শিরোনাম
◈ সতর্ক সংকেত জারি, আজ বজ্রপাতে মৃত্যুর ঝুঁকি খুবই বেশি ◈ পলাতক সাবেক মন্ত্রী-এমপিরা যুক্তরাজ্যে আ.লীগ নেতার ছেলের বিয়েতে  ◈ বিএনপির নতুন রাজনৈতিক মেরুকরণ: বাম দলগুলোর সঙ্গে সম্পর্ক জোরদারের চেষ্টা ◈ হাথুরুসিংহে ও তার দুই সহকারী ‘নাসুমকে চড় মারা’ প্রসঙ্গে যা বললেন ◈ অ্যাঞ্জেলিনা জোলির সমর্থন গাজার প্রতি, ইসরায়েলি হামলাকে বললেন ‘গণকবরের মতো ধ্বংসযজ্ঞ’ ◈ গুরুতর অসুস্থ ব্যারিস্টার আব্দুর রাজ্জাক, হাসপাতালে ভর্তি ◈ প্রাইমএশিয়া শিক্ষার্থী পারভেজ হত্যা: ৩ জন আটক ◈ টাঙ্গাইলের ৭০০ বছরের নওয়াব শাহী জামে মসজিদে ৯৮ বছর ধরে চলছে অবিরাম কুরআন তিলাওয়াত ◈ প্রধান উপদেষ্টার কাতার সফরে এলএনজি ও ভিসা ইস্যু ছাড়াও যেসব বিষয় গুরুত্ব পাবে ◈ প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্র খুন: ১০-১৫ জন নির্দয়ভাবে পেটায় জাহিদকে, ঘটনার সূত্রপাত যেভাবে

প্রকাশিত : ০৮ ফেব্রুয়ারি, ২০২৫, ০৮:৩০ রাত
আপডেট : ১৩ মার্চ, ২০২৫, ০৯:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

বিপিএল সেরা একাদশ বানালো ক্রিকইনফো

স্পোর্টস ডেস্ক : ফরচুন বরিশাল বিপিএলের একাদশ আসরে টানা দ্বিতীয়বার  শিরোপা জিতেছে। দক্ষিণাঞ্চলের এই ফ্র্যাঞ্চাইজি শুক্রবার (৭ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত ফাইনালে চিটাগাং কিংসকে ৩ উইকেটে হারিয়ে শিরোপা জিতে। এই জয়ের মাধ্যমে ফরচুন বরিশাল বিপিএলের ইতিহাসে ঢাকা গ্ল্যাডিয়েটর্স ও কুমিল্লা ভিক্টোরিয়ানসের পর তৃতীয় দল হিসেবে টানা দুইবার শিরোপা জয়ের কীর্তি গড়েছে। 

এবারের আসরে দেশি-বিদেশি অনেক খেলোয়াড়ই দারুণ পারফর্ম করেছেন। তাদের মধ্য থেকে ক্রিকেটবিষয়ক সংবাদমাধ্যম ক্রিকইনফো বেছে নিয়েছে বিপিএলের সেরা একাদশ।

টপ অর্ডার-
বিপিএলের সর্বোচ্চ রান সংগ্রাহক নাঈম শেখ ওপেনার হিসেবে জায়গা পেয়েছেন। তিনি ৫১১ রান করেছেন। তার সঙ্গে ওপেনিংয়ে আছেন ফরচুন বরিশালের তামিম ইকবাল, যিনি ফাইনালে গুরুত্বপূর্ণ ফিফটি করে দলকে শিরোপা জেতান। তামিম আসরে ৪১৩ রান করেছেন। তিন নম্বরে রাখা হয়েছে জাকির হাসানকে, যিনি ৩৮৬ রান করেছেন। তবে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক (৪৮৫) তানজিদ তামিম একাদশে জায়গা পাননি।

মিডল অর্ডার-
গ্রাহাম ক্লার্ক বিপিএলের তৃতীয় সর্বোচ্চ ৪৩১ রান করেছেন, তাই চারে তাকে রাখা হয়েছে। স্লগার হিসেবে জায়গা পেয়েছেন মাহিদুল ইসলাম অঙ্কন।

অলরাউন্ডার-
দুই পাকিস্তানি অলরাউন্ডার খুশদীল শাহ ও ফাহিম আশরাফ জায়গা পেয়েছেন একাদশে। খুশদীল ২৯৮ রান করার পাশাপাশি ১৭ উইকেট নিয়েছেন, তাই তিনি পাঁচে ব্যাটিং করবেন। ফাহিম আশরাফ নিয়েছেন ২০ উইকেট এবং ব্যাট হাতে গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছেন, তাই তিনি সাত নম্বরে। তবে মেহেদী হাসান মিরাজ (৩৫৫ রান, ১৩ উইকেট) টুর্নামেন্ট সেরা হলেও একাদশে জায়গা পাননি।

স্পিন বিভাগ-
খুশদীল শাহের সঙ্গে একাদশে স্পিনার হিসেবে জায়গা পেয়েছেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের রহস্য স্পিনার আলিস আল ইসলাম, যিনি ১৫ উইকেট নিয়েছেন।

পেস আক্রমণ-
ক্রিকইনফোর একাদশে তিন পেসার জায়গা পেয়েছেন। তারা হলেন পাকিস্তানের আকিফ জাভেদ (২০ উইকেট), বাংলাদেশের তাসকিন আহমেদ সর্বাধিক (২৫ উইকেট) এবং খালেদ আহমেদ (২০ উইকেট)।

ক্রকইনফোর বিপিএল সেরা একাদশ : তামিম ইকবাল (অধিনায়ক), নাঈম শেখ, জাকির হাসান, গ্রাহাম ক্লার্ক, খুশদীল শাহ, মাহিদুল অঙ্কন (উইকেটরক্ষক), ফাহিম আশরাফ, আলিস ইসলাম, তাসকিন আহমেদ, খালেদ আহমেদ ও আকিফ জাভেদ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়