শিরোনাম
◈ সতর্ক সংকেত জারি, আজ বজ্রপাতে মৃত্যুর ঝুঁকি খুবই বেশি ◈ পলাতক সাবেক মন্ত্রী-এমপিরা যুক্তরাজ্যে আ.লীগ নেতার ছেলের বিয়েতে  ◈ বিএনপির নতুন রাজনৈতিক মেরুকরণ: বাম দলগুলোর সঙ্গে সম্পর্ক জোরদারের চেষ্টা ◈ হাথুরুসিংহে ও তার দুই সহকারী ‘নাসুমকে চড় মারা’ প্রসঙ্গে যা বললেন ◈ অ্যাঞ্জেলিনা জোলির সমর্থন গাজার প্রতি, ইসরায়েলি হামলাকে বললেন ‘গণকবরের মতো ধ্বংসযজ্ঞ’ ◈ গুরুতর অসুস্থ ব্যারিস্টার আব্দুর রাজ্জাক, হাসপাতালে ভর্তি ◈ প্রাইমএশিয়া শিক্ষার্থী পারভেজ হত্যা: ৩ জন আটক ◈ টাঙ্গাইলের ৭০০ বছরের নওয়াব শাহী জামে মসজিদে ৯৮ বছর ধরে চলছে অবিরাম কুরআন তিলাওয়াত ◈ প্রধান উপদেষ্টার কাতার সফরে এলএনজি ও ভিসা ইস্যু ছাড়াও যেসব বিষয় গুরুত্ব পাবে ◈ প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্র খুন: ১০-১৫ জন নির্দয়ভাবে পেটায় জাহিদকে, ঘটনার সূত্রপাত যেভাবে

প্রকাশিত : ১০ ফেব্রুয়ারি, ২০২৫, ১২:২৮ রাত
আপডেট : ২০ এপ্রিল, ২০২৫, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রোহিত শর্মার শতক, ইংল্যান্ডকে হারিয়ে ওয়ানডে সিরিজ জিতলো ভারত

স্পোর্টস ডেস্ক : ভারতীয় ক্রিকেটের নির্ভরযোগ্য ব্যাটার রোহিত শর্মা লম্বা সময় ধরেই ব্যাট হাতে ছন্দে ছিলেন না। হতাশার বৃত্তে ঘুরপাক খেতে থাকা ভারত অধিনায়ক ছন্দে ফিরলেন দুর্দান্ত প্রতাপের সঙ্গেই। ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ডানহাতি এই ব্যাটারের বিধ্বংসী সেঞ্চুরির ওপর ভর করে ৪ উইকেটের জয়ে সিরিজ নিজেদের করে নিয়েছে স্বাগতিকরা।

রোববার কটকে টস জিতে ব্যাটিংয়ে নেমে ৩০৪ রানে অলআউট হয় ইংল্যান্ড। জবাবে রোহিতের ১১৯ রানের ঝড়ো ইনিংসের পর ৩৩ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছায় ভারত। - অলআউট স্পোর্টস 

তিন ফরম্যাট মিলিয়ে প্রায় এক বছর পর এদিন সেঞ্চুরির দেখা পান রোহিত। তার ব্যাট থেকে সবশেষ শতক এসেছিল গত বছর মার্চে, ইংলিশদের বিপক্ষে টেস্টে। আর ওয়ানডেতে ২০২৩ সালের অক্টোবরের পর এটি তার প্রথম সেঞ্চুরি। এই ফরম্যাটে এটি তার ৩২তম শতক। আর সব মিলিয়ে ভারতের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে তার সেঞ্চুরি এখন ৪৯টি।

রান তাড়ায় শুভমান গিলকে নিয়ে দলকে উড়ন্ত সূচনা এনে দেওয়া রোহিত তার ফিফটি পূর্ণ করেন ৩০ বলে। ওপর প্রান্তে কিছুটা ধীরগতিতে খেলা গিল ফিফটির দেখা পান ৪৫ বলে। ৬০ করা ডানহাতি এই ব্যাটারকে ফিরিয়ে ১৩৬ রানের উদ্বোধনী জুটিটি ভাঙেন জেইমি ওভারটন। তবে রোহিতের রানে ফেরার দিনে ব্যাট হাতে ব্যর্থ ছিলেন বিরাট কোহলি। ৫ রান করা অভিজ্ঞ এই ব্যাটারকে সাজঘরের পথ দেখান আদিল রশিদ।

দ্রুত দুই উইকেটের পতন হলেও ব্যাট হাতে তা-ব জারি রাখেন রোহিত। কোহলি ফেরার পরপরই ৭৬ বলে ৯ চার ও ৭ ছক্কায় তুলে নেন সেঞ্চুরি। এরপর কিছুটা ঝড় থামান ভারত অধিনায়ক। তবে অপর প্রান্তে আগ্রাসী মেজাজে ব্যাট চালাতে থাকেন শ্রেয়াস আইয়ার। শেষ পর্যন্ত রোহিতকে ফিরিয়ে ৭০ রানের এই জুটি ভাঙেন লিয়াম লিভিংস্টোন।
এরপর অল্প সময়ের মধ্যে আইয়ার (৪৪), লোকেশ রাহুল (১০) ও হার্দিক পান্ডিয়ার (১০) উইকেট হারালেও অক্ষর প্যাটেল ও রবীন্দ্র জাদেজার ব্যাটে জয় নিশ্চিত হয় ভারতের।

এর আগে এদিনও ইংল্যান্ডকে উড়ন্ত সূচনা এনে দেন বেন ডাকেট ও ফিল সল্ট। এই দুই ব্যাটারের তা-বে ৬৬ বলের উদ্বোধনী জুটি থেকে রান আসে ৮১। ২৬ রান করা সল্টকে ফিরিয়ে এই জুটি ভাঙেন অভিষিক্ত বরুণ চক্রবর্তী। সঙ্গীর বিদায়ের কিছু সময় পর সাজঘরের পথ দেখেন ৬৫ রান করা ডাকেটও।

এরপর হ্যারি ব্রুককে নিয়ে জুটি গড়ে দলকে বড় সংগ্রহের দিকে এগুতে থাকেন জো রুট। তবে ব্রুক (৩১) ইনিংস বড় করতে না পারায় ৬৬ রানে এই জুটি থামে। অধিনায়ক জস বাটলারের সঙ্গে জুটি গড়ে ফিফটি তুলে নেন রুট। গড়েন ইংল্যান্ডের হয়ে ওয়ানডেতে সবচেয়ে বেশি ৫৬টি পঞ্চাশের বেশি ইনিংসের রেকর্ড। পেছনে ফেলেন দেশটিকে ওয়ানডে বিশ্বকাপ জেতানো অধিনায়ক ওয়েইন মরগ্যানকে।

তবে বাটলারের (৩৪) পর ৬৯ রান করা রুট সাজঘরে ফিরতেই ভেঙে পড়ে ইংলিশ ব্যাটিং-অর্ডার। ৫৬ রানের ভেতর শেষ ৬ উইকেট হারিয়ে তারা এক বল আগে অলআউট হয় তারা। আগামী বুধবার আহমেদাবাদে সিরিজের শেষ ম্যাচে হোয়াইটওয়াশ এড়াতে মাঠে নামবে ইংল্যান্ড।

  • সর্বশেষ
  • জনপ্রিয়