শিরোনাম
◈ এবার মাহমুদুর রহমানকে একুশে পদক দেওয়ার সিদ্ধান্ত বাতিল চায় বামজোট ◈ পঞ্চগড়ে বেড়েছে শীতের তীব্রতা, তাপমাত্রা ১০ ডিগ্রির ঘরে ◈ শেখ হাসিনার পতনের ৬ মাস পরেও অস্থিরতায় হাবুডুবু খাচ্ছে বাংলাদেশ ◈ ‘সমন্বয়কদের শ্বশুর বাড়ির লোকদেরও দেখে নেবেন শেখ হাসিনা!’ (ভিডিও) ◈ রাজধানীবাসীর ঘুম হারাম করে দেব: গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের ফোনালাপ ফাঁস (ভিডিও) ◈ গোপন ষড়যন্ত্রে লিপ্ত সাবেক আইজিপি বেনজীর ◈ ধানমন্ডি ৩২ ভাংচুর: ‘নির্মম পরিণতি’ বলে সোহেল তাজের কড়া সমালোচনা ◈ আন্তর্জাতিক ক্রিকেট থেকে তামিমের গুডবাই,  বিদায়ী সংবর্ধনা দিলো বিসিবি ◈ আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে ক্ষোভ ন্যায্য হলেও আইন লঙ্ঘন ন্যায্য নয়: এইচআরডব্লিউ ◈ আইনশৃঙ্খলা বাহিনী বুলডোজার কর্মসূচির খবর কেনো সরকার কে জানায়নি: গয়েশ্বর

প্রকাশিত : ০৭ ফেব্রুয়ারি, ২০২৫, ১১:৪৬ রাত
আপডেট : ০৮ ফেব্রুয়ারি, ২০২৫, ১০:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

বিপিএলে একাদশ আসরে ব্যাটে-বলে সেরা যারা

বিপিএলের ১১তম আসরে চিটাগাং কিংসকে হারিয়ে টানা দ্বিতীয়বার শিরোপা ঘরে তুলেছে ফরচুন বরিশাল। তবে দুই ফাইনালিস্ট দলের কোনো খেলোয়াড় ব্যাটে-বলে পারফর্ম করে সেরা হতে পারেননি। এবার আসরে ব্যাট হাতে সেরা হয়েছেন মোহাম্মদ নাঈম ও বোলিংয়ে তাসকিন আহমেদ।

রানে তালিকায় সবার শীর্ষে রয়েছেন খুলনা টাইগার্সের ব্যাটার মোহাম্মদ নাঈম।

এই আসরে ১৪ ম্যাচে ১টি সেঞ্চুরি ও ৩ ফিফটিতে ৪২ গড়ে ৫১১ রান করেছেন এই ওনেনার ব্যাটার। ১২ ম্যাচে ৪৮৫ রান করে দ্বিতীয় স্থানে রয়েছে  ঢাকা ক্যাপিটালসের ওপেনার তানজিদ তামিম। তারও ১ সেঞ্চুরি, সঙ্গে আছে চারটি পঞ্চাশোর্ধ ইনিংস। তৃতীয় স্থানে রয়েছেন ১৪ ম্যাচে ৪৩১ রান করা চিটাগাং কিংসের ব্যাটার গ্রাহাম ক্লার্ক।

আর ১৪ ম্যাচে ৪১৩ রান করে চারে রয়েছেন  তামিম ইকবাল। পাঁচে রয়েছে রাজশাহী এনামুল হক বিজয়। ১২ ম্যাচে ৩৯২ রান করেছেন তিনি। একটি সেঞ্চুরিও রয়েছে তার।

সেরা পাঁচ রান সংগ্রাহকের মধ্যে সেঞ্চুরি নেই শুধু তামিমের। এদিকে সর্ব্বোচ উইকেট শিকারি হয়েছেন তাসকিন আহমেদ। যদিও তার দল দুর্বার রাজশাহী গ্রুপ পর্বেই বিদায় নিয়েছে। দল বাদ পড়লেও ১২ ম্যাচে ২৫ উইকেট শিকার করে এবার শীর্ষে রয়েছেন এই টাইগার পেসার।

১১ ম্যাচে ২০ উইকেট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে আকিভ জাভেদ। সমান ম্যাচ সমান উইকেট রয়েছে ফাহিম আশরাফেরও। ১৩ ম্যাচে ২০ উইকেট নিয়ে চারে রয়েছেন খালেদ আহমেদ। পাঁচে থাকা খুশদিল শাহর উইকেট ১৭টি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়