শিরোনাম
◈ ‘সমন্বয়কদের শ্বশুর বাড়ির লোকদেরও দেখে নেবেন শেখ হাসিনা!’ (ভিডিও) ◈ রাজধানীবাসীর ঘুম হারাম করে দেব: গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের ফোনালাপ ফাঁস (ভিডিও) ◈ গোপন ষড়যন্ত্রে লিপ্ত সাবেক আইজিপি বেনজীর ◈ ধানমন্ডি ৩২ ভাংচুর: ‘নির্মম পরিণতি’ বলে সোহেল তাজের কড়া সমালোচনা ◈ আন্তর্জাতিক ক্রিকেট থেকে তামিমের গুডবাই,  বিদায়ী সংবর্ধনা দিলো বিসিবি ◈ আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে ক্ষোভ ন্যায্য হলেও আইন লঙ্ঘন ন্যায্য নয়: এইচআরডব্লিউ ◈ আইনশৃঙ্খলা বাহিনী বুলডোজার কর্মসূচির খবর কেনো সরকার কে জানায়নি: গয়েশ্বর ◈ ‘আমরাই আমাদের পর্যটনশিল্প গড়ে তুলব’, ট্রাম্পকে গাজাবাসীর কড়া বার্তা ◈ বিপিএলের সেরা ক্রিকেটারের পুরষ্কার পেলেন মেহেদী হাসান মিরাজ ◈ ‘অস্বাভাবিক ভাঙচুর ও সহিংসতা’ উল্লেখ করে গভীর উদ্বেগ প্রকাশ করল টিআইবি

প্রকাশিত : ০৮ ফেব্রুয়ারি, ২০২৫, ০১:২৬ রাত
আপডেট : ০৮ ফেব্রুয়ারি, ২০২৫, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিপিএলে দেওয়া হলো মোট ৫ কোটি ৩১ লাখ টাকার অর্থ পুরস্কার, কে জিতলেন কোন পুরস্কার

চিটাগং কিংসের আশা গুঁড়িয়ে আবার উৎসবে মাতল ফরচুন বরিশাল। পরপর দুবার তারা ঘরে তুলল বিপিএলের ট্রফি। একইসঙ্গে তাদের প্রাপ্তি বড় অঙ্কের অর্থ পুরস্কার। ফাইনালে হেরে যাওয়া চিটাগংয়ের অর্থযোগও কম নয়।

সব মিলিয়ে বিপিএলের সমাপনী দিনে দেওয়া হলো ৫ কোটি ৩১ লাখ টাকার অর্থ পুরস্কার। গত আসরের চেয়ে যা ২ কোটি ৩ লাখ টাকা বেশি।

একনজরে দেখে নেওয়া যাক কারা পেলেন কোন পুরস্কার:

চ্যাম্পিয়ন - ফাইনাল ম্যাচে চিটাগং কিংসকে হারিয়ে টানা দ্বিতীয়বার শিরোপা জিতল ফরচুন বরিশাল। একইসঙ্গে তারা পেল আড়াই কোটি টাকার অর্থ পুরস্কার।

রানার্সআপ - শিরোপা নির্ধারণী ম্যাচে ১৯৪ রানের পুঁজি নিয়েও জিততে পারেনি চিটাগং কিংস। ২০১৩ সালের পর বিপিএলে ফেরার আসরে রানার্স-আপ হলো তারা। ফলে তারা পেল দেড় কোটি টাকা।

তৃতীয় দল - দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ হেরে ফাইনালের আগে ছিটকে যাওয়া খুলনা টাইগার্স পেল ৬০ লাখ টাকা।

চতুর্থ দল - টানা আট ম্যাচ জেতার পর পরপর পাঁচ ম্যাচ হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেওয়া রংপুর রাইডার্স এবারের চতুর্থ সেরা দল। তাদের দেওয়া হয়েছে ৪০ লাখ টাকা।

ম্যান অব দা ফাইনাল - বড় লক্ষ্যে ঝড়ো ফিফটি করে ফাইনালের সেরা ক্রিকেটারের পুরস্কার জিতলেন তামিম ইকবাল। ট্রফির সঙ্গে তিনি পেলেন ৫ লাখ টাকা।

ম্যান অব দা টুর্নামেন্ট - ব্যাট হাতে ১৪ ইনিংসে ৩৫৫ রান ও বোলিংয়ে ১৩ উইকেট নিয়ে বিপিএলের এবারের আসরের সেরা ক্রিকেটারের পুরস্কার জিতলেন খুলনা টাইগার্সের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। তিনি পেলেন ১০ লাখ টাকার অর্থ পুরস্কার।

ইমার্জিং প্লেয়ার অব দা টুর্নামেন্ট – প্রথম পর্বে বাদ পড়া ঢাকা ক্যাপিটালসের হয়ে ব্যাট হাতে পুরো আসরেই চমৎকার ছিলেন তানজিদ হাসান। ১২ ইনিংসে এক সেঞ্চুরির সঙ্গে চার ফিফটিতে ৪৮৫ রান করে তিনিই জিতেছেন বিপিএলের প্রথম ইমার্জিং প্লেয়ার অব দা টুর্নামেন্ট পুরস্কার। ট্রফির সঙ্গে তার প্রাপ্তি ৩ লাখ টাকা।

টুর্নামেন্টের সেরা ব্যাটসম্যান - আসরজুড়ে চমৎকার ব্যাটিংয়ে এক সেঞ্চুরির সঙ্গে তিন ফিফটিতে ৫১১ রান করা মোহাম্মদ নাঈম শেখ জিতলেন সেরা ব্যাটসম্যানের পুরস্কার। ৫ লাখ টাকা অর্থ পুরস্কার পেলেন তিনি।

টুর্নামেন্টের সেরা বোলার - রেকর্ড গড়া আসরে ১২ ইনিংসে ২৫ উইকেট নিয়ে এবার সেরা বোলারের পুরস্কার জিতলেন তাসকিন আহমেদ। নাঈমের মতো তিনিও পেলেন ৫ লাখ টাকা।

টুর্নামেন্টের সেরা ফিল্ডার – আসরজুড়ে উইকেটের পেছনে ১২টি ক্যাচ ও ২টি স্টাম্পিং করে সেরা ফিল্ডারের পুরস্কার জিতেছেন মুশফিকুর রহিম। তিনি পেয়েছেন ৩ লাখ টাকা। উৎস: বিডিনিউজ২৪

  • সর্বশেষ
  • জনপ্রিয়