শিরোনাম
◈ ব্রজিল দলে ডাক পেয়েও আবার ইনজুরিতে পড়ে মাঠের বাইরে নেইমার ◈ চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় রোহিঙ্গাদের যে বার্তা দিলেন ড. ইউনূস (ভিডিও) ◈ সেভেন সিস্টার্সের বন্দর নাই, তাই কক্সবাজারের গুরুত্ব অনেক বেশি: প্রধান উপদেষ্টা (ভিডিও) ◈ শেখ হাসিনাকে ফেরাতে সারা দেশে ওয়ার্ড পর্যায়ে অরাজকতা তৈরির বিষয়ে দিয়েছেন গোপন নির্দেশনা! ◈ টকশোতে উত্তপ্ত বাক-বিতণ্ডায় জড়ালেন নুর-হান্নান মাসউদ! (ভিডিও) ◈ ৪৩টি দেশের নাগরিকদের ভ্রমণ নিষেধাজ্ঞা দিতে যাচ্ছেন ট্রাম্প! ◈ রাজধানীতে ২০ লাখ টাকার জাল নোটসহ ৩ জন গ্রেপ্তার ◈ ১০ জন নিয়েও আল নাসরের জয়, রোনালদোর ৯২৮তম গোল ◈ নারী বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশের প্রথম ম্যাচ ১০ এপ্রিল থাইল্যান্ডের বিরুদ্ধে ◈ ইমাদ ওয়াসিমের দাবি, পাকিস্তান এভাবে খেললে দর্শক আগ্রহ হারিয়ে ফেলবে

প্রকাশিত : ১১ ফেব্রুয়ারি, ২০২৫, ০৭:০১ বিকাল
আপডেট : ১২ মার্চ, ২০২৫, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশের নারী ক্রিকেটার সোহেলিকে ৫ বছরের জন্য নিষিদ্ধ করলো আইসিসি

স্পোর্টস ডেস্ক : পুরুষ ক্রিকেটারের পর এবার বাংলাদেশের নারী ক্রিকেটেও দুর্নীতি ও ফিক্সিংয়ের দায়ে খেলোয়াড় সোহেলী আক্তারকে ৫ বছরের জন্য সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে এ তথ্য জানা যায়। ম্যাচ ফিক্সিং সংক্রান্ত পাঁচটি ধারা ভঙ্গের দায়ে এ শাস্তি দেয়া হয়েছে সোহেলী আক্তারকে। আইসিসির দুর্নীতি দমন ইউনিটের (আকসু) কাছে নিজের দায় স্বীকার করে নিয়েছেন এ নারী ক্রিকেটার।  তার বিরুদ্ধে এ নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে চলতি বছরের ১০ ফেব্রæয়ারি থেকে।

এ ক্রিকেটার সবশেষ জাতীয় দলে খেলেছেন ২০২২ সালে। তবে ২০২৩ সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত নারী টি-২০ বিশ্বকাপে বাংলাদেশ দলের এক ক্রিকেটারকে ফিক্সিংয়ের প্রস্তাব দেন সোহেলী আক্তার। বিসিবির বিজ্ঞপ্তিতে বলা হয়, সোহেলি আক্তার আইসিসির দুর্নীতি দমন আইনের পাঁচটি ধারা লঙ্ঘন করেছে। তিনি তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো স্বীকার করেছেন। এরপর তাকে এই নিষেধাজ্ঞা দেয় আইসিসি।

প্রসঙ্গত, ২০২৩ সালে বিশ্বকাপ খেলতে দক্ষিণ আফ্রিকায় অবস্থানরত নারী জাতীয় দলের এক ক্রিকেটারকে ফিক্সিংয়ের প্রস্তাব দেন দলের বাইরে থাকা ক্রিকেটার সোহেলি আক্তার। যমুনা টেলিভিশনের কাছে ম্যাচ পাতানোর কথা স্বীকারও করেন তিনি। সোহেলি তখন জানান, ‘আকাশ’ নামের এক জুয়াড়ির কাছ থেকে প্রস্তাব পেয়েছেন তিনি। তিনি কেবল মধ্যস্থতা করেছেন। কোনো ভুল করেননি বলেও দাবি করেন সোহেলি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়