শিরোনাম
◈ অ্যাপেক্স গ্রুপের চেয়ারম্যান সৈয়দ মঞ্জুর এলাহী আর নেই ◈ নদীর জলবন্টন নিয়ে ভারত-বাংলাদেশ বৈঠকের ফল আপাতত শুন্য ◈ শাহাবাগ একদিনে গড়ে উঠেনি : হাসানাত আব্দুল্লাহ ◈ পাকিস্তানে ট্রেনে হামলা: সেনাবাহিনীর অভিযানে উদ্ধার ১০৪, নিহত ১৬ ◈ বিদ্যুৎ ব্যবহারে ডিপিডিসির বিশেষ নির্দেশনা ◈ নন-এমপিও শিক্ষকদের দাবি মেনে নিল সরকার, আন্দোলন প্রত্যাহার ◈ ‘কোনো ফাঁদে পা দেওয়া যাবে না’, পুলিশকে সহযোগিতার আহ্বান মাহফুজ আলমের ◈ মধ্যরাতে উত্তাল ঢাবি লাকি আক্তারকে গ্রেপ্তারের দাবিতে (ভিডিও) ◈ ভারতীয় সংবাদমাধ্যমে সেনাবাহিনী নিয়ে ভুয়া খবরের প্রতিবাদ আইএসপিআরের ◈ ট্রাম্পের সিদ্ধান্তে জলবায়ু ঝুঁকি বাড়বে বাংলাদেশেও!

প্রকাশিত : ০৮ ফেব্রুয়ারি, ২০২৫, ১২:৪২ দুপুর
আপডেট : ১১ মার্চ, ২০২৫, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আল ফায়হার বিরুদ্ধে রোনালদোর আল নাসরের দাপুটে জয়

স্পোর্টস ডেস্ক : মাঠ জুড়েই দাপট দেখিয়েছে ক্রিশ্চিয়ানো রোনালদোর আল নাসর। ফলে সহজেই ম্যাচ জিতেছে দল। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) তারা ৩-০ গোলে হারিয়েছে আল ফায়হা এফসিকে। ম্যাচে গোল পেয়েছেন পর্তুগিজ সুপারস্টার রোনালদো। পেশাদার ক্যারিয়ারে এটি তার ৯২৪তম গোল।

আল আওয়াল পার্কে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে আল নাসর। ম্যাচের ২২তম মিনিটে প্রথম গোলের দেখা পায় দলটি। জানুয়ারিতে ইংলিশ প্রিমিয়ার লিগের অ্যাস্টন ভিলা থেকে আসা জন ডুরান গোলটি করেন। কাছ থেকে নিখুঁত ফিনিশিংয়ে আল নাসরের জার্সিতে অভিষেক ম্যাচেই গোলের খাতা খোলেন এই কলম্বিয়ান ফরোয়ার্ড। ১-০তে লিড নিয়ে বিরতিতে যায় আল নাসর।

দ্বিতীয়ার্ধে ম্যাচের ৭২তম মিনিটে ডুরান আরও একবার জালে বল জড়ান। এবার সাদিও মানের ক্রস থেকে দারুণ এক ফিনিশিংয়ে বল জালে জড়িয়ে ব্যবধান দ্বিগুণ করেন তিনি। দুই মিনিট পর দলের হয়ে তৃতীয় গোলটি করেন রোনালদো। ডান দিক থেকে আসা একটি ক্রসে নিখুঁত টাচে বল জালে পাঠান তিনি। এই গোল আল নাসরের দাপুটে পারফরম্যান্সের পূর্ণতা এনে দেয়।

উল্লেখ্য, আগামী বৃহস্পতিবার আল আহলির বিপক্ষে লিগে নিজেদের পরবর্তী লিগ ম্যাচে মাঠে নামবে রোনালদোরা। ১৭ ফেব্রুয়ারি এএফসি চ্যাম্পিয়নস লিগে ইরানিয়ান ক্লাব পার্সেপোলিস এফসির মোকাবিলা করবে আল নাসর।

  • সর্বশেষ
  • জনপ্রিয়