শিরোনাম
◈ আরাকান আর্মির কাছে জিম্মি ২৬ জেলেকে ফেরত আনল বিজিবি ◈ ঈদের চাঁদ দেখা যাবে কবে, জানাল আবহাওয়া অধিদপ্তর ◈ এলডিসি গ্র্যাজুয়েশন হলে বছরে ৮ বিলিয়ন ডলার ক্ষতি হতে পারে : সিপিডি ◈ শেখ হাসিনাকে ফিরিয়ে আনা নিয়ে জাতিসংঘ মহাসচিবের সঙ্গে আলোচনা হয়নি: উপদেষ্টা তৌহিদ হোসেন ◈ প্রবল বৃষ্টিতে রক্তের মতো লাল সমুদ্র সৈকত, ভিডিও ভাইরাল ◈ বাংলাদেশের আগামী নির্বাচন পৃথিবীতে নজির সৃষ্টি করবে: জাতিসংঘ মহাসচিব ◈ জাতিসংঘ মহাসচিবের সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ ◈ জাতীয় ঐক্য ও সুষ্ঠু নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে: জাতিসংঘ মহাসচিবের সঙ্গে বৈঠক শেষে জামায়াতের নায়েবে আমির ◈ কী ঘটেছিল সেদিন আছিয়াদের বাড়িতে, জানালেন সারজিস ◈ গণপরিষদের মাধ্যমেই সংবিধান সংস্কার করতে হবে: নাহিদ ইসলাম (ভিডিও)

প্রকাশিত : ১১ ফেব্রুয়ারি, ২০২৫, ১০:০৬ রাত
আপডেট : ১৫ মার্চ, ২০২৫, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দৌড়ের সঙ্গে বাফুফের দুই বছরের চুক্তি 

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) দেশীয় স্পোর্টস ব্র্যান্ড দৌড়ের সঙ্গে দুই বছরের চুক্তি করেছে। বাংলাদেশ ফুটবলের সকল জাতীয় দলের কিট স্পন্সর হিসেবে প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তি করেছে বাফুফে। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বাফুফে ভবনে এই চুক্তি স্বাক্ষরিত হয়।

দৌড়ের স্বত্বাধিকারী আবিদ আলম চৌধুরী এবং বাফুফের সহ সভাপতি এবং মার্কেটিং কমিটির চেয়ারম্যান ফাহাদ করিমের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেন। সেখানে উপস্থিত ছিলেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল। এছাড়া বাফুফে নির্বাহি কমিটির অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন। 

দৌড় ছাড়াও আরও তিনটি প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা করেছিল বাফুফে। এরমধ্যে দুটি ছিল বিদেশী প্রতিষ্ঠান। সবার মধ্যে দৌড়ের প্রস্তাব ছিল বাফুফের জন্য আকর্ষনীয়। এমনটাই জানিয়েছেন বাফুফে সহসভাপতি ফাহাদ করিম। তিনি বলেন, সভাপতি তাবিথ আউয়াল আমাকে আগেই নির্দেশনা দিয়েছিলেন কিট স্পন্সরের বিষয়ে। আমি সেই বিষয়ে কাজ শুরু করি। এরমধ্যে তিনি মেইড ইন বাংলাদেশ ব্রান্ডের প্রতি আগ্রহ প্রকাশ করে। এবং দৌড়ের প্রস্তাব আমাদের চাহিদার সঙ্গে মিলে যায়। 

কোয়ালিটিতে আমরা কোনও ক¤েপ্রামাইজ করিনি। দৌড় আগে আমাদের স্যাম্পল দিয়েছে। আমরা সেটা দুই মাস পর্যবেক্ষণ করেছি। এরপর তাদের সঙ্গে কাজ করতে সম্মত হয়েছি।    
ফুটবল ফেডারেশনের সঙ্গে চুক্তি করে উচ্ছ¡সিত দৌড়েন স্বত্বাধিকারী আবিদ আলম চৌধুরী। তিনি বলেন, ‘২০২০ সালে আমি ‘দৌড়’ শুরু করি। একা শুরু করেছিলাম, এখন আমাদের ৬০জনের টিম। আমি চাইছিলাম নিজেদের লোকাল একটা স্পোর্টস ব্রান্ড বাংলাদেশ দলের স্পন্সর  হোক। ফাহাদ ভাইয়ের সঙ্গে বসার পর আমি খুব অনুপ্রাণিত। তিনি আমার দেশের টিম এখানে খেলবে। এখানে কোনো শর্টকাট খোজা যাবে না, আপনাকে প্রমাণ করতে হবে। আমরা চেষ্টা করবো কোয়ালিটি সর্বোচ্চটা ধরে রাখতে। 

আগামী দুই বছরের জন্য দৌড়ের সঙ্গে চুক্তি করেছে বাফুফে। এই মেয়াদে যেই দলই খেলুক সকলের কিট দিবে দৌড়। এই কিট স্পন্সর পাওয়ায় বাফুফের বাৎসরিক প্রায় কোটি টাকা সাশ্রয় হবে বলে জানান ফাহাদ। এছাড়া বাংলাদেশ দলের জার্সি বাণিজ্যিকভাবে বিপনন করা হবে। এই বিপনন থেকেও প্রাপ্ত অর্থের লভ্যাংশ পাবে বাফুফে। চুক্তি অনুষ্ঠানে বাফুফে সভাপতি তাবিথ আউয়াল বলেন, আমরা জার্সির ক্ষেত্রে আবহাওয়া, সেলাই, ধৌত সকল কিছু বিবেচনা করেই কিট স্পন্সর প্রতিষ্ঠান নির্বাচন করেছি। আমরা চাই বাংলাদেশের নাম বিশ্বে ছড়িয়ে পড়ুক। আমরা বাংলাদেশের ব্র্যান্ডের জার্সি পড়ে খেলি এটা অন্য দেশ ও ক্লাবগুলোকেও জানাব। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়