোনাম
◈ সাবেক উপাচার্য আরেফিন সিদ্দিকের মৃত্যুতে ঢাবিতে এক দিন ছুটি ঘোষণা ◈ বাংলাদেশ যে সংকটময় পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে, তাতে পাশে থাকবে জাতিসংঘ: আন্তোনিও গুতেরেস ◈ পাকিস্তান থেকে এল ২৬ হাজার টন চাল ◈ আস্থাহীনতায় রাজনৈতিক দলগুলোর দূরত্ব বাড়ছে! ◈ রাজশাহীতে র‌্যাবের অভিযানে ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার ◈ ঠাকুরগাঁওয়ে সীমান্তবর্তী উপজেলা গুলোতে অবাধে ব্যবহার হচ্ছে ভারতীয় সিম! ◈ রোববার রাজধানীর যেসব এলাকায় ৬ ঘণ্টা গ্যাস থাকবে না ◈ মধুপুরে ছেলের হাতে গর্ভধারিণী মা নিহত ও স্ত্রী আহত ◈ পিনাকী ভট্টাচার্যের ‘দখলের’ ঘোষণায় রাজধানীর পল্টনে সিপিবি কার্যালয়ের সামনে সতর্ক পুলিশ ◈ পাতি নেতায় অস্বস্তিতে বিএনপি!

প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি, ২০২৫, ০৫:৪৯ বিকাল
আপডেট : ১৫ মার্চ, ২০২৫, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

অধিনায়ক শান্ত চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জয় করতে চান

নিজস্ব প্রতিবেদক:  অনেক বড় স্বপ্নের কথা বললেন বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মতো শক্তিশালী দল থাকার পরেও চ্যাম্পিয়নস ট্রফি জয় করতে চান শান্ত। ক্রিকেট প্রেমীরাও চান শান্তর স্বপ্ন সফল হোক। বুধবার (১২ ফেব্রুয়ারি) অফিশিয়াল ফটোসেশন শেষে সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন টাইগার অধিনায়ক।

বাংলাদেশ বড়দের ক্রিকেটে এখন পর্যন্ত আইসিসির কোনো শিরোপা জিততে পারেনি। তবে এবার শিরোপা জয়ের জন্যই যাচ্ছে লাল-সবুজের দেশ।  সবশেষ চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে খেলেছিল বাংলাদেশ। আইসিসির কোনো ইভেন্টে এটাই টাইগারদের সেরা সাফল্য। তবে শুধু সেমিফাইনাল নয়, শিরোপা জয়ের জন্য আত্মবিশ্বাসী টাইগার শিবির।

সংবাদ সম্মেলনে শান্ত বলেন, আমরা চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে যাচ্ছি। তবে এজন্য কোনো বাড়তি চাপ অনুভব করছেন না শান্ত। তিনি জানান, আমার কাছে বাড়তি চাপ মনে হয় না। ৮ দলই ডিজার্ভ করে চ্যাম্পিয়ন হওয়ার, কোয়ালিটি টিম। আমাদের দলের ঐ সামর্থ্য আছে আমি বিশ্বাস করি। বাড়তি চাপ কেউ অনুভব করবে না। সবাই এটাই (চ্যাম্পিয়ন হতে) চায় মনেপ্রাণে, বিশ্বাস করে নিজেদের সামর্থ্য আছে।

সৃষ্টিকর্তার প্রতি ভরসা রেখে অধিনায়ক জানান, আমাদের রিজিকে আল্লাহ কী লিখে রেখেছেন জানি না। আমরা মেহনত করছি, সততার সাথে কাজ করছি। প্রত্যেকে বিশ্বাস করি লক্ষ্যে পৌঁছাতে পারব।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে এ’ গ্রুপে আছে বাংলাদেশ। যেখানে তাদের অপর তিন প্রতিপক্ষ পাকিস্তান, ভারত ও নিউজিল্যান্ড। আগামী ২০ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির মিশন শুরু করবে লাল-সবুজের প্রতিনিধিরা। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়