নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচক কমিটির সদস্য পদ থেকে সরে দাঁড়ানো হান্নান সরকার ঢাকা আবাহনী ক্রিকেট দলের প্রধান কোচ হলেন। বিষয়টি নিশ্চিত করেছেন হান্নান নিজেই।
আসন্ন ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) দিয়ে আবাহনীর হয়ে কাজ শুরু করবেন হান্নান। ক্লাবটির প্রধান কোচের দায়িত্ব সামলাবেন সাবেক এই ক্রিকেটার। তার সঙ্গে সহকারী কোচ হিসেবে আবাহনীতে কাজ করবেন তারেক আজিজ খান।
আবাহনীর দায়িত্ব নেওয়ার আগে জাতীয় দল ও বয়সভিত্তিক দলের নির্বাচক হিসেবে কাজ করেছেন হান্নান। সব মিলিয়ে আট বছর আট মাস দায়িত্ব পালন করেছেন সাবেক এ ক্রিকেটার। আবাহনীর দায়িত্ব নেওয়ার আগে জাতীয় দলের নির্বাচকের পদ থেকে পদত্যাগ করেন হান্নান।
এর আগে বিসিবির চাকরি ছাড়া প্রসঙ্গে হান্নান বলেছিলেন, আমি আমার ভবিষ্যতের কথা চিন্তা করে দায়িত্ব ছাড়ছি। আমার কাছে মনে হয়েছে যে ভবিষ্যতে কোচিংয়ে গেলে আমি যতটুকু উপকৃত হব, আমার থেকে বাংলাদেশ ক্রিকেটও উপকৃত হবে। তো আমার মনে হয়েছে যে এখনই (বিসিবির পদ) ছাড়ার সঠিক সময়। এখন মনে হচ্ছে যে লোকাল কোচদের ওপর বিসিবির আলাদা একটা নজর আছে এ কারণেই।
আপনার মতামত লিখুন :