শিরোনাম
◈ দুই বিলিয়ন পাউন্ডে ১ লাখ আসনের স্টেডিয়াম নির্মাণ করবে ম্যানচেস্টার ইউনাইটেড ◈ অ্যাপেক্স গ্রুপের চেয়ারম্যান সৈয়দ মঞ্জুর এলাহী আর নেই ◈ নদীর জলবন্টন নিয়ে ভারত-বাংলাদেশ বৈঠকের ফল আপাতত শুন্য ◈ শাহাবাগ একদিনে গড়ে উঠেনি : হাসানাত আব্দুল্লাহ ◈ পাকিস্তানে ট্রেনে হামলা: সেনাবাহিনীর অভিযানে উদ্ধার ১০৪, নিহত ১৬ ◈ বিদ্যুৎ ব্যবহারে ডিপিডিসির বিশেষ নির্দেশনা ◈ নন-এমপিও শিক্ষকদের দাবি মেনে নিল সরকার, আন্দোলন প্রত্যাহার ◈ ‘কোনো ফাঁদে পা দেওয়া যাবে না’, পুলিশকে সহযোগিতার আহ্বান মাহফুজ আলমের ◈ মধ্যরাতে উত্তাল ঢাবি লাকি আক্তারকে গ্রেপ্তারের দাবিতে (ভিডিও) ◈ ভারতীয় সংবাদমাধ্যমে সেনাবাহিনী নিয়ে ভুয়া খবরের প্রতিবাদ আইএসপিআরের

প্রকাশিত : ০৯ ফেব্রুয়ারি, ২০২৫, ০১:৫৯ রাত
আপডেট : ১০ মার্চ, ২০২৫, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চমকপ্রদ যেসব তথ্য জানা গেল ক্রিস্টিয়ানো রোনালদোর আয় নিয়ে 

ক্রিস্টিয়ানো রোনালদোর ব্র্যান্ড ভ্যালু এখন ৮৫০ মিলিয়ন ইউরো। আয়ের পাশাপাশি আরও পাঁচটি খাত মিলিয়ে ২০২৫ সালে এই বিপুল পরিমাণ অর্থের মালিক সিআরসেভেন। এর মধ্য থেকে ২০০ মিলিয়ন যোগ হয়েছে আল নাসর থেকে। নাইকি, লুই ভিত্তোর মত প্রতিষ্ঠানের ব্যান্ড অ্যাম্বেসেডর হওয়ার সুবাদে তিনি আরও আয় করবেন ১৫০ মিলিয়ন ইউরো।

এক হাজারতম গোলের দিকে ছুটছেন ক্রিস্টিয়ানো রোনালদো। হাতছানি ৭০০তম ক্লাব ম্যাচ জয়েরও। ৪১ বছরে পা দিয়েও এই মহাতারকা নিজেকে যেন একটু হারিয়ে ফেলেননি। এর প্রতিফলন দেখা গেছে তার আয়ের হিসাবেও। ফুটবলার হিসেবে রোনালদোর আয়ের ধারেকাছেও নেই কেউ। এবার সেই অঙ্কটা স্পর্শ করেছে ৮৫০ মিলিয়ন ইউরোর ঘরে।       

 পর্তুগিজ ইন্সটিটিউট অব অ্যাডমিনস্ট্রেশন এন্ড মার্কেটিং সম্প্রতি রোনালদোকে নিয়ে একটি গবেষণা পত্র প্রকাশ করেছে। ২৮টি ভ্যারিয়েবলস সমন্বয়ে ছয়টি খাত থেকে এই বিপুল পরিমাণ অর্থ আয় করেছেন সিআরসেভেন। যার মধ্যে রয়েছে ক্লাব থেকে সরাসরি উপার্জন, গণমাধ্যম এবং সামাজিক মাধ্যম যোগাযোগমাধ্যম থেকে আয়। আল নাসরের সঙ্গে তার নতুন চুক্তি হলে ক্লাবের যে মালিকানা পাবেন তিনি, সেটা তার আয়ের অঙ্ক বাড়িয়ে দেবে আরও বহুগুণ।          
 
পিআইএএম বলছে, শুধু ক্লাব থেকেই এক বছরে রোনালদো আয় করেছেন ২০০ মিলিয়ন ইউরো। এই সময়ে স্পন্সর প্রতিষ্ঠান থেকে তার অ্যাকাউন্টে ঢুকেছে আরও ১৫০ মিলিয়ন। নাইকি, ট্যাগ হিউয়ের, লুই ভিত্তোর মতো ব্র্যান্ড সমৃদ্ধ করেছে রোনালদোর পকেট। এছাড়াও রোনালদোর এই আয়ের পেছনে সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাব অনেক। কারণ এই মাধ্যমে তার অনুসারীর সংখ্যা এক বিলিয়নের বেশি।    
 
 পর্তুগিজ প্রতিষ্ঠানটির গবেষণাপত্র থেকে রোনালদোর বিষয়ে বেরিয়ে এসেছে চমৎকার কিছু বিষয়। শুধু রোনালদোকে কেন্দ্র করে প্রতি বছর ২২ দশমিক ৩ মিলিয়ন সংবাদ প্রকাশ করা হয় বিশ্বের বিভিন্ন দেশের খবরের কাগজে। আর গুগলে তাকে সার্চ করা হয় ১৮৭ মিলিয়ন বারের চাইতেও বেশি। রোনালদোকে মেনশন করে ৪ হাজারের মতো বই আছে অ্যামাজনে। এছাড়াও বিশ্বের অন্যতম সেরা ফুটবলারকে নিয়ে আছে ৬৩ হাজার তাৎপর্যপূর্ণ প্রবন্ধ।  
 
এছাড়াও রোনালদোর ফিটনেস নিয়েও প্রকাশ করা হয়েছে চমৎকার একটি তথ্য। ফুটবলাররে শরীরের সাধারণত ১০ শতাংশ চর্বি থাকলেও, রোনালদো তার শরীরে ধরে রেখেছেন ৭ শতাংশ। এছাড়াও সৌদি আরবে আরও কিছু বিষয়ে ইতিহাস রচনা করেছেন সিআরসেভেন। ব্র্যান্ড প্রমোশন থেকে শুরু করে মাঠের পারফরম্যান্স, সবমিলিয়ে মধ্যপ্রাচ্যে সময়টা বেশ উপভোগ করছেন তিনি।  

  • সর্বশেষ
  • জনপ্রিয়