শিরোনাম
◈ কোন পথে সেভেন সিস্টার্স, ভারতের এত ভয় কেন? ◈ প্যাভিলিয়ন থেকে আজহারউদ্দিনের নাম সরানো: 'বিশ্বের কোনো ক্রিকেটারের সঙ্গে যেন এমন না ঘটে ◈ সাকিব আল হাসা‌নের বিরুদ্ধে দুদকের কমিটি গঠন ◈ বাংলা‌দে‌শের ১৯১ রান শোধ ক‌রে ৮২ রা‌নের লিড নি‌লো জিম্বাবু‌য়ে ◈ আমলযোগ্য অপরাধের ঘটনায় অবশ্যই মামলা নিতে হবে: ডিএমপি কমিশনার ◈ ৩৩ বছরে রাষ্ট্রপতি কতজনকে মাফ করেছেন জানতে চান আদালত ◈ ঢাকা-৫ আসনের সাবেক এমপি মনিরুল ইসলাম গ্রেপ্তার ◈ বিশেষ বিসিএসে দু’হাজার চিকিৎসক নিয়োগ দেবে সরকার ◈ আওয়ামী লীগ নেতার ছেলের বিয়েতে লন্ডনে একসঙ্গে সাবেক চার মন্ত্রী-প্রতিমন্ত্রী! ◈ বাংলাদেশ চীন সম্পর্কে কিছুতেই অস্বস্তি কাটছে না ভারতের!

প্রকাশিত : ০৯ ফেব্রুয়ারি, ২০২৫, ১০:০৯ রাত
আপডেট : ১৭ এপ্রিল, ২০২৫, ০১:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

ভারত বাংলাদেশের বিরুদ্ধে খেলতে নেমে বাড়তি চাপে থাকে, দাবি হাবিবুল বাশারের

স্পোর্টস ডেস্ক : আন্তর্জাতিক ক্রিকেটে কাগজে-কলমে ভারত শক্তিশালী হলেও বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমনের বিশ্বাস, ভারতকে হারানো বাংলাদেশের কাছে অসম্ভব নয়। সেই সঙ্গে বাংলাদেশের বিপক্ষে ম্যাচে ভারত খানিকটা বাড়তি চাপে থাকে সেটাও মনে করিয়ে দিয়েছেন তিনি।

২০১৫ বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে রোহিত শর্মার বিপক্ষে ‘নো বল’ বিতর্ক দিয়ে বাংলাদেশ-ভারতের বৈরিতার শুরু। সবশেষ এক দশকে ঘরের মাঠে দু’বার সিরিজ জেতায় সেটা আলাদা মাত্রা যোগ করেছে। ভারতের বিপক্ষে বাংলাদেশের সবশেষ ওয়ানডে জয় ২০২৩ সালের সেপ্টেম্বরে শ্রীলঙ্কাতে হওয়া এশিয়া কাপে। সুপার ফোরের লড়াইয়ে সেবার রোহিত-শুভমান গিলদের ৬ রানে হারিয়েছিল বাংলাদেশ। - ক্রিকফ্রেঞ্জি

১৯৮৮ সাল থেকে এখন পর্যন্ত ভারতের বিপক্ষে ৪১ ওয়ানডে খেলেছে টাইগাররা। ৮ জয়ের বিপরীতে বাংলাদেশের হার ৩২ ম্যাচে। সেই ৮ জয়ের একটি কেবলমাত্র বৈশ্বিক টুর্নামেন্টে। ২০০৭ সালে ওয়েস্ট ইন্ডিজের পোর্ট অব স্পেনে সৌরভ গাঙ্গুলি, শচীন টেন্ডুলকার, রাহুল দ্রাবিড়দের ৫ উইকেট হারিয়ে হৈচৈ ফেলে দিয়েছিল বাংলাদেশ। যদিও সবশেষ দেড় দশকে বিশ্ব মঞ্চে জয় নেই লিটন দাস, তাসকিন আহমেদ কিংবা নাজমুল হোসেন শান্তদের। পরিসংখ্যানে পিছিয়ে থাকলেও ভারত বাড়তি চাপে থাকে বলে মনে করেন বাশার। 

সাবেক অধিনায়ক বলেন, প্রথম থেকেই চাপে ফেলা। ভারত খুবই দল কিন্তু চাপে পড়তে পছন্দ করে না। আমি কিন্তু দেখেছি কয়েকবার চাপে ভেঙে পড়তে। যখন বাংলাদেশের সাথে খেলে আমার মনে হয় তারা একটু বাড়তি চাপেই থাকে। আমরা যদি দল হিসেব করে দেখি ভারত দলকে আপনার মানতেই হবে তারা অনেক এগিয়ে আছে। তাদের দলে অনেক চ্যাম্পিয়ন খেলোয়াড় এবং ম্যাচ জেতানো খেলোয়াড়ও অনেক বেশি। কিন্তু ভারত আমাদের সঙ্গে খেলার সময় চাপে থাকে। চাপের মুখে তারা সবসময় সেরা ক্রিকেট খেলে না।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে একই গ্রুপে রয়েছে বাংলাদেশ ও ভারত। যেখানে তাদের প্রতিপক্ষ হিসেবে থাকবে পাকিস্তান ও নিউজিল্যান্ড। ২০ ফেব্রুয়ারি দুবাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির মিশন শুরু করবে বাংলাদেশ। ভারত অনেকটা এগিয়ে থাকলেও তাদেরকে হারানো সম্ভব নয় এমনটা মনে করেন না বাশার। বিরাট কোহলি-রোহিতদের হারানোর কৌশলও বাতলে দিয়েছেন তিনি।

বাশার বলেন, প্রথম বল থেকেই ব্যাটিং অথবা বোলিং তাদেরকে যদি চাপে রাখতে পারি তাহলে ভারতকে হারানো সম্ভব। ব্যাপারটা এমন নয় যে আমরা কখনও ভারতকে হারাইনি। ভারতের দলটা এখন ভালো, ভারতকে আমরা আগে যখন হারিয়েছি  তখনও অনেক ভালো দল ছিল। আমি মনে করি এখন আমরা আগের থেকে ভালো দল। সেক্ষেত্রে ভারতকে হারাতে পারব না সেরকম কিছু আমার মনে হয় না।

আইসিসির বৈশ্বিক টুর্নামেন্টের রেকর্ড কখনই বাংলাদেশের পক্ষে কথা বলেনি। ২০১৫ সালের কোয়ার্টার ফাইনাল ছাড়া বিশ্বকাপে কখনই কিছু করতে পারেনি তারা। চ্যাম্পিয়ন্স ট্রফির পরিসংখ্যান অবশ্য টাইগারদের পক্ষেই কথা বলছে। ২০১৭ সালে হওয়া সবশেষ চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেরা চারে উঠেছিল বাংলাদেশ। সেই টুর্নামেন্টের পারফরম্যান্সই আশা জাগাচ্ছে বাশারকে। তিনি মনে করেন, কোন টুর্নামেন্টে যাওয়ার আগে সবার মনে সেই স্বপ্নটা থাকা উচিত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়