শিরোনাম
◈ কাতারে পৌঁছেছেন ড. ইউনূস, পেলেন লালগালিচা সংবর্ধনা ◈ স্বাস্থ্য উপদেষ্টার এপিএসকেও সরিয়ে দেওয়া হলো ◈ নকশা না মেনে গড়ে ওঠা রাজধানীর ৩ হাজার ৩৮২ ভবন ভাঙা হবে: রাজউক চেয়ারম্যান ◈ যেসকল সেবা মেলে না এনআইডি লক হলে ◈ মেজর সিনহা হত্যা মামলায় ডেথ রেফারেন্স অগ্রাধিকার ভিত্তিতে নিষ্পত্তির সিদ্ধান্ত ◈ সাংবাদিকের করা এক প্রশ্নে বাংলাদেশি নই বলা টিউলিপ বাংলাদেশের এনআইডি-পাসপোর্টধারী ◈ আর্থিক প্রতিষ্ঠানে এসি চালানো নিয়ে নতুন নির্দেশনা ◈ গাজী সালাউদ্দিন তানভীরকে দুই অভিযোগ ওঠার পর সাময়িক অব্যাহতি দিল এনসিপি ◈ আবারও স্বর্ণের দামে নতুন ইতিহাস, দেশে ভরিতে কত বাড়লো? ◈ বিদেশি বিনিয়োগকারীদের নিরাপত্তায় হটলাইন

প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি, ২০২৫, ১০:৫৩ দুপুর
আপডেট : ১৪ এপ্রিল, ২০২৫, ০৩:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

চিটাগং কিংস চুক্তি অনুযায়ী আমার সঙ্গে কাজ করেনি,  লিগ্যাল নোটিশের জবাবে ইয়েশা সাগর

স্পোর্টস ডেস্ক : বিপিএলের একাদশ অসর শেষ হয়েছে গত ৭ ফেব্রুয়ারি। কিন্তু এই আসর রেখে গেছে কিছু বিতর্ক। যা নিয়ে এখনো ক্রিকেটাঙ্গনে চর্চা হচ্ছে। বিতর্কের কেন্দ্রবিন্দুতে চিটাগাং কিংস ফ্র্যাঞ্চাইজি ও তাদের হোস্ট, কানাডিয়ান মডেল ইয়েশা সাগর। সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়ে চিটাগাং কিংসের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন তিনি।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাতে নিজের ফেসবুক পেজে ইয়েশা সাগর জানিয়েছেন, বিপিএলে তার কাজের পারিশ্রমিক সময়মতো দেয়া হয়নি এবং এখনো সম্পূর্ণ অর্থ পাননি। এছাড়া, তাকে ফ্র্যাঞ্চাইজির এক অংশীদারের বিজ্ঞাপনে অংশ নিতে বলা হয়েছিল, যা তার চুক্তির অংশ ছিল না। তার ভিসার মেয়াদ ১৯ জানুয়ারি শেষ হয়ে গেলেও সেটি নবায়ন করা হয়নি, বরং তার পাসপোর্ট দুই সপ্তাহ আটকে রাখা হয়েছিল বলে অভিযোগ করেন তিনি।

তিনি আরও জানান, বারবার অনুরোধের পর তাকে তার পাসপোর্ট ফিরিয়ে দেয়া হয়, কিন্তু তখন তার ভিসার মেয়াদ শেষ হয়ে গিয়েছিল। এর পরপরই তিনি একটি আইনি নোটিশ পান, যা তার জন্য অত্যন্ত বিব্রতকর এবং চুক্তির শর্তের পরিপন্থী ছিল। নিরাপত্তার কথা ভেবে এবং স্থানীয় শুভাকাক্সক্ষীদের পরামর্শে তিনি বাংলাদেশ ত্যাগের সিদ্ধান্ত নেন।

এদিকে চিটাগাং কিংসের কর্ণধার সামির কাদের চৌধুরী ইয়েশার অভিযোগ অস্বীকার করে বলেন, চুক্তি অনুযায়ী শেষ সপ্তাহে তার পারিশ্রমিক দেয়ার কথা ছিল। তবে ইয়েশা নিজেই ফটোশুট ও অন্যান্য কাজ প্রত্যাখ্যান করেছেন এবং তার ম্যানেজার অতিরিক্ত অর্থ দাবি করেছেন। এ কারণেই তাকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়। তিনি আরও বলেন, যখন তিনি চুক্তির শর্ত মানছেন না, তখন লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে, এর পরই তিনি চলে গেছেন।

যদিও ইয়েশার বিপিএল অভিজ্ঞতা অনাকাক্সিক্ষত ঘটনার শিকার হয়েছে, তবুও তিনি বাংলাদেশ ও এখানকার ক্রিকেটপ্রেমীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি বলেন, আমি আশা করি, একদিন আবারও এখানকার ভক্তদের সঙ্গে সাক্ষাৎ করতে ফিরে আসবো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়