শিরোনাম
◈ ৩৩ বছরে রাষ্ট্রপতি কতজনকে মাফ করেছেন জানতে চান আদালত ◈ ঢাকা-৫ আসনের সাবেক এমপি মনিরুল ইসলাম গ্রেপ্তার ◈ বিশেষ বিসিএসে দু’হাজার চিকিৎসক নিয়োগ দেবে সরকার ◈ আওয়ামী লীগ নেতার ছেলের বিয়েতে লন্ডনে একসঙ্গে সাবেক চার মন্ত্রী-প্রতিমন্ত্রী! ◈ বাংলাদেশ চীন সম্পর্কে কিছুতেই অস্বস্তি কাটছে না ভারতের! ◈ কখ‌নো রাজনীতিতে আসবেন না সৌরভ গাঙ্গুলী ◈ ভারতীয় বো‌র্ডের কেন্দ্রীয় চুক্তি: এ প্লাস ক্যাটাগ‌রির ক্রিকেটাররা পা‌বেন ৭ কো‌টি রু‌পি ◈ নিষিদ্ধ ছাত্রলীগ ও বিভিন্ন মামলার এজাহারনামীয় আওয়ামী লীগের গ্রেফতার ৯  ◈ আমরা আমাদের তরুণদের চীনে পড়াশোনা ও ভাষা শেখায় উৎসাহিত করব : প্রধান উপদেষ্টা ◈ শূন্য সম্পদ কেন্দ্রীকরণ, শূন্য বেকারত্ব এবং শূন্য নেট কার্বন নির্গমনের ওপর জোর দেওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার

প্রকাশিত : ০৮ ফেব্রুয়ারি, ২০২৫, ১১:০৯ দুপুর
আপডেট : ১১ এপ্রিল, ২০২৫, ০৫:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

বিপিএল ট্রফি নিয়ে রোববার বরিশালে যাচ্ছেন তামিমরা

স্পোর্টস ডেস্ক : বিপিএলের গত আসরে শিরোপা জয়ের পরও তামিমরা বরিশালে যেতে পারেননি। এবার সেই সুযোগ হাতছাড়া করতে চাচ্ছে না  তার দল। ২০২৫ এর চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল এবার শিরোপা নিয়ে তাদের শহরে যাচ্ছে।  শুক্রবার (৭ ফেব্রুয়ারি) মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বরিশাল অধিনায়ক তামিম ইকবাল জানান, আগামী রোববার (৯ ফেব্রুয়ারি) তারা ট্রফি নিয়ে বরিশালে যাবেন। 

তিনি বলেন, আমরা গতবার (বিপিএল) জেতার পর বরিশাল আসতে পারিনি। এখন পর্যন্ত আমরা ঠিক করেছি, ৯ তারিখে আসব (বরিশাল)। আশা করি, বরিশালে যারা আছেন সবাই থাকবেন আমাদের স্বাগত জানানোর জন্য। সব যদি ঠিক থাকে, এই ৯ তারিখে আপনারা আমাদের কাপসহ দেখতে পারবেন।

চিটাগং কিংসকে ফাইনালে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিপিএল ট্রফি জিতেছে ফরচুন বরিশাল। বিপিএলের বেশিরভাগ ম্যাচ ঢাকায় আয়োজিত হলেও সিলেট ও চট্টগ্রামেও কিছু ম্যাচ অনুষ্ঠিত হয়। ফলে বরিশালের অনেক দর্শক সরাসরি মাঠে বসে তাদের প্রিয় দলের খেলা উপভোগ করতে পারেননি। এবার সেই ভক্তদের কথা ভেবেই বরিশাল সফরের সিদ্ধান্ত নিয়েছে চ্যাম্পিয়নরা।

শিরোপা জয়ের পর বরিশাল ফ্র্যাঞ্চাইজির কর্ণধার মিজানুর রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তামিম বলেন, অবিশ্বাস্য (আবার জিতলাম)। আমি মালিককে ধন্যবাদ দেব। উনি দুর্দান্ত ছিলেন, আমি যা করতে চেয়েছি তিনি তা করতে দিয়েছেন। কে খেলবে, কে খেলবে না তা নিয়ে হস্তক্ষেপ করেননি। আমাকে স্বাধীনতা দিয়েছেন, যেটা আমি চেয়েছি। হারলেও কিছু বলেননি। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়